চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় অবস্থিত চট্টগ্রাম জেলার প্রথম সরকারি মহিলা কলেজ।

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯৫৭ (1957)
অধ্যক্ষঅধ্যাপক সুবীর দাস
শিক্ষার্থী৬৪২১
অবস্থান,
বাংলাদেশ

২২.৩৬৩২৩৩° উত্তর ৯১.৮১৫৭৪৩° পূর্ব / 22.363233; 91.815743
শিক্ষাঙ্গননাসিরাবাদ, চট্টগ্রাম
ভাষাবাংলা, ইংরেজি
ওয়েবসাইটcgwc.edu.bd/index.php

ইতিহাস

১৯৫৭ সালের পূর্বে চট্টগ্রামে মহিলাদের জন্য আলাদা কোন কলেজের ব্যবস্থা ছিল না। তৎকালীন সময়ে চট্টগ্রাম কলেজ, কানুনগোপাড়া কলেজ এবং সাতকানিয়া কলেজে সহ-শিক্ষার ব্যবস্থা থাকলেও আসনসংখ্যা সীমিত থাকায় মহিলাদের কলেজীয় শিক্ষার প্রসার ঘটাতে বাদশা মিয়া চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী এবং মনমোহন বিশ্বাসসহ স্থানীয় শিক্ষানুরাগীগণ মিলে ১৯৫৭ সালের ১ জুলাই বর্তমান এমইএস কলেজ চত্তরে ভিক্টোরিয়া ইসলামিক হোস্টেলে নৈশ কলেজের দিবাবিভাগে ‘‘সেন্ট্রাল গার্লস কলেজ’’ নামে মহিলাদের জন্য একটি পৃথক কলেজ স্থাপন করেন। যেটি পরবর্তীকালে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ নামে পরিচিত হয়।[1]

এই কলেজের প্রথম অধ্যাপক ছিলেন জ্ঞানতাপস যোগেশচন্দ্র সিংহ। ১৯৬১ থেকে ১৯৬২ সালের দিকে কলেজটি নাসিরাবাদ এলাকায় বর্তমান স্থানে স্থানান্তর করা হয়।

শিক্ষা কার্যক্রম

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ এইচএসসি, অনার্স কোর্স, মাস্টার্স এবং ডিগ্রী কোর্স প্রদান করে।

সম্মান কোর্স

  • বাংলা
  • ইংরেজি
  • ইসলামি ইতিহাস এবং সংস্কৃতি
  • দর্শনশাস্ত্র
  • রাষ্ট্রবিজ্ঞান
  • সমাজবিজ্ঞান
  • সামাজিক কাজ
  • অর্থনীতি
  • মনোবিজ্ঞান

মাস্টার্সের ফাইনাল কোর্স

  • বাংলা
  • ইসলামি ইতিহাস এবং সংস্কৃতি
  • দর্শনশাস্ত্র
  • অর্থনীতি

ডিগ্রী (পাস) কোর্স

  • বি. (পাস)
  • বি এস এস (পাস)
  • বি. এস. (পাস)
  • বি বি এস (পাস)

তথ্যসূত্র

  1. মোহাম্মদ খালেদ, সম্পাদক (নভেম্বর ১৯৯৫)। "শিক্ষা"। হাজার বছরের চট্টগ্রামচট্টগ্রাম: এম এ মালেক (দৈনিক আজাদী)। পৃষ্ঠা ১৯৫।

আরো দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.