ভদ্রবিলা ইউনিয়ন

ভদ্রবিলা ইউনিয়ন বাংলাদেশের নড়াইল জেলার একটি প্রশাসনিক এলাকা। এই ইউনিয়নটি ২০০১ সালে স্থাপিত হয়।

ভদ্রবিলা
ইউনিয়ন
দেশ বাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলানড়াইল জেলা
উপজেলানড়াইল সদর উপজেলা
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

অবস্থান ও আয়তন

ভদ্রবিলা ইউনিয়নটি জেলা সদর থেকে ৭.১[1] কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। ভদ্রবিলা ইউনিয়নের উত্তরে আউড়িয়া ইউনিয়ন, পূর্বে বাঁশগ্রাম ইউনিয়ন, দক্ষিণে কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়ন। এই ইউনিয়নটির আয়তন ১৩ বর্গ কিলোমিটার।

প্রশাসনিক এলাকা

ভদ্রবিলা ইউনিয়নটি ২০টি গ্রামের সমান্বয় গঠিত; এগুলো হলোঃ ভদ্রবিলা, পলাইডাঙ্গা, মহানাগ, মিরাপাড়া, আটেরহাট, ডহররামসিদ্ধি, পাইকড়া, চন্ডিতলা, পাচুড়িয়া, শ্রীফলতলা, ছাগলছিড়া, বাগডাঙ্গা, রামসিদ্ধি, সরকেলডাঙ্গা, রায়খালী, দিঘলিয়া, মাথাভাঙ্গা, ফুলশ্বর, ভবানীপুর, ঝিকরা।

ইতিহাস

শিক্ষা

ইউনিয়রনে শিক্ষার হারঃ ৬৪%। এখানে রয়েছেঃ

  • উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৪টি,
  • প্রাথমিক বিদ্যালয়ঃ ১২টি,
  • মাদ্রাসাঃ ২টি।

অর্থনীতি

কৃতী ব্যক্তিত্ব

বিবিধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.