আনুলিয়া ইউনিয়ন
আনুলিয়া ইউনিয়ন বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1]
![]() | |
---|---|
ইউনিয়ন | |
![]() ![]() ![]() | |
স্থানাঙ্ক: ২২.৫৫০০° উত্তর ৮৯.১৬৮১° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | সাতক্ষীরা জেলা |
উপজেলা | আশাশুনি উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ৭০৫৪ একর কিমি২ ( বর্গমাইল) |
বাংলাপিডিয়া | |
জনসংখ্যা (আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো) | |
• মোট | ১১,০৮২ |
সাক্ষরতার হারবাংলাপিডিয়া | |
• মোট | ৩২.৭৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন
এই ইউনিয়নের আয়তন ৭০৫৪ একর এবং শিক্ষার হার ৩২.৭৯ %।[2]
শিক্ষাপ্রতিষ্ঠান
- সরকারী প্রাথমিক বিদ্যালয়
- ৮১ নং নংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ৭৬ নং আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ৭৭ নং কাকবাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ৮০ নং একশরা সরকারী প্রাথমিক বিদ্যালয়
- ৭৯ নং ভোলানাথপুর মনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
- ৭৮ নং বাগালী সরকারী প্রাথমিক বিদ্যালয়
- ৭৫নং বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়।[3]
- উচ্চমাধ্যমিক বিদ্যালয়
- বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়।
- আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়
- ৭১নং রাজাপুর রেজী: বেসরকারী প্রাথমিক বিদ্যালয়
- ২৯নং ঘাসটিয়া রেজী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়[4]
- মাদ্রাসা
- আনুলিয়া মহিলা দাখিল মাদ্ররাসা।
- মাধ্যম একসরা দারুল উলুম দাখিল মাদ্ররাসা।
- মনিপুর ভি,বি, দাখিল মাদ্রসা।
- রাজাপুর মহিলা দাখিল মাদ্রাসা।[5]
তথ্যসূত্র
- "ইউনিয়ন সমূহ - আশাশুনি উপজেলা"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৮।
- "আশাশুনি উপজেলা"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৮।
- "সরকারী প্রাথমিক বিদ্যালয়"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৮।
- "উচ্চমাধ্যমিক বিদ্যালয়"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৮।
- "মাদ্রাসা"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৮।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.