২৬ এপ্রিল
২৬ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৬তম (অধিবর্ষে ১১৭তম) দিন। বছর শেষ হতে আরো ২৪৯ দিন বাকি রয়েছে।
<< | এপ্রিল | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ||||
২০১৯ |
ঘটনাবলী
- ১৯১৫ - যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়া লন্ডনের গোপন চুক্তিতে (secret treaty of London) ইতালিকে ব্রেনার গিরিপথ (Brenner pass) পর্যন্ত ত্রেন্তিনো (Trentino), তিরোল (Tirol), ইস্ত্রিয়া (Istria), ডালমাসিয়া (Dalmatia), দোদেকানিজে (Dodecanese) দিতে সম্মত হয়।
- ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লাইবেরিয়া।
জন্ম
- ১৭৮৫ - জন জেমস আদোবান বা জঁ-জাক ওদিবোন, ফরাসি-আমেরিকান পক্ষীবিজ্ঞানী, প্রকৃতিবাদী, শিকারী এবং চিত্রকলাকার। (মৃ. ১৮৫১)
- ১৭৯৮ - ওজেন দ্যলাক্রোয়া, ফরাসি চিত্রকর। (মৃ. ১৮৬৩)
- ১৮৭৯ - ওয়েন উইলিয়ান্স রিচার্ডসন, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৯৫৯)
- ১৮৮৪ - আয়েত আলী খাঁ, উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার ও সুরবাহার বাদক। (মৃ. ১৯৬৭)
- ১৮৮৯ - লুডভিগ ভিটগেনস্টাইন, অস্ট্রীয় দার্শনিক। (মৃ. ১৯৫১)
- ১৮৯৫ - খাজা হাবিবুল্লাহ, ঢাকার পঞ্চম ও শেষ নবাব। (মৃ. ১৯৫৮)
- ১৮৯৭ - নীতীন বসু, বাঙালি চলচ্চিত্র পরিচালক। (মৃ. ১৯৮৬)
- ১৯২৪ - নারায়ণ সান্যাল, বাঙালি লেখক। (মৃ. ২০০৫)
- ১৯৩৩ - ক্যারল বার্নেট, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, গায়িকা ও লেখক।
- ১৯৪৯ - জগৎজ্যোতি দাস, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা। (মৃ. ১৯৭১)
- ১৯৯৯ - লরা উলভার্ট, দক্ষিণ আফ্রিকান প্রমিলা ক্রিকেটার।
মৃত্যু
ছুটি ও অন্যান্য
- বিশ্ব মেধা সম্পদ দিবস ৷
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ২৬ এপ্রিল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.