ইন্দিরাদেবী রায়চৌধুরী
ইন্দিরাদেবী রায়চৌধুরী (জন্ম অক্টোবর ১৯১০) ছিলেন একজন বাংলাদেশী চিত্রশিল্পী। তিনি টাঙ্গাইলের গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শ্রীশচন্দ্র ভট্টাচার্য এবং মাতা বিনোদিনী দেবী। সঙ্গীতজ্ঞ বীরেন্দকিশোর রায় চৌধুরীর সাথে বিয়ে হওয়ার পর তিনি ক্ষিতীন্দ্রনাথ মজুমদারের কাছে ছবি আঁকা শেখেন। প্রতিকৃতি আঁকার হাতেখড়ি হয় অতুল বসুর কাছ থেকে।
ইন্দিরাদেবী রায়চৌধুরী | |
---|---|
জন্ম | ১৯১০ সালের অক্টোবর মাসে |
উল্লেখযোগ্য কর্ম | বুদ্ধের গৃহত্যাগ |
তথ্যসূত্র
- ঘোষ, মৃণাল (২০০৫)। বিংশ শতকে ভারতের চিত্রকলায় আধুনিকতার বিবর্তন (প্রথম সংস্করণ সংস্করণ)। কলকাতা: প্রতিক্ষণ পাবলিকেশন।
- সরকার, কমল (১৯৮৪)। ভারতের ভাস্কর ও চিত্রশিল্পী (প্রথম সংস্করণ সংস্করণ)। কলকাতা: যোগমায়া প্রকাশনী।
- আফরিন, ড. নীলিমা। বাংলাদেশের শিল্পকলার উৎসসন্ধান। কথাপ্রকাশ। আইএসবিএন 984 70120 0387 9
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.