ঢালারচর ইউনিয়ন

পাবনা জেলার বেড়া উপজেলাআমিনপুর থানার একটি ইউনিয়ন

ঢালারচর
ইউনিয়ন
ঢালারচর
বাংলাদেশে ঢালারচর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩.৮৫০৬০৪১° উত্তর ৮৯.৬৭১৩৬১৭° পূর্ব / 23.8506041; 89.6713617
দেশ বাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাপাবনা জেলা
উপজেলাবেড়া উপজেলা
আসনপাবনা ০২ আসন(সংসদীয় ৬৯ আসন)
আয়তন
  মোট৩৮.০৭ বর্গকিলোমিটার কিমি ( বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
  মোট১৭,৭৪৪
  ক্রমবর্গকিঃমিঃ ৫১৪.৮৪ জন
সাক্ষরতার হার
  মোট৩৪.৪৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৬৬১
ওয়েবসাইটdhalarcharup.pabna.gov.bd

ইতিহাস

ঢালারচর ইউনিয়ন বেড়া উপজেলার একটি এলাকা। ২০১৩ সালের ২০ শে অক্টোবর এই ইউনিয়ন নতুন আমিনপুর থানার আওতাভুক্ত হয়।[1]

অবস্থান

এই ইউনিয়নের উত্তরে মাশুমদিয়া ইউনিয়ন,পুর্বে শিবালয় উপজেলা,দক্ষিণে গোয়ালন্দ উপজেলা,পশ্চিমে সাগরকান্দি ইউনিয়ন

নদ-নদী

এই ইউনিয়নের দক্ষিণে পদ্মা নদী পুর্ব পাশে যমুনা নদী,উত্তরে আত্রাই নদী রয়েছে

যোগাযোগ ব্যবস্থা

ঢালারচর ইউনিয়নের সাথে যোগাযোগের ব্যবস্থা :বেড়া উপজেলা থেকে প্রায় ২৫ কিলোমিটার সড়ক পথে এবং কাজিরহাট থেকে প্রায় ৫ কিলোমিটার পথ মটরসাইকেলে অথবা পায়ে হেটে যোগাযোগ করা যেতে পারে। এছাড়া ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ অফিসরে সাথে যোগাযোগের মাধ্যম মোবাইল ফোন এবং সড়ক পথ। চেয়ারম্যানের নম্বর :০১৭৫২-০২৮৬৬৯সচিবের নম্বর  : ০১৭১৭-২৯১২৫৮ [2]

রাস্তা ঘাট

পাকা রাস্তা : ০১ (এক) টি কাচা রাস্তা : ৪০ (চল্লিশ) কিলোমিটার [2]

হাট বাজার

শিক্ষা প্রতিষ্ঠান

নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ০১ টি, কলেজ নাই, সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৪ টি, বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৫ টি, মাদরাসা ০১ টি। এতিম খানা : না। [2]

দর্শনীয় স্থান

নাই

এনজি

ঢালারচর ইউনিয়নটি দুর্গম এবং চরাঞ্চল এলাকা হওয়ায় এখানে দারিদ্রতা বিমোচনের জন্য বেশ কয়েকটি এনজিও এর কার্যক্রম রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ ব্র‍্যাক, আশা, পাবনা প্রতিশ্রুতি, আসিয়াব, গ্রামীণ ব্যাংক ইত্যাদি

ধর্ম ও ধর্মীয় উৎসব

খাদ্য

তথ্যসূত্র

  1. https://www.prothomalo.com/amp/bangladesh/article/56339/আমিনপুর-থানার-উদ্বোধন-আজ
  2. http://www.dhalarcharup.pabna.gov.bd/
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.