পারুলিয়া ইউনিয়ন

পারুলিয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার একটি ইউনিয়ন, প্রশাসনিক এলাকা। [1][2]

পারুলিয়া
ইউনিয়ন
২ নং পারুলিয়া ইউনিয়ন পরিষদ।
পারুলিয়া
বাংলাদেশে পারুলিয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২.৫৭৯৯২৪° উত্তর ৮৮.৯৮৮৯১৪° পূর্ব / 22.579924; 88.988914
দেশ বাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাসাতক্ষীরা জেলা
উপজেলাদেবহাটা উপজেলা
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও সীমানা

ইতিহাস

প্রশাসনিক এলাকা

  • উত্তর কোমরপুর
  • দক্ষিণ কোমরপুর
  • সেকেন্দ্রা
  • উত্তর পারুলিয়া
  • ফুলবাড়ি,
  • খাসপাড়া,
  • গড়িয়াডাঙ্গা,
  • ঘড়িয়াডাঙ্গা
  • মাঝ পারুলিয়া
  • খেজুরবাড়িয়া,
  • শাহজানপুর,
  • নিশ্চিন্তপুর,
  • খড়িয়াডাঙ্গা
  • দক্ষিণ পারুলিয়া
  • নাজিরেরঘের বড়শান্তা,
  • ছোট শান্তা,
  • পলগাদা,
  • পাতাখালী
  • গুচ্ছগ্রাম,
  • বশিরাবাদ,
  • বয়সা,
  • চারকুনি,
  • নোড়ারচক,
  • খলিসাখালী,
  • চালতেতলা,
  • রাঙ্গাশিশা,
  • কৈখালী

আয়তন ও জনসংখ্যা

আয়তনঃ ১৭ কিঃমিঃ। মোট জনসংখ্যাঃ ৩৮,৪১৫ জন। নারী ১৮,৮৪৪ জন, পুরুষ ১৯৫৭০ জন, পরিবার সংখ্যা ৫৯৮৭, মুসলিম ৮৪%, হিন্দু ১৬%।

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠাণ

শিক্ষার হার : শিক্ষার হার ৫৫.৬৬

শিক্ষা প্রতিষ্ঠাণ

  • সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৫টি
  • বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ০৬ টি
  • মাধ্যমিক বিদ্যালয় ০২ টি
  • নিম্ম মাধ্যমিক বিদ্যালয় ০২টি
  • বেসরকারী কলেজ ০১ টি
  • মসজিদ ৪৬ টি
  • মন্দির ১৭ টি
  • কিন্ডার গার্ডেন ০৩ টি
  • মক্তব ১৬ টি
  • হেফজখানা ০৭ টি
  • এতিম খানা ০৫ টি

দর্শনীয় স্থান

  • লিমপিড বোটানিক্যার গার্ডেন

কৃতী ব্যক্তিত্ব

জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান- মোঃ সাইফুল ইসলাম

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নং চেয়ারম্যানগণের নাম মেয়াদকাল
মোঃ দেলবার সরদার ১৯৬৭-১৯৭০
এম মুনছুর আহমেদ ১৯৭২-১৯৮৬
মোঃ জামাত আলী গাজী ১৯৮৬-১৯৮৭
শেখ সিরাজুল ইসলাম ১৯৮৭-১৯৯২
বাদশা আলী আকবর ১৯৯২-১৯৯৭
আব্দুল বারী মোল্যা ১৯৯৭-১৯৯৮
মোঃ গোলাম ফারুখ বাবু ১৯৯৮-২০০৩
মোঃ গোলাম ফারুখ বাবু ২০০৩-২০১১
নূর মোহাম্মদ ২০১১-২০১৬
১০ মোঃ সাইফুল ইসলাম ২০১৬ - বর্তমান

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "পারুলিয়া ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৪
  2. "দেবহাটা উপজেলা"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.