২৩ মার্চ
২৩ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮২তম (অধিবর্ষে ৮৩তম) দিন। বছর শেষ হতে আরো ২৮৩ দিন বাকি রয়েছে।
<< | মার্চ | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ | ||||||
২০১৯ |
ঘটনাবলী
- ১৯৪০ - আবুল কাশেম ফজলুল হক নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে লাহোর প্রস্তাব উত্থাপন করেন।
- ১৯৬৬ - শেখ মুজিবুর রহমান লাহোরে ছয় দফা প্রস্তাব আনুষ্ঠানিক ভাবে উত্থাপন করেন।
- ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বতসোয়ানা।
জন্ম
- ১৮৮১ - হাকিম হাবিবুর রহমান, ব্রিটিশ বাংলার বিশিষ্ট চিকিৎসক, লেখক, রাজনীতিবিদ।
- ১৯০৪ - জোন ক্রফোর্ড, মার্কিন অভিনেত্রী। (মৃ. ১৯৭৭)
- ১৯০৬ - মরিস অলম, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
- ১৯১০ - আকিরা কুরোসাওয়া, জাপানী চলচ্চিত্র পরিচালক।
- ১৯৪৭ - ওয়াসিম, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা।
- ১৯৫২ - রেক্স টিলারসন, মার্কিন ব্যবসায়ী, প্রকৌশলী ও কূটনীতিক।
- ১৯৮৬ - কঙ্গনা রানাওয়াত, ভারতীয় অভিনেত্রী।
- ১৯৮৫ - আশেক ইলাহী চৌধুরী আইমন (আর্টিস) বাংলাদেশী আর্ট শিল্পী
মৃত্যু
- ১৯৩১ - ভগৎ সিং, প্রসিদ্ধ বিপ্লবী শহীদ।
- ১৯৯২ - ফ্রিড্রিখ হায়েক, অস্ট্রীয় অর্থনীতিবিদ।
- ২০১১ - এলিজাবেথ টেলর, ব্রিটিশ-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।
- ২০০৮ - শহীদুল জহির, বাংলাদেশি গল্পকার ও ঔপন্যাসিক।
- ২০১৫ - লি কুয়ান ইউ, আধুনিক সিঙ্গাপুরের জনক৷
- ২০১৯ - শাহনাজ রহমতুল্লাহ, বাংলাদেশি সঙ্গীতশিল্পী। (জ. ১৯৫৩)
ছুটি ও অন্যান্য
- বিশ্ব আবহাওয়া দিবস ৷
- জাতীয় পতাকা দিবস ৷
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ২৩ মার্চ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.