২৪ জানুয়ারি
২৪ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪তম দিন। বছর শেষ হতে আরো ৩৪১ (অধিবর্ষে ৩৪২) দিন বাকি রয়েছে।
<< | জানুয়ারি | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
২০১৯ |
ঘটনাবলী
- ১৮৪৮ - জেমস মার্শাল ক্যালিফোর্নিয়ার একটি কাঠচেরাই কলে প্রথম সোনা আবিষ্কার করেন।
- ১৯০৮ - ইংল্যান্ডে বয়স্কাউট আন্দোলনের সূচনা হয়।
- ১৯৫২ - বোম্বে সর্বপ্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু।
- ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সোভিয়েত ইউনিয়ন এবং টোঙ্গা।
- ১৯৮৪ - অ্যাপল ম্যাকিন্টশ বিক্রি শুরু হয়।
জন্ম
- ১৯২৪ - সুভাষ ঘাই, ভারতীয় পরিচালক, পরিবেশক এবং চিত্রনাট্যকার।
- ১৯৪৭ - মিশিও কাকু, একজন আমেরিকান পদার্থ বিজ্ঞানী।
মৃত্যু
- ১৮৭১ - ভিলহেল্ম ভাইৎলিং, জার্মান কারুশিল্পী এবং উনিশ শতকের বিপ্লবী।
- ১৯৬৫ - উইন্স্টন চার্চিল, ইংরেজ রাজনীতিবিদ ও লেখক।
- ১৯৬৫ - সাহিত্যরত্ন মুনশি আশরাফ হোসেন, বাঙালি কবি ও পুথি সংগ্রাহক।
- ২০০৪ - লিওনিদাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।
- ২০০৬ - পিটার ল্যাডিফোগিড, ইংরেজ-মার্কিনী ভাষাবিজ্ঞানী।
- ২০১৫ - আরাফাত রহমান কোকো ।
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ২৪ জানুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.