খলিশখালী ইউনিয়ন
খলিশখালী ইউনিয়ন বাংলাদেশের সাতক্ষীরা জেলার তালা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1]
খলিশখালী ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | ![]() |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | সাতক্ষীরা জেলা |
উপজেলা | তালা উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ৩৭.৩৬ কিমি২ (১৪.৪২ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩১,৪৬৮ |
• জনঘনত্ব | ৮৪০/কিমি২ (২২০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৯৪২১ |
ওয়েবসাইট | খলিশখালী ইউনিয়ন |
অবস্থান ও আয়তন
এই ইউনিয়নের আয়তন ৩৭.৩৬ বগ কিঃমিঃ প্রায়। জনসংখ্যা মোট ৩১,৪৬৮ জন। পুরুষ-১৬৬৩১জন,মহিলা-১৪,৮৩৭জন। ১১টি মৌজা ও ৩০ টি গ্রাম নিয়ে এ ইউনিয়ন গঠিত।
নদী
শিক্ষা
এই ইউনিয়নে কলেজ ২টি।মাধ্যমিকসহ বিদ্যালয় ৪টি। প্রাথমিক বিদ্যালয় ২১টি ও মাদ্রাসা ২টি। ক্বওমিয়া মাদ্রাসা-১টি। ইউনিয়নের শিক্ষার হার ৬৫ শতাংশ।
কৃতী ব্যক্তিত্ব
তথ্যসূত্র
- "খলিলখালী ইউনিয়ন"। http://khalishkhaliup9.satkhira.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১২।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.