১২ ফেব্রুয়ারি
১২ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৩তম দিন। বছর শেষ হতে আরো ৩২২ (অধিবর্ষে ৩২৩) দিন বাকি রয়েছে।
<< | ফেব্রুয়ারি | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ||
২০১৯ |
ঘটনাবলী
- ১৫০২ - ভাস্কো দা গামা পর্তুগালের লিসবন থেকে ভারতের দিকে তার দ্বিতীয় নৌ যাত্রা শুরু করেন।
- ১৫৫৪ - নয়দিন ধরে ইংল্যান্ডের সিংহাসন দাবির এক বছর পর লেডি জেন গ্রেকে রাজদ্রোহীতার অভিযোগে শিরচ্ছেদ করা হয়।
- ১৮৩২ - ইকুয়েডর কর্তৃক গালাপাগোস দ্বীপপুঞ্জ একীভূত।
- ১৮৫৫ - মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত।
- ১৯২১ - জর্জিয়ায় বলশেভিকদের বিদ্রোহ।
- ১৯৬১ - শুক্র গ্রহের দিকে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক ভেনেরা ১ উৎক্ষেপণ।
- ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইতালি।
জন্ম
- ১৫৬৭ - থমাস চেম্পিয়ন, ইংরেজ সুরকার ও কবি (মৃত্যু ১৬২০)।
- ১৭৯৪ - আলেক্সান্ডার পেত্রভ, রুশ দাবাড়ু ও সুরকার (মৃত্যু. ১৮৬৭)
- ১৮০৯ - চার্লস ডারউইন, ইংরেজ জীববিজ্ঞানী; বিবর্তনবাদের জনক।
- ১৮০৯ - আব্রাহাম লিংকন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।
- ১৮৬১ - ফ্রাঙ্ক রিনহার্ট, আমেরিকান ফটোগ্রাফার (মৃত্যু ১৯২৮)
- ১৮৯৭ - লিংকন লাপাজ, আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী ও একাডেমিক (মৃত্যু ১৯৮৫)
- ১৯২০ - প্রাণ, ভারতীয় অভিনেতা (মৃত্যু ২০১৩)
- ১৯৪২ - এহুদ বারাক, ইসরায়েলি জেনারেল, রাজনীতিবিদ ও ১০ম প্রধানমন্ত্রী।
- ১৯৪৩ - আখতারুজ্জামান ইলিয়াস, বাংলাদেশী কথাসাহিত্যিক।
- ১৯৫১ - চৌধুরী রহমত আলি, ব্রিটিশভারতীয়-পাকিস্তানি জাতীয়তাবাদি, পাকিস্তান শব্দের প্রবক্তা।
- ১৯৯১ - পেট্রিক হারমান, জার্মান ফুটবলার।
মৃত্যু
- ১৮০৪ - ইমানুয়েল কান্ট, জার্মান দার্শনিক (জন্মঃ ১৭২৪)।
- ১৯১৬ - রিচার্ড ডেডেকিন্ট, জার্মান গণিতবিদ।
- ১৯৪৭ - মোসেস গোমবার্গ, ইউক্রেনীয়-আমেরিকান রসায়নবিদ ও একাডেমিক (জন্মঃ ১৮৬৬)।
- ১৯৪৯ - হাসান আল-বান্না, মিশরীয় শিক্ষাবিদ, মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা (জন্মঃ ১৯০৬)।
- ১৯৬০ - অস্কার এন্ডারসন, বুলগেরীয়-জার্মান গণিতবিদ ও একাডেমিক (জন্মঃ ১৮৮৭)।
- ১৯৬১ - অতুলচন্দ্র গুপ্ত, বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী।
- ১৯৭৫ - মহীউদ্দিন, সাম্যবাদী ধারার বাঙালি কবি।
- ১৯৮২ - ভিক্টোর জোরি, কানাডীয়-আমেরিকান অভিনেতা (জন্মঃ ১৯০২)।
- ২০১৪ - জন পিকস্টোন, ইংরেজ ইতিহাসবিদ ও লেখক (জন্মঃ ১৯৪৪)।
ছুটি ও অন্যান্য
- আন্তর্জাতিক ডারউইন দিবস
- ভেনেজুয়েলা: যুব দিবস
- মায়ানমার: ইউনিয়ন দিবস
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ১২ ফেব্রুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.