ডাইঅ্যান ক্যারল
ডাইঅ্যান ক্যারল (ইংরেজি: Diahann Carroll; জন্ম: ক্যারল ডাইঅ্যান জনসন, ১৭ জুলাই ১৯৩৫)[1] হলেন একজন মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও মডেল। তিনি বড় স্টুডিওর শুরুর সময়ের কয়েকটি চলচ্চিত্র ও ব্রডওয়ে মঞ্চে কৃষ্ণাঙ্গ অভিনয়শিল্পীদের একজন হিসেবে অভিনয় করে পরিচিতি অর্জন করেন। সে সময়ে তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল কারমেন জোন্স (১৯৫৪) ও পোর্গি অ্যান্ড বেস (১৯৫৯)। তার অভিনীত জুলিয়া টেলিভিশন ধারাবাহিক প্রথম মার্কিন ধারাবাহিকগুলোর একটি যেখান কোন কৃষ্ণাঙ্গ নারীকে প্রধানতম কোন চরিত্রে কাজ করতে দেখা যায়। পরবর্তীতে তিনি প্রাইমটাইম সোপ অপেরা ডাইনেস্টি-র চতুর্থ মৌসুম হতে পরবর্তী তিনটি মৌসুমে দমিনিক দেভেরো চরিত্রে অভিনয় করেন।

ক্যারল মঞ্চ ও পর্দায় অভিনয় করে একাধিক পুরস্কার ও মনোনয়ন লাভ করেন। তিনি ১৯৬২ সালে নো স্ট্রিংস মঞ্চনাটকে অভিনয় করে সঙ্গীতনাট্যে শ্রেষ্ঠ কেন্দ্রীয় অভিনেত্রী বিভাগে টনি পুরস্কার ও ১৯৬৮ সালে জুলিয়া টিভি ধারাবাহিকের জন্য শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক টিভি ধারাবাহিক অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি পাঁচটি এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং ১৯৭৪ সালে ক্লদিন চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারে মনোনীত হন।
স্তন ক্যান্সার থেকে বেঁচে গিয়ে তিনি স্তন ক্যান্সার বিষয়ক সমাজকর্মে লিপ্ত হন। ২০১৪ সালে আ রাইজিন ইন দ্য সান মঞ্চনাটকে মামা ভূমিকায় অভিনয় দিয়ে তার ব্রডওয়ে মঞ্চে ফিরার কথা থাকলেও পরবর্তীতে রিহার্সাল ও মঞ্চায়নের সময়সূচীর জন্য তিনি এই কাজটি করতে পারেন নি।[2]
তথ্যসূত্র
- "Television Actress, Film Actor/Film Actress, Theater Actress, Singer, Film Actress, Actress (1935–)"। বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৮।
- Hetrick, Adam; Gioia, Michael (৯ ফেব্রুয়ারি ২০১৪)। "Diahann Carroll Withdraws from Broadway Revival of A Raisin in the Sun starring Denzel Washington"। প্লেবিল। মে ৯, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৮।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ডাইঅ্যান ক্যারল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজ ডাইঅ্যান ক্যারল (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে ডাইঅ্যান ক্যারল
(ইংরেজি) - ইন্টারনেট মুভি ডেটাবেজে ডাইঅ্যান ক্যারল
(ইংরেজি) - টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে ডাইঅ্যান ক্যারল
(ইংরেজি)