সুনামগঞ্জ-২
সুনামগঞ্জ-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২২৫নং আসন।
সুনামগঞ্জ-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | সুনামগঞ্জ জেলা |
বিভাগ | সিলেট বিভাগ |
নির্বাচকমণ্ডলী | ২,৫০,৬৮৩ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | জয়া সেনগুপ্ত |
সীমানা
সুনামগঞ্জ-২ আসনটি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
সুরঞ্জিত সেনগুপ্ত ২০১৭ সালের ফেব্রুয়ারিতে মারা যান। উপ-নির্বাচনে তার স্ত্রী জয়া সেনগুপ্ত নির্বাচিত হন।[5]
সুনামগঞ্জ-২ উপ-নির্বাচন, ২০১৭[5] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | জয়া সেনগুপ্ত | ৯৫,৯৫৯ | ৬৯.৫ | প্র/না | |
স্বতন্ত্র | সায়েদ আলী মাহবুব হোসাইন | ৪২,১৫৬ | ৩০.৫ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫৩,৮০৩ | ৩৯.০ | +২৮.৮ | ||
ভোটার উপস্থিতি | ১৩৮,১১৫ | ৫৪.৭ | -৩৩.৪ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে সুরঞ্জিত সেনগুপ্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[6]
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: সুনামগঞ্জ-২[7][8] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | সুরঞ্জিত সেনগুপ্ত | ৯৫,৫৯৩ | ৫৫.১ | প্র/না | |
বিএনপি | মোঃ নাসির চৌধুরী | ৭৭,৮৮৯ | ৪৪.৯ | +০.৭ | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৭,৭০৪ | ১০.২ | -০.৬ | ||
ভোটার উপস্থিতি | ১৭৩,৪৮২ | ৮৮.১ | +৮.৩ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ২০০১: সুনামগঞ্জ-২[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | সুরঞ্জিত সেনগুপ্ত | ৮২,৮৩৯ | ৫৫.০ | +৬.৭ | ||
বিএনপি | নাসির উদ্দিন চৌধুরি | ৬৬,৫৫৮ | ৪৪.২ | +৪২.৭ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | শেখ জহির আলী | ১,১৮৫ | ০.৮ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৬,২৮১ | ১০.৮ | +১০.৪ | |||
ভোটার উপস্থিতি | ১৫০,৫৮২ | ৭৯.৮ | -৩.৬ | |||
জাতীয় পার্টি (এ) থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: সুনামগঞ্জ-২[9] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি (এ) | নাসির উদ্দিন চৌধুরি | ৫৯,০০০ | ৪৮.৭ | +১২.৭ | |
আওয়ামী লীগ | সুরঞ্জিত সেনগুপ্ত | ৫৮,৪৯৬ | ৪৮.৩ | প্র/না | |
বিএনপি | জহির আহমেদ | ১,৮৬৮ | ১.৫ | ০.০ | |
জামায়াতে ইসলামী | মোঃ আব্দুল মান্নান | ১,১০৪ | ০.৯ | প্র/না | |
কমিউনিস্ট পার্টি | প্রবাংশু চৌধুরি | ৫৬০ | ০.৫ | প্র/না | |
স্বতন্ত্র | মোঃ মুহিতুর রহমান চৌধুরি | ১৬৪ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫০৪ | ০.৪ | -১৩.৮ | ||
ভোটার উপস্থিতি | ১২১,১৯২ | ৮৩.৪ | +২০.০ | ||
গণতন্ত্রী পার্টি থেকে জাতীয় পার্টি (E) অর্জন করে | |||||
সাধারণ নির্বাচন ১৯৯১: সুনামগঞ্জ-২[9] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
গণতন্ত্রী পার্টি | সুরঞ্জিত সেনগুপ্ত | ৫৮,৫৮০ | ৫৮.৪ | ||
জাতীয় পার্টি (এ) | দবিরুল ইসলাম চৌধুরী | ৩৬,০৬৭ | ৩৬.০ | ||
স্বতন্ত্র | জহির আহমেদ | ৩,৫৫৬ | ৩.৬ | ||
বিএনপি | রানা হাসান চৌধুরী | ১,৫৩২ | ১.৫ | ||
স্বতন্ত্র | মতিউর রহমান | ৩২৮ | ০.৩ | ||
জাতীয়তাবাদী গণতান্ত্রিক চাষী দল | মোঃ ফজলুল হক | ২৩১ | ০.২ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২২,৫১৩ | ১৪.২ | |||
ভোটার উপস্থিতি | ১০০,২৯৪ | ৬৩.৪ | |||
প্রযোজ্য নয় থেকে গণতন্ত্রী পার্টি অর্জন করে | |||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (PDF)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "সুরঞ্জিতের আসনে জয়ী জয়া সেনগুপ্তা"। প্রথম আলো। ৩০ মার্চ ২০১৭।
- "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (PDF)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.