নজিপুর সরকারি কলেজ

নজিপুর সরকারি কলেজ একটি সরকারি কলেজ যা রাজশাহী বিভাগের ,নওগাঁ জেলার,পত্নীতলা উপজেলায় অবস্থিত। মোঃ ময়েজ উদ্দিন ১৯৭৯ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন।[1][2]

নজিপুর সরকারি কলেজ
নীতিবাক্যশিক্ষাই শক্তি
ধরনসরকারী
স্থাপিত১৯৭৯
অধ্যক্ষশাহ আলম মন্ডল
অবস্থান,
২৫°০৩′১১″ উত্তর ৮৮°৪৫′৪৮″ পূর্ব
ওয়েবসাইটngcol.gov.bd

ইতিহাস

১৯৭৯ সালে নজিপুর মহাবিদ্যালয় নামে যাত্রা শুরু করা এ কলেজটির একাডেমিক কার্যক্রম প্রথম দিকে নজিপুর উচ্চবিদ্যালয়ে শুরু হয়। ১৯৭৭ সালে ডি.বি.বি, রাজশাহী এর সাহায্যে নজিপুর সরকারি কলেজ তার নিজস্ব জমিতে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি ৬ এপ্রিল ১৯৮৪ সরকারীকরণ করার জন্য গ্রিহিত হয় এবং ধীরে ধীরে তা ডিগ্রী কলেজে উন্নীত হয়। ৮ ডিসেম্বর ১৯৮৪ সালে জাতীয়করনের মাধ্যমে ১ লা জানুয়ারী ১৯৮৫ সালে এটি সরকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পায় ।[2]

গ্রন্থাগার

নজিপুর সরকারি কলেজ প্রতিষ্ঠার কিছু সময় পর থেকেই এর গ্রন্থাগার প্রতিষ্ঠত হয় পরে এটিকে সমৃদ্ধ করা হয়। বর্তমানে প্রায় ৩০০০০ (ত্রিশ হাজার) বই রয়েছে।

অনুষদসমূহ

  • বিজ্ঞান শাখা
  • মানবিক শাখা
  • বাবসায় শাখা

ডিগ্রি পাস শাখা

  • বিএ
  • বি এস এস
  • বি বি এস
  • বি এস সি

অনার্স ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

আবাসিক হল

নজিপুর কলেজ হোস্টেল নামে একটি আবাসিক ছাত্র হোস্টেল রয়েছে।

তথ্যসূত্র

  1. "Principal,Nazipur Govt. college"
  2. "Founder, History Of Nazipur College"। ৩ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.