২ জুন
২ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৩তম (অধিবর্ষে ১৫৪তম) দিন। বছর শেষ হতে আরো ২১২ দিন বাকি রয়েছে।
<< | জুন | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ||||||
২০১৯ |
ঘটনাবলী
- ১৯৭৯ - পোপ দ্বিতীয় জন পল, মাতৃভূমি পোল্যান্ড সফর শুরু করেন; তিনিই কোন কম্যুনিষ্ট দেশ ভ্রমণকারী প্রথম পোপ।
- ১৯৯৯ - ভুটান ব্রডকাস্টিং সার্ভিস প্রথমবারের মতো দেশটিতে টেলিভিশন সম্প্রচার শুরু করে।
জন্ম
- ১৫৩৫ - পোপ একাদশ লিও (মৃত্যু: ১৬০৫)।
- ১৭৩১ - মার্থা ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ফার্স্ট লেডি (মৃ. ১৮০২)
- ১৮৬৫ - জর্জ লোহম্যান, ইংরেজ সাবেক ক্রিকেটার। (মৃ. ১৯০১)
- ১৯৪৬ - লাসে হালস্ত্রোম, সুয়েডীয় চলচ্চিত্র পরিচালক।
- ১৯৬৫ - মার্ক ওয়াহ, অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার।
- ১৯৮১ - রাশেদ উদ্দিন আহমেদ তপু - বাংলাদেশী সঙ্গীতশিল্পী।
- ১৯৮৭ - অ্যাঞ্জেলো ম্যাথিউস, শ্রীলংকান আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৮৭ - সোনাক্ষী সিনহা, ভারতীয় বলিউড অভিনেত্রী।
মৃত্যু
- ১৯৭৫ - দেবেন্দ্র মোহন বসু, ভারতীয় পদার্থবিজ্ঞানী। (জ. ১৮৮৫)
- ১৯৭৭ - স্টিভেন বয়েড, উত্তর আয়ারল্যান্ডীয় অভিনেতা। (জ. ১৯৩১)
- ১৯৮১ - আকবর হোসেন, বাঙালি কথাশিল্পী ও ঔপন্যাসিক। (জ. ১৯১৭)
- ১৯৮৮ - রাজ কাপুর, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা। (জ. ১৯২৪)
- ১৯৯০ - রেক্স হ্যারিসন, ইংরেজ অভিনেতা। (জ. ১৯০৮)
- ২০১৫ - বিজয়া রায়, সত্যজিৎ রায়ের স্ত্রী। (জ. ১৯১৭)
- ২০১৯ - মমতাজউদদীন আহমদ, বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও ভাষা-সৈনিক। (জ. ১৯৩৫)
ছুটি ও অন্যান্য
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ২ জুন সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.