নেত্রকোনা সরকারি মহিলা কলেজ

নেত্রকোনা সরকারি মহিলা কলেজ নেত্রকোনা জেলা শহরে অবস্থিত একটি সরকারি কলেজ। শহরের প্রাণকেন্দ্র মোক্তারপাড়ায় এই কলেজটির অবস্থান। এই কলেজটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত। বৃহত্তর ময়মনসিংহ-এর নারীশিক্ষা বাস্তবায়নে এই কলেজ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

নেত্রকোনা সরকারি মহিলা কলেজ
নেত্রকোনা সরকারি মহিলা কলেজের লোগো
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯৬৯
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষআবদুল বাতেন
শিক্ষায়তনিক কর্মকর্তা
১৩
শিক্ষার্থী৫,০০০+
অবস্থান,
বাংলাদেশ
শিক্ষাঙ্গনশহুরে
ওয়েবসাইটঅফিশিয়াল ওয়েবসাইট

শিক্ষা ব্যবস্থা

উচ্চ মাধ্যমিকে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখায়; স্নাতক (পাস) কোর্সে বিএ, বিএসএস, বিএসসি কোর্স চালু আছে। স্নাতক (সম্মান) কোর্সে রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, সমাজকর্ম ও ইংরেজি পড়ানো হয়। ২০১৫ সালে প্রথম রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম বিষয়ে স্নাতক সম্মান কোর্স চালু করা হয়।[1] ২০১৮ সালের ১ ডিসেম্বর থেকে ইংরেজি সাহিত্যে সম্মান চালু করা হয়।

সহশিক্ষা কার্যক্রম

নেত্রকোনা সরকারি মহিলা কলেজে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি এবং রোভার স্কাউটের কার্যক্রম চালু আছে। এই দুটি কার্যক্রমে শতাধিক ছাত্রী অংশ নেয়। এছাড়াও ছাত্রীরা ফুটবল এবং ক্রিকেটে ফিবছরই পদক অর্জন করে।

নেত্রকোণা সরকারী মহিলা কলেজ

তথ্যসূত্র

  1. রিপোর্ট (২০১৫-০৩-২০)। "অবশেষে নেত্রকোনা মহিলা কলেজে অনার্স কোর্স চালু"নেত্রকোনা নিউজ ২৪। ঢাকা। ২০১৫-০৫-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৩

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.