১৯ মে
১৯ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৯তম (অধিবর্ষে ১৪০তম) দিন। বছর শেষ হতে আরো ২২৬ দিন বাকি রয়েছে।
<< | মে | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | |
২০১৯ |
ঘটনাবলী
১৫৬৮: ইংল্যান্ডের রাণী ১ম এলিজাবেথ স্কটল্যান্ডের রাণী মেরীকে গ্রেফতারের নির্দেশ।
১৫৮৮: স্প্যানিশ আর্মাডার ইংল্যান্ড আক্রমণের উদ্দেশ্যে যাত্রা।
১৮৯৭: ইংরেজ কবি অস্কার ওয়াইল্ডের কারামুক্তি।
১৯৬১:আসামের বরাক উপত্যকায় বাংলাকে সরকারি ভাষার মর্যাদার দাবিতে প্রাদেশিক পুলিশের গুলিতে ১১ জন শহীদ হন।
১৯৯১: সাবেক যুগশ্লাভিয়াভুক্ত ক্রোয়েশিয়ীদের স্বাধীনতার জন্য গণভোট।
২০০১: প্রথম অ্যাপল রিটেইল স্টোর উদ্ভোধন।
জন্ম
- ১৭৬২ - ইয়োহান গটলিব ফিকটে, ছিলেন একজন জার্মান দার্শনিক।
- ১৭৭৩ - সিসমন্দি, জেনেভায় জন্মগ্রহণকারী অর্থনীতিবিদ ও লেখক।
- ১৮৮১ - তুরষ্কের প্রথম রাষ্ট্রপতি মোস্তফা কামাল আতাতুর্কের জন্ম।
- ১৮৯০ - হো চি মিনের জন্মগ্রহণ।
- ১৯০৮ - মানিক বন্দ্যোপাধ্যায়, একজন বাঙালি কথাসাহিত্যিক।
- ১৯২৫ - মার্কিন ইসলামী ধর্মীয় নেতা ম্যালকম এক্সের জন্ম।
- ১৯৩৪ - বৃটিশ বংশোদ্ভুত ভারতীয় লেখক রাস্কিন বন্ডের জন্ম।
মৃত্যু
- ১৯৫৮ - স্যার যদুনাথ সরকার, বাঙালি ইতিহাসবিদ। (জ. ১৮৭০)
- ১৯৩৫ - টি. ই. লরেন্স, লরেন্স অব এ্যারাবিয়া নামে পরিচিত ব্রিটিশ প্রত্নতত্ত্ব বিশারদ, সামরিক নীতি নির্ধারক এবং লেখক। (জ. ১৮৮৮)
- ১৯৪৬ - বুথ টার্কিংটন, মার্কিন ঔপন্যাসিক ও নাট্যকার। (জ. ১৮৬৯)
- ১৯৯৪ - জ্যাকলিন কেনেডি ওনাসিস, সাবেক মার্কিন ফার্স্ট লেডি।
- ২০১২ - সফিউদ্দিন আহমেদ, বাংলাদেশী চিত্রশিল্পী। (জ. ১৯২২)
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ১৯ মে সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.