সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
সরকারী সিটি কলেজ বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি সরকারি কলেজ। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি প্রথমে আইন কলেজ হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে এখানে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যায়ের পাঠ দান চালু রয়েছে। স্নাতক পর্যায়ে এখানে ডিগ্রি (পাস) ছাড়াও ৪ বছর মেয়াদি সম্মান কোর্স চালু রয়েছে। সম্মান কোর্সের মধ্যে বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস, আরবি, পদার্থ, রসায়ন, গনিত, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, আইন বিভাগ, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান ও অন্যান্য বিষয় রয়েছে।
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম | |
---|---|
![]() | |
অবস্থান | |
আইস ফ্যাক্টরি রোড,৪০০০ চট্টগ্রাম, বাংলাদেশ চট্টগ্রাম, ![]() | |
স্থানাঙ্ক | ২২.৩৩২৩২৯° উত্তর ৯১.৮৩১৬০৬° পূর্ব |
তথ্য | |
ধরন | সরকারি অর্থায়নে পাবলিক কলেজ |
প্রতিষ্ঠাকাল | ১৯৫৪ |
অধ্যক্ষ | প্রফেসর মঞ্জুর আহমেদ [1] |
উপাধ্যক্ষ | প্রফেসর ড. সুদীপা দত্ত [2] |
শিক্ষার্থী সংখ্যা | ১৬০০০[3] |
ভাষার মাধ্যম | বাংলা |
ক্যাম্পাসের ধরন | শহর |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল |
শিক্ষা বোর্ড | চট্টগ্রাম শিক্ষা বোর্ড |
অন্তর্ভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
যোগাযোগ নং | +৮৮-০৩১-৬২৬২০৪ |
ফ্যাক্স | +৮৮-০৩১-৬১৯৪৬৮ |
ওয়েবসাইট | gccc |
অবস্থান
এটি চট্টগ্রাম শহরের কেন্দ্র ডাবলমুরিং থানার অন্তর্গত নিউ মার্কেট মোড় নিকটবর্তী আইস্ ফ্যাক্টরী রোডে অবস্থিত। এর বিপরীতে চট্টগ্রাম রেলওয়েস্টেশন অবস্থিত ।[4]
সংগঠন
সাংস্কৃতিক
অবকাঠামো
ব্যবস্থাপনা
শিক্ষকবৃন্দ
কৃতি শিক্ষার্থী
সহ-শিক্ষা কার্যক্রম
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.