১৭ জুলাই
১৭ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯৮তম (অধিবর্ষে ১৯৯তম) দিন। বছর শেষ হতে আরো ১৬৭ দিন বাকি রয়েছে।
<< | জুলাই | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ | |||
২০১৯ |
ঘটনাবলী
- ১৯৬৮ - ইরাকে ১৭ জুলাই বিপ্লব সংঘটিত হয়। আবদুর রহমান আরিফ ক্ষমতাচ্যুত হন এবং বাথ পার্টি ক্ষমতায় আসে।
জন্ম
- ১৮৯৪ - জর্জ ল্যমেত্র্, বেলজীয় বিশ্বতত্ত্ববিদ। (মৃ. ১৯৬৬)
- ১৮৯৯ - জেমস ক্যাগনি, মার্কিন অভিনেতা ও নৃত্যশিল্পী। (মৃ. ১৯৮৬)
- ১৯১৫ - বিজন ভট্টাচার্য, একজন বাঙালি নাট্যব্যক্তিত্ব। (মৃ. ১৯৭৮)
- ১৯৩৫ - ডাইঅ্যান ক্যারল, মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও মডেল।
- ১৯৩৫ - ডোনাল্ড সাদারল্যান্ড, কানাডীয় অভিনেতা।
- ১৯৪৪ - কার্লোস আলবার্তো তোরেস, ব্রাজিলীয় ফুটবলার। (মৃ. ২০১৬)
- ১৯৬০ - কিম বার্নেট, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৭২ - ইয়াপ স্টাম, ওলন্দাজ ফুটবলার।
মৃত্যু
- ১৭৯০ - অ্যাডাম স্মিথ, স্কটিশ দার্শনিক ও অর্থনীতিবিদ।
- ১৯১২ - অঁরি পোয়াঁকারে, ফরাসি গণিতবিদ, তাত্ত্বিক পদার্থবিদ ও দার্শনিক।
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ১৭ জুলাই সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.