পাইন্দং ইউনিয়ন

পাইন্দং বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

পাইন্দং
ইউনিয়ন
৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ
পাইন্দং
বাংলাদেশে পাইন্দং ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪১′ উত্তর ৯১°৫০′ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাফটিকছড়ি উপজেলা
সরকার
  চেয়ারম্যানআলহাজ্ব এ কে এম ছরওয়ার হোসেন
আয়তন
  মোট২৯.১৭ কিমি (১১.২৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৩৫,১০৬
  জনঘনত্ব১২০০/কিমি (৩১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩৬.৫০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৫০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

পাইন্দং ইউনিয়নের আয়তন ৭২০৯ একর (২৯.১৭ বর্গ কিলোমিটার)।[1]

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী পাইন্দং ইউনিয়নের লোকসংখ্যা ৩৫,১০৬ জন। এর মধ্যে পুরুষ ১৭,৫৯৪ জন এবং মহিলা ১৭,৫১২ জন।[2]

অবস্থান ও সীমানা

ফটিকছড়ি উপজেলার মধ্য-উত্তরাংশে পাইন্দং ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে কাঞ্চননগর ইউনিয়ন, দক্ষিণে ফটিকছড়ি পৌরসভাসুন্দরপুর ইউনিয়ন, পশ্চিমে হারুয়ালছড়ি ইউনিয়নভূজপুর ইউনিয়ন এবং উত্তরে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মানিকছড়ি ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

পাইন্দং ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • ফকিরাচাঁন
  • দক্ষিণ পাইন্দং
  • উত্তর পাইন্দং
  • ডলু
  • হাইদচকিয়া
  • পূর্ব হাইদচকিয়া
  • পশ্চিম হাইদচকিয়া
  • উত্তর হাইদচকিয়া
  • শ্বেতকুয়া
  • বেড়াজালী

[2]

শিক্ষা ব্যবস্থা

পাইন্দং ইউনিয়নের সাক্ষরতার হার ৩৬.৫০%।[1] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয়

[3]

মাদ্রাসা
  • আমতল ছিদ্দিকিয়া মঈনিয়া সু্ন্নিয়া দাখিল মাদ্রাসা
  • পাইন্দং হেদায়েতুল ইসলাম দাখিল মাদ্রাসা
  • বেড়াজালী মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা

[4]

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • পাইন্দং আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

[5]

প্রাথমিক বিদ্যালয়
  • কাঞ্চননগর ডলু রাবার বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ডলু কামাল বাজার প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ পাইন্দং সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাইন্দং সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাইন্দং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফকিরাচাঁন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বেড়াজালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • যোগিনীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শ্বেতকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

[6]

যোগাযোগ ব্যবস্থা

পাইন্দং ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক এবং পাইন্দং-কাঞ্চননগর সড়ক। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। এছাড়া অন্যান্য সড়কগুলোর প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

পাইন্দং ইউনিয়নে ১৮টি মসজিদ, ১টি ঈদগাহ ও ২টি মন্দির রয়েছে।

খাল ও নদী

পাইন্দং ইউনিয়নের প্রায় সীমান্তজুড়ে বয়ে চলেছে হালদা নদী[7]

হাট-বাজার

পাইন্দং ইউনিয়নের প্রধান হাট/বাজার হল বৃন্দাবন চৌধুরী হাট।[8]

দর্শনীয় স্থান

  • সেকান্দার আলী শাহ'র মাজার; ডলু নতুন বাজারে অবস্থিত।[9]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: আলহাজ্ব এ কে এম ছরওয়ার হোসেন
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং প্রেসিডেন্ট/চেয়ারম্যানের নাম সময়কাল
০১ আবদুল গণি চৌধুরী (প্রেসিডেন্ট)
০২ আলহাজ্ব মৌলভী আমিনুর রহমান চৌধুরী
০৩ আলহাজ্ব সুলতান আহমদ চৌধুরী
০৪ আলহাজ্ব নুর মোহাম্মদ চৌধুরী
০৫ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী
০৬ মিঞা মোহাম্মদ মোজাফর আহমদ চৌধুরী
০৭ আলহাজ্ব নুরুল হক (রিলিফ কমিটি)
০৮ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী
০৯ আলহাজ্ব ই এইচ মোহাম্মদ ইউছুপ চৌধুরী
১০ আলহাজ্ব শফিক আহমদ চৌধুরী কাঞ্চন
১১ আলহাজ্ব অধ্যাপক ওবাইদুল হক আবু
১২ কামাল উদ্দিন আহমেদ
১৩ আলহাজ্ব সরওয়ার আলম চৌধুরী
১৪ শাহ আলম সিকদার
১৫ আলহাজ্ব এ কে এম ছরওয়ার হোসেন ২০১১-বর্তমান

[10]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ফটিকছড়ি উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - পাইনদং ইউনিয়ন - পাইনদং ইউনিয়ন"paindongup.chittagong.gov.bd
  3. "মাধ্যমিকবিদ্যালয় - পাইনদং ইউনিয়ন - পাইনদং ইউনিয়ন"paindongup.chittagong.gov.bd
  4. "মাদ্রাসা - পাইনদং ইউনিয়ন - পাইনদং ইউনিয়ন"paindongup.chittagong.gov.bd
  5. "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - পাইনদং ইউনিয়ন - পাইনদং ইউনিয়ন"paindongup.chittagong.gov.bd
  6. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41104&union=06%5B%5D
  7. "খাল ও নদী - পাইনদং ইউনিয়ন - পাইনদং ইউনিয়ন"paindongup.chittagong.gov.bd
  8. "হাট বাজারের তালিকা - পাইনদং ইউনিয়ন - পাইনদং ইউনিয়ন"paindongup.chittagong.gov.bd
  9. "দর্শনীয়স্থান - পাইনদং ইউনিয়ন - পাইনদং ইউনিয়ন"paindongup.chittagong.gov.bd
  10. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - পাইনদং ইউনিয়ন - পাইনদং ইউনিয়ন"paindongup.chittagong.gov.bd

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.