৪ জানুয়ারি
৪ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের চতুর্থ দিন। বছর শেষ হতে আরো ৩৬১ (অধিবর্ষে ৩৬২) দিন বাকি রয়েছে।
<< | জানুয়ারি | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
২০১৯ |
ঘটনাবলী
- ৪৬ খ্রীস্টপূর্বাব্দ – টিটাস ল্যাবিয়েনাস রক্তক্ষয়ী রুসপিনার যুদ্ধ এ জুলিয়াস সিজারকে পরাজিত করেন।
- ৮৭১ - রীডিং এর যুদ্ধ এ - ওয়েসেক্সের এথেলরেড দিনেমার বাহিনীর হাতে পরাজিত হন।
- ১০৬৬ - হেস্টিংসের যুদ্ধ
- ১৪৯৩ - ক্রিস্টোফার কলম্বাস নবআবিস্কৃত আমেরিকা এলাকা ত্যাগ করে তার প্রথম সফরের সমাপ্তি ঘটান।
- ১৬৪২ - ব্রিটেনের গৃহযুদ্ধে রাজা প্রথম চার্লস কর্তৃক সংসদ আক্রমণ।
- ১৯৪৮ - পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭১ - জাতীয় মুজাহিদ সংঘ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পৃথকীকরণ ও পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পুস্তিকা প্রকাশ করে।
- ২০১০ - কেপলার-৪ নামের ১৬৩১ আলোকবর্ষ দূরের নক্ষত্র আবিষ্কার।
জন্ম
- ১৬৪৩ - আইজ্যাক নিউটন, ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিদ, দার্শনিক ও উদ্ভাবক।
- ১৭৮৫ - ইয়াকপ গ্রিম, জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা।
- ১৯৪০ - গাও শিংশিয়ান, নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী চৈনিক ঔপন্যাসিক, নাট্যকার, অনুবাদক ও সাহিত্য সমালোচক।
- ১৯৫০ - খোন্দকার আশরাফ হোসেন, বাংলাদেশি কবি এবং সাহিত্য সমালোচক।
- ১৯৬৫ - গি ফোর্জে, আশির দশক ও নব্বইয়ের দশকের ফরাসি টেনিস খেলোয়াড়।
- ১৯৬৬ - ফাহমিদা নবী, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।
মৃত্যু
- ১৯৬০ - এ্যালবার্ট কাম্যু, একজন নোবেল পুরস্কার বিজয়ী আলজেরীয় সাহিত্যিক।
- ১৯৬১ - এরউইন শ্রোডিঙ্গার, একজন অস্ট্রীয় পদার্থবিদ।
- ১৯৯৭ - আখতারুজ্জামান ইলিয়াস, বাংলাদেশী কথাসাহিত্যিক।
- ১৯৯৮ - রাহুল দেব বর্মন, প্রখ্যাত ভারতীয় সংগীত পরিচালক।
ছুটি ও অন্যান্য
- স্বাধীনতা দিবস : মায়ানমার (১৯৪৮)।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ৪ জানুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.