মুলিয়া ইউনিয়ন
মুলিয়া ইউনিয়ন বাংলাদেশের নড়াইল সদর উপজেলার একটি ইউনিয়ন। ইউনিয়নটি ১৯৪৬ খ্রিঃ স্থাপিত হয়।
মুলিয়া | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | ![]() |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | নড়াইল জেলা |
উপজেলা | নড়াইল সদর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ভৌগলিক অবস্থান ও আয়তন
মুলিয়া ইউনিয়ন জেলা সদর থেকে ৪.০০ কিঃ মিঃ পশ্চিমে এবং নড়াইল-শেখাহাটী সড়কের দক্ষিণে কাজলা নদীর তীরবর্তী মুলিয়াবাজারে অবস্থিত। মুলিয়া ইউনিয়নের উত্তরে শাহাবাদ ইউনিয়ন, পূর্বে নড়াইল পৌরসভা, দক্ষিণে কলোড়া ইউনিয়ন ও পশ্চিমে শেখহাটী ও তুলারামপুর ইউনিয়ন। এই ইউনিয়নের আয়তন ১১.৭৬বর্গ কিঃ মিঃ।
প্রশাসনিক এলাকা
মুলিয়া ইউনিয়ন আঠারো টি গ্রামের সমান্বয় গঠিত; এগুলি হলঃ আখোদা, টেপারী, পানতিতা, মুলিয়া, শালিয়ারভিটা, বালিয়াডাঙ্গা, কোড়গ্রাম, ইচড়বাহা, দূর্বাজুড়ী, সিতারামপুর, হিজলডাঙ্গা, বনগ্রাম, ননীক্ষির, গোয়ালবাড়ী, বাঁশভিটা, সাতঘরিয়া, গোয়ালডাঙ্গা, বরেন্দার।
ইতিহাস
শিক্ষা
মুলিয়া ইউনিয়নে শিক্ষার হার ৭৪%। এখানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেঃ
- কলেজঃ ২টি,
- উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ২টি,
- প্রাথমিক বিদ্যালয়ঃ ৬টি।
অর্থনীতি
কৃতী ব্যক্তিত্ব
বিবিধ
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- মুলিয়া ইউনিয় - জাতীয় তথ্য বাতায়ন।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.