টাঙ্গাইল ডিসি লেক

টাঙ্গাইল ডিসি লেক টাঙ্গাইল শহরে অবস্থিত একটি উন্মুক্ত বিনোদন কেন্দ্র।[2] এটি ডিসি লেক পার্ক নামেও পরিচিত।[3]

টাঙ্গাইল ডিসি লেক
ডিসি লেক পার্ক
টাঙ্গাইল ডিসি লেক এর মধ্যকার ফুড পার্ক
ধরনবিনোদন পার্ক
অবস্থানটাঙ্গাইল সদর উপজেলা, ঢাকা
আয়তন৩৩.৪৫ একর
নির্মিত২৩ সেপ্টেম্বর ২০১৬[1]
পরিচালিতটাঙ্গাইল জেলা

অবস্থান

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ৩৩ দশমিক ৪৫ একর আয়তনের দৃষ্টিনন্দন ডিসি লেক অবস্থিত।[4][5]

পর্যটন

এখানে রয়েছে ছোট নৌকায় ঘুরে বেড়ানোরও সুযোগ, শিশু পার্কে, ভাসমান মঞ্চ, আর মঞ্চের ভেতরে রয়েছে ফাস্ট ফুড, এছাড়া লেকের পশ্চিম পাশে বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে। প্রিয়জনকে নিয়ে খানিকটা সুস্থ বিনোদনের ব্যবস্থা রয়েছে এখানে। পাখিদের কৃত্রিম বাসস্থানের পাশাপাশি বিলুপ্ত (প্রায়) পানকৌড়ি দেখা যায় এই ডিসি লেকে।[6]

বহিঃসংযোগ

তথ্যসূত্র

  1. "টাঙ্গাইলে 'ডিসি লেক'"prothomalo। সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভেনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ২৪ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৩
  2. "টাঙ্গাইলের একমাত্র বিনোদন কেন্দ্র 'ডিসি লেক'"bhorerkagoj। ২৪ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৩
  3. "টাঙ্গাইলের ডিসি লেক"kalerkantho। প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা। ৩ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৩
  4. "টাঙ্গাইলের ডিসি লেক, দর্শনার্থীদের ভিড়"ntvbd। BSEC Bhaban, 102 Kazi Nazrul Islam Ave 1215 Dhaka। ২৩ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৩
  5. "টাঙ্গাইলের ডিসি লেক"ittefaq। ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫। ২৩ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৩
  6. "টাঙ্গাইল ডিসি লেক"dailyinqilab। ২/১, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩। ২৪ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-০৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.