শারমিন রত্না

শারমিন রত্না (জন্ম: ২৪ মার্চ, ১৯৮৮) মাগুরা জেলায় জন্মগ্রহণকারী বাংলাদেশের শ্যুটার। বাংলাদেশ অলিম্পিক সংস্থা কর্তৃক ২০১২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণের লক্ষ্যে প্রেরিত পাঁচজন ক্রীড়াবিদের একজন হিসেবে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল বিষয়ে অংশগ্রহণ করেন।[1][2] ৫৬ দেশের প্রতিযোগীদের মধ্যে তার অবস্থান ছিল ২৭তম ও পয়েন্ট লাভ করেন ৩৯৩। এরফলে তিনি ফাইনালে অগ্রসর হতে পারেননি।

শারমিন রত্না
ব্যক্তিগত তথ্য
জন্ম (1988-03-24) ২৪ মার্চ ১৯৮৮
মাগুরা, বাংলাদেশ
ক্রীড়া
ক্রীড়াস্পোর্টস শ্যুটিং

তথ্যসূত্র

  1. "London 2012: Sharmin Ratna"London 2012। ২০১৩-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৭-২৯
  2. "Sports Reference: Sharmin Ratna"Sports Reference। সংগ্রহের তারিখ ২০১২-০৭-২৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.