ঝিনাইগাতী উপজেলা

ঝিনাইগাতী উপজেলা বাংলাদেশের শেরপুর জেলার একটি প্রশাসনিক এলাকা।

ঝিনাইগাতী
উপজেলা
ঝিনাইগাতী
বাংলাদেশে ঝিনাইগাতী উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৫°১১′২″ উত্তর ৯০°৩′৫৩″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাশেরপুর জেলা
আয়তন
  মোট২৩১ কিমি (৮৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট১,৬০,৫৫৪
  জনঘনত্ব৭০০/কিমি (১৮০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৮৯ ৩৭
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও আয়তন

ঝিনাইগাতীর অবস্থান ২৫.১৮৩৩° উত্তর ৯০.০৬৬৭° পূর্ব / 25.1833; 90.0667। এই উপজেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য , দক্ষিণে শেরপুর সদরশ্রীবরদী উপজেলা, পূর্বে নালিতাবাড়ী উপজেলা, পশ্চিমে শ্রীবরদী উপজেলা[2]

প্রশাসনিক এলাকা

ঝিনাইগাতী থানা গঠিত হয় ১৯৭৫ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।[2] এই উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে -

  • কাংশা
  • গৌরীপুর
  • ঝিনাইগাতী
  • ধানশাইল
  • নলকুরা
  • মালিঝিকান্দা
  • হাতিবান্দা

ইতিহাস

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারী অনুসারে এখানকার মোট জনসংখ্যা ১,৫৫,০৬৭ জন; যার মধ্যে ৭৮,৭৯১ জন পুরুষ এবং ৭৬,২৭৬ জন নারী। মোট অধিবাসীদের ১,৪৬,১৫৩ জন মুসলমান, ৩,৩৮৮ জন খ্রিস্টান, ৫,৪৩৫ জন হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী ৯১ জন।

শিক্ষা

এখানে শিক্ষার গড় হার ৩৩.৪৪%; পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৩৭.০৫% এবং মহিলাদের মধ্যে ২৯.৭৩%। শহর ৫৮.১৫ গ্রাম ৩২.৪৬।

উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানঃ
  • আলহাজ্ব শফিউদ্দীন আহাম্মদ কলেজ(১৯৮৬)
  • ঝিনাইগাতী মহিলা আদর্শ কলেজ(২০০২)
  • তিনানী আদর্শ কলেজ(১৯৮৬)
  • আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়(১৯৬০)
  • মালিঝিকান্দা হাই স্কুল(১৯৪৮)
  • ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় (১৯৬১)
  • হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়(১৯৭৭)

স্বাস্থ্য

কৃষি

ভূমি ব্যবহারঃ
  • চাষযোগ্য মোট জমি - ১৪,০৭৮.১০ হেক্টর,
  • পতিত জমি - ২,২৭৬.০১ হেক্টর,
  • একক ফসল - ২৩%,
  • দ্বি-ফসল - ৬৭%,
  • তিন ফসলি - ১০%,
  • সেচ অধীন - ৭৮% জমি।

অর্থনীতি

প্রধান পেশাঃ
  • কৃষি - ৪৮.২১%,
  • ব্যবসা - ৭.৭৩%,
  • চাকুরি - ২.১৯%,
  • কৃষি শ্রমিক ২৭.৩৬%,
  • মাছ ধরা এবং ছুতার ২.৩৬%,
  • মজুরী শ্রমিক - ২.০৫%,
  • পরিবহন - ১.১৪% এবং
  • অন্যান্য - ৮.৪২%।

যোগাযোগ ব্যবস্থা

কৃতী ব্যক্তিত্ব

দর্শণীয় স্থান

  • গজনী অবকাশ পর্যটন কেন্দ্র,
  • রাবার বাগান,
  • রাবার ড্যাম।

বিবিধ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. সাদিকুর রহমান।
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে ঝিনাইগাতী উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৫ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫
  2. সৈয়দ মারুফুজ্জামান (জানুয়ারি ২০০৩)। "ঝিনাইগাতী উপজেলা"। সিরাজুল ইসলামঝিনাইগাতী উপজেলাঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৭, ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.