শেখহাটী ইউনিয়ন
শেখহাটী ইউনিয়ন নড়াইল সদর উপজেলার ইউনিয়ন। ইউনিয়নটি ১৯২১খ্রি স্থাপিত হয়।
শেখহাটী | |
---|---|
ইউনিয়ন | |
০৭ নং শেখহাটী ইউনিয়ন | |
দেশ | ![]() |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | নড়াইল জেলা |
উপজেলা | নড়াইল সদর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন
শেখহাটী ইউনিয়ন নড়াইল জেলা শহর থেকে ২০ কিঃ মিঃ পশ্চিম-দক্ষিণে এবং বসুন্দিয়া সড়কের পূর্ব পাশে অবস্থিত। এর পশ্চিমে- বসুন্দিয়া ইউনিয়ন যশোর সদর ও উত্তরে- জামদিয়া ইউনিয়ন বাঘারপাড়া,যশোর । এবং উত্তরে - তুলারামপুর ইউনিয়ন পূর্বে - মুলিয়া ইউনিয়ন ও কলোড়া ইউনিয়ন নড়াইল সদর নড়াইল ।এছাড়া দক্ষিণে- শ্রীধরপুর ইউনিয়ন অভয়নগর যশোর। এর আয়তন ৯.০৫৬ বর্গ কি:মি:।
প্রশাসনিক এলাকা
শেখহাটী ইউনিয়নটি ১৪টি গ্রামের সমান্বয় গঠিত; এগুলি হলোঃ
শেখহাটি, শেখপাড়া, আফরা, বাশিয়ারডাঙ্গা, গুয়াখোলা, হাতিয়াড়া, বাকলী, মালিয়াট, দেবভোগ, তপনভাগ, মহিষখোলা, পচিশা, কাইজদাহ, ডহরসেখহাটি।
ইতিহাস
শিক্ষা
শেখহাটী ইউনিয়নে মোট শিক্ষার হারঃ ৮০% শেখহাটী ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে-
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৫টি
প্রাথমিক বিদ্যালয়ঃ ১৪টি
মাদ্রাসাঃ ১৫টি
প্রতিবন্ধি স্কুলঃ ১টি
প্রধান এবং কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয়: ৩৯ নং শেখহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়
প্রধান মাধ্যমিক বিদ্যালয়: শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়
অর্থনীতি
কৃতী ব্যক্তিত্ব
- অমল সেন (নেতা)
- ডাঃ বিধাণ গোস্বামী (বিশিষ্ট ডাক্তার)
- নাদিম রেজাওয়ান (খেলোয়াড়)
নেতৃবৃন্দ
১.জনাব কুদ্দুস আলী ফকির -সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগ। ২.বাবু তাপস পাঠক -সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামীলীগ। ৩.বাবু তরুণ ভট্টাচার্য্য-সভাপতি ইউনিয়ন ছাত্রলীগ। ৪.জনাব এম,এ,এম,আরাফাত হোসেন-সাধারণ সম্পাদক ইউনিয়ন ছাত্রলীগ। ৫জনাব মোঃ আনোয়ার শেখ-সভাপতি ইউনিয়ন যুবলীগ। ৬.জনাব সরদার আছাবুর রহমান -সাধারণ সম্পাদক ইউনিয়ন যুবলীগ। ৭.জনাব মোঃ বাবরআলী মোল্লা-সভাপতি ইউনিয়ন বিএনপি। ৮.জনাব মোঃ হালিম বেগ -সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি। ৯.জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন-সভাপতি ইউনিয়ন যুবদল। ১০.জনাব আবু জাফর মুরাদ হোসেন-সাধারণ সম্পাদক ইউনিয়ন যুবদল। ১১.জনাব জসীম উদ্দিন -আহবায়ক ইউনিয়ন ছাত্রদল। ১২.জনাব মোঃ আশরাফুল আলম-যুগ্ম-আহবায়ক ইউনিয়ন ছাত্রদল।
ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান
- বুলবুল আহমেদ
ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ
ক্রমিক নং | নাম | মেয়াদ | মন্তব্য |
---|---|---|---|
১ | শাহ মো: আশেক মুন্সি | ১৯৬১-১৯৬৫ | মৃত |
২ | আ: হাকিম বোড়া | ১৯৬৫-১৯৭০ | মৃত |
৩ | শাহ মো: আশেক মুন্সি | ১৯৭২-১৯৭৪ | মৃত |
৪ | বাবু গুরুপদ দাস | ১৯৭৪-১৯৮১ | - |
৫ | বাবু রতন কুমার পাল | ১৯৮১-১৯৮৬ | মৃত |
৬ | মো: ইজাহার আলী | ১৯৮৬-১৯৯১ | - |
৭ | মো: ইকবাল হোসেন | ১৯৯১-১৯৯৮ | মৃত |
৮ | মো: বুলবুল আহমেদ | ১৯৯৮-২০০৩ | - |
৯ | মো: ওলিয়ার রহমান | ২০০৩-২০১১ | - |
১০ | গাজী সেলিম রেজা মাসুম | ২০১১-২০১৬ | - |
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.