মৌলভী মোহাম্মদ নঈমউদ্দিন
মৌলভী মোহাম্মদ নঈমউদ্দিন সর্বপ্রথম কোরান ও বোখারী শরীফ অনুবাদ করে বাঙালি মুসলমানদের মধ্যে পথিকৃতের ভূমিকা পালন করেন এবং বাংলায় অনূদিত কোরান শরীফের প্রথম খন্ড করটিয়া মাহমুদিয়া প্রেসে মুদ্রিত ও মীর আতাহার আলী কর্তৃক প্রকাশিত হয় (১৮৯১) এবং উপমহাদেশের মুশির্দাবাদ, এলাহাবাদ, জৈনপুর, বিহার, আগ্রা, দিল্লি প্রভৃতি স্থানের দেশবরেণ্য বিখ্যাত আলেম ও ইসলামি চিন্তাবিদদের নিকট থেকে ইলমে শরীয়ত (জাহেরী) ও ইলমে মারেফাত (বাতেনী বিদ্যা) আয়ত্ত করেন।
মৌলভী মোহাম্মদ নঈমউদ্দিন | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশী |
জন্ম
তিনি ২৯ সেপ্টেম্বর ১৮৩২ সালে টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
কর্মজীবন
টাঙ্গাইল থেকে প্রকাশিত প্রথম পত্রিকা ‘আখবারে এছলামিয়া’ করটিয়া জমিদারদের পৃষ্ঠপোষকতায় তিনিই সম্পাদনা ও প্রকাশ করেন (১৮৮৩) এবং সুদীর্ঘ দশ বছর পত্রিকাটি প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি অর্ধশত গ্রন্থ রচনা করেন।
উল্লেখযোগ্য বই
- জোব্দাতুল মাসায়েল (১৮৯২),
- এনসাফ (১৮৯২),
- এজবাতে আখেরেজ্জোহর (১৮৮৭),
- ফতোয়ায়ে আলমগীরী (১৮৯২),
- কলেমাতুল কোফর (১৮৯৭)
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.