জন জেমস আদোবান

জন জেমস আদোবান বা জঁ-জাক ওদিবোন (ইংরেজি: John James Audubon; ফরাসি ভাষায়: Jean-Jacques Audubon) (জন্ম: ২৬শে এপ্রিল, ১৭৮৫ - ২৭শে জানুয়ারি, ১৮৫১) ছিলেন একজন ফরাসি-আমেরিকান পক্ষীবিজ্ঞানী, প্রকৃতিবাদী, শিকারী এবং চিত্রকলাকার। তিনি আমেরিকার ৪৩৫ টি পাখির চিত্রাঙ্কন এবং আলেকজান্ডার উইলসনের কাজ বাইরে প্রদর্শন করার জন্য অতি পরিচিত।

জন জেমস আদোবান
আদোবান চিত্রাঙ্কন করেছেন জন Syme, ১৮২৬
জন্ম২৬শে এপ্রিল, ১৭৮৫
লেস কায়েস, সেন্ট-দোমিংগুয়ে
মৃত্যু২৭ জানুয়ারি ১৮৫১(1851-01-27) (বয়স ৬৫)
পেশাপ্রকৃতিবাদী, চিত্রশিল্পী, পক্ষীবিজ্ঞানী
দাম্পত্য সঙ্গীলুছি (বাকউইল) আদোবান
স্বাক্ষর

জীবনী

তিনি ফ্রান্সের উপনিবেশ সেন্ট-দোমিংগুয়ে (এখন হাইতি) জন্ম গ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন আখ আবাদী জমির মালিক। তার জন্মের কয়েক মাস পর তার মা একটি গ্রীষ্মমণ্ডলীয় রোগে অক্রান্ত হয়ে মারা যান, যা তিনি এই দ্বীপে আসার পর থেকেই ভোগ ছিলেন।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.