ইসলামপুর উপজেলা

ইসলামপুর বাংলাদেশের জামালপুর জেলার অন্তর্গত একটি উপজেলা

ইসলামপুর
উপজেলা
ইসলামপুর
বাংলাদেশে ইসলামপুর উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৫′২″ উত্তর ৮৯°৪৭′৩৩″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাজামালপুর জেলা
আসন
আয়তন
  মোট৩৫৩ কিমি (১৩৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৪)[1]
  মোট৩,৫০,০০০
  জনঘনত্ব৯৯০/কিমি (২৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩৪.৪০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড২০২০
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৩৯ ২৯
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

ইসলামপুর উপজেলার উত্তরে দেওয়ানগঞ্জ উপজেলাবকশীগঞ্জ উপজেলা, দক্ষিণে মেলান্দহ উপজেলামাদারগঞ্জ উপজেলা, পূর্বে শেরপুর সদর উপজেলাশ্রীবরদী উপজেলা এবং পশ্চিমে বগুড়া জেলার সোনাতলা উপজেলা ও গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা অবস্থিত।

প্রশাসনিক এলাকা

ইউনিয়ন সমূহ

  1. কুলকান্দি
  2. বেলগাছা
  3. চিনাডুলী
  4. সাপধড়ী
  5. নোয়ারপাড়া
  6. ইসলামপুর সদর
  7. পাথর্শী
  8. পলবান্ধা
  9. গোয়ালেরচর
  10. গাইবান্ধা
  11. চর পুটিমারী
  12. চর গোয়ালিনী

পৌরসভা

  • ইসলামপুর পৌরসভা

জনসংখ্যার উপাত্ত

  1. মোটঃ ২,৮০,০৭৬ জন
  2. পুরুষঃ ১,৪২,০৫০ জন
  3. মহিলাঃ ১,৩৮,০২৬ জন
  4. পরিবারের সংখ্যাঃ ৬২,৯৩৮ টি
  5. শিক্ষার হারঃ ৬২.৮৬।
  6. মোট ভোটার সংখ্যাঃ ১,৬৫,০৮৫ জন

শিক্ষা

ইসলামপুর কলেজ

কৃতী ব্যক্তিত্ব

  • হাসান হাফিজুর রহমান (কবি, সাংবাদিক ও সমালোচক)
  • মৌলভী মোহাম্মদ আব্দুল জব্বার পাহলোয়ান (অবিভক্ত বাংলার আইনসভার সদস্য)[2]
  • রাশেদ মোশারফ (সাবেক ভুমি প্রতিমন্ত্রী)[3]
  • খালেদ মোশাররফ (বীর উত্তম )
  • ডাঃ এ বি এম আবদুল্লাহ
  • আশরাফ উদদৌলা পাহলোয়ান (সাবেক সাংসদ ও সাবেক ডাকসু ভিপি)[3]
  • সুলতান মাহমুদ বাবু (সাবেক সাংসদ)[3]
  • আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল (সংসদ সদস্য)
  • মোস্তফা আল মাহমুদ (আহবায়ক, জাতীয় পার্টি, ইসলামপুর উপজেলা)
    • অধ্যাপক মোঃ সাইফুর রহমান (দর্শন বিভাগ,ইসলামপুর এম.এ. সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ)
  • মো: শাহজাহান ইসলামী (ভাইস পিন্সিপাল, ইসলামপুর ইসলামীয়া ফাযিল মাদ্রাসা)

বিবিধ

উৎপাদিত শস্যের মধ্যে, ধান, গম, বাদাম, ভুট্টা, মরিচ, পাট, আখ বিশেষ ভাবে উল্লেখযোগ্য।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে ইসলামপুর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১০ জুলাই, ২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৪
  3. http://www.alokitobangladesh.com/desh/2013/09/28/25436/print%5B%5D

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.