সরুলিয়া ইউনিয়ন

সরুলিয়া ইউনিয়ন বাংলাদেশের সাতক্ষীরা জেলার তালা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1]

সরুলিয়া ইউনিয়ন
ইউনিয়ন
দেশ বাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাসাতক্ষীরা জেলা
উপজেলাতালা উপজেলা
সরকার
  চেয়ারম্যানমোঃ মতিয়ার রহমান
আয়তন
  মোট২৫.৮২ কিমি (৯.৯৭ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৩৯,৮৭৩
  জনঘনত্ব১৫০০/কিমি (৪০০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৯৪২১
ওয়েবসাইটসরুলিয়া ইউনিয়ন

অবস্থান ও আয়তন

সরুলিয়া ইউনিয়নের আয়তন আয়তন ২৫.৮২ বর্গ কি:মি:। ইউনিয়ন লোকসংখ্যা ৩৯৮৭৩ জন। গ্রামের সংখ্যা ২৭টি ও মৌজার সংখ্যা ১০টি; হাট/বাজারের সংখ্যা ৪টি।[2]

নদী

সুরুলিয়া ইউনিয়নে একটি নদীর নাম কপোতাক্ষ নদ। এবং অসংখ্য খাল রয়েছে।

শিক্ষা

(২০১০ সালের আদমশুমারী অনুযায়ী) ইউনিয়ন এর শিক্ষার হার ৭০ শতাংশ। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৬টি। সরুলিয়া ইউনিয়নে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৭টি; মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ৬টি; মাদ্রাসা ৬টি; মহিলা মাদ্রাসা ২টি এবং কলেজের সংখ্যা একটি।

তথ্যসূত্র

  1. "সরুলিয়া ইউনিয়ন"http://saruliaup3.satkhira.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৩ |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. "সরুলিয়া ইউনিয়ন" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.