মান্দারী ইউনিয়ন
মান্দারী বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত লক্ষ্মীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন।
মান্দারী | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() মান্দারী | |
স্থানাঙ্ক: ২২°৫৫′ উত্তর ৯০°৫৪′ পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | লক্ষ্মীপুর জেলা |
উপজেলা | লক্ষ্মীপুর সদর উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ৮৭.৮৭ কিমি২ (৩৩.৯৩ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৪৮,০০০ |
• জনঘনত্ব | ৫৫০/কিমি২ (১৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৭০৩ ![]() |
আয়তন
মান্দারী ইউনিয়নের আয়তন ২১,৭১২ একর (৮৭.৮৭ বর্গ কিলোমিটার)। এটি লক্ষ্মীপুর সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তর ইউনিয়ন।[1]
জনসংখ্যা
মান্দারী ইউনিয়নের লোক সংখ্যা ৪৮,০০০ জন। এর মধ্যে পুরুষ ২৩,৮০০ জন এবং মহিলা ২৪,২০০ জন।
অবস্থান ও সীমানা
লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্যাংশে মান্দারী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে দত্তপাড়া ইউনিয়ন ও বাঙ্গাখাঁ ইউনিয়ন, পশ্চিমে লাহারকান্দি ইউনিয়ন, দক্ষিণে তেওয়ারীগঞ্জ ইউনিয়ন ও কুশাখালী ইউনিয়ন এবং পূর্বে দিঘলী ইউনিয়ন ও হাজিরপাড়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
মান্দারী ইউনিয়ন লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন ১৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চন্দ্রগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৬নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৩ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
মান্দারী ইউনিয়নের সাক্ষরতার হার ৬২%। এ ইউনিয়নে ১টি কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি অন্যান্য মাদ্রাসা ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- মাদ্রাসা
- মান্দারী ইসলামিয়া আলিম মডেল মাদ্রাসা
- গন্ধর্ব্যপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- দক্ষিণ মান্দারী ফাতেমা বহুমুখী উচ্চ বিদ্যালয়
- মান্দারী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
মান্দারী ইউনিয়নে যোগাযোগের প্রধান মাধ্যম রিক্সা এবং সিএনজি চালিত অটোরিক্সা।
খাল ও নদী
মান্দারী ইউনিয়নের রতনপুর মৌজার উপর দিয়ে রহমতখালী খাল এবং গন্ধব্যপুর মৌজার উপর দিয়ে ওয়াপদার খাল প্রবাহিত হচ্ছে।
হাট-বাজার
মান্দারী ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল মান্দারী বাজার, আমিন বাজার, ওয়াপদা বাজার, গোধূলীর হাট এবং চতলিয়া বাজার।
দর্শনীয় স্থান
- মান্দারী বড় জামে মাসজিদ