২০ জুন
২০ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭১তম (অধিবর্ষে ১৭২তম) দিন। বছর শেষ হতে আরো ১৯৪ দিন বাকি রয়েছে।
<< | জুন | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ||||||
২০১৯ |
ঘটনাবলী
- ৬৩৮ - মসজিদ-এ নববীর প্রথম সম্প্রসারণ।
- ১৭০২ - মুহাম্মদ বিন কাশিম সিন্ধু প্রদেশের রওয়ার আক্রমণ করেন এবং রাজা দাহির নিহত হন।
- ১৭৫৬ - অন্ধকূপ হত্যা সংঘটিত হয়।
- ১৭৫৬ - নওয়াব সিরাজদ্দৌলার বাহিনী একটি ব্রিটিশ গ্যারিসনের সেনাদের একটি বদ্ধ ঘরে আবদ্ধ করে। সে ঘরে ১৪৬ জনের মধ্যে ১২৩ জন মারা যায়।
- ১৭৫৬ - ইংরেজদের কাছ থেকে নবাব সিরাজউদ্দৌলার কলকাতা পুনরুদ্ধার।
- ১৮৩৭ - রানী ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণ।
- ১৮৫৮ - গোয়ালিয়র দুর্গ ব্রিটিশের দখলে গেলে সিপাই বিদ্রোহের অবসান ঘটে।
- ১৮৭৫ - জাপান প্রশান্ত মহাসাগরে অবস্থিত ওকিনাওয়া দ্বীপ দখল করে।
- ১৯১২ - পোলান্ডের বিজ্ঞানী ডক্টর কাসিমির ফুঙ্ক প্রথমবারের মতো ভিটামিন আবিস্কার করতে সক্ষম হন।
- ১৯৪৭ - বঙ্গ আইন সভায় বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়।
- ১৯৯০ - ইরানের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিতি গিলান ও জানযন শহরে সাত দশমিক তিন মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশী ইরানী প্রাণ হারান।
- ১৯৯১ - জার্মানির আইনসভায় রাজধানী বন থেকে বার্লিনে স্থানান্তরের ভোট গ্রহণ করা হয়।
জন্ম
- ১৮৬১ - ফ্রেডরিখ গোল্যান্ড হপকিন্স, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ প্রাণরসায়নবিদ।
- ১৯১১ - সুফিয়া কামাল, বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে অতি পরিচিত ব্যক্তিত্ব।
- ১৯১৭ - হেলেনা রাসিওয়া, পোলিশ গণিতবিদ।
- ১৯২৯ - অ্যান ওয়েয়ালে, ইংরেজ সাংবাদিক ও লেখক।
- ১৯৩৯ - রমাকান্ত দেশাই, ভারতীয় ক্রিকেটার।
- ১৯৫০ - নুরী আল মালিকী, তিনি ইরাকী রাজনীতিবিদ ও ৭৬ তম প্রধানমন্ত্রী।
- ১৯৬৯ - পাওলো বেন্ট, তিনি পর্তুগিজ সাবেক ফুটবলার ও ম্যানেজার।
- ১৯৭১ - জোশ লুকাস, তিনি মার্কিন অভিনেতা ও প্রযোজক।
- ১৯৮৭ - আসমির বেগভিক, তিনি বসনীয় ফুটবলার।
মৃত্যু
- ১৮২০ - ম্যানুয়েল বেলগ্রানো, আর্জেন্টিনার অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।
- ১৮৭০ - জুল ডি গনকউরট, ফরাসি লেখক।
- ১৯০৬ - জন ক্লেটন অ্যাডামস, ইংরেজ চিত্রশিল্পী।
- ১৯৫৮ - কার্ট আল্ডের, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ।
- ১৯৯৯ - ক্লিফটন ফাডিমান, মার্কিন লেখক।
- ২০০৫ - জ্যাক সেন্ট ক্লেয়ার কিলবি, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
- ২০১০ - রবার্টো রসাটো, ইতালীয় ফুটবল খেলোয়াড়।
- ২০১৩ - জন ডেভিড উইলসন, ইংরেজ অ্যানিমেটোর ও প্রযোজক।
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ২০ জুন সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
![]() |
উইকিমিডিয়া কমন্সে ২০ জুন সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.