প্রতাপনগর ইউনিয়ন

প্রতাপনগর ইউনিয়ন বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[1] এই ইউনিয়নের বর্তমান দ্বায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানের নাম শেখ জাকির হোসেন।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদ
ইউনিয়ন
প্রতাপনগর ইউনিয়ন পরিষদ
বাংলাদেশে প্রতাপনগর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২.৫৫০০° উত্তর ৮৯.১৬৮১° পূর্ব / 22.5500; 89.1681
দেশ বাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাসাতক্ষীরা জেলা
উপজেলাআশাশুনি উপজেলা
সরকার
  চেয়ারম্যানশেখ জাকির হোসেন
আয়তন
  মোট৮৩৭২ একর কিমি ( বর্গমাইল)
 বাংলাপিডিয়া
সাক্ষরতার হারবাংলাপিডিয়া
  মোট৩৫.১৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও আয়তন

এই ইউনিয়নের আয়তন ৮৩৭২ একর, শিক্ষার হার ৩৫.১৭%।[2] ১০নং প্রতাপনগর ইউনিয়নের উত্তরে আনুলিয়া ইউনিয়ন, দক্ষিণে খোলপেটুয়া, পূর্বে কপোতাক্ষ নদ এবং পশ্চিমে শ্রিউলা ইউনিয়ন অবস্থিত। এই ইউনিয়নে গ্রামেরসংখ্যা ১৭ টি এবং জনসংখ্যা ৩২,৬২৩ জন।

শিক্ষাপ্রতিষ্ঠান

মহাবিদ্যালয়
  • এ,পি,এস ডিগ্রি কলেজ[3]
উচ্চমাধ্যমিক বিদ্যালয়
  • ইউনাইটেড একডেমী প্রতাপনগর হাইস্কুল
  • আদর্শ মাধ্যমিক বিদ্যালয় দীঘলার আইট
  • কল্যাণপুর এম,এইচ,মাধ্যমিক বিদ্যালয়।[4]
মাদ্রাসা
  • প্রতাপনগর এ,বি,এস সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসা।
  • প্রতাপনগর আল-আমিন মহিলা মাদ্রাসা।
  • সোনাতন কাটি সিদ্দীকিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা
  • কুড়িকাহুনীয়া এস এ(রাঃ)মহিলা মাদ্রাসা
  • চাকলা দারুসুন্নাহ আমিনিয়া দাখিল মাদ্রাসা।[5]

খাল ও নদী

উত্তর ও পশ্চিমে খোলপেটুয়া নদী অবস্থিত । পূবে কপোতাক্ষ এবং দক্ষিণে হরিষখালী নদী অবস্থিত।[6]

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন সমূহ - আশাশুনি উপজেলা"জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৮
  2. "আশাশুনি উপজেলা"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৮
  3. "কলেজ"জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৮
  4. "উচ্চমাধ্যমিক বিদ্যালয়"জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৮
  5. "মাদ্রাসা"জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৮
  6. "খাল ও নদী। ইউনিয়ন"জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.