লাসে হালস্ত্রোম

লার্স স্‌ভেন "লাসে" হালস্ত্রোম (সুয়েডিয়: [ˈla.ˈsɛ ˈhal.ˈstrœm]; ২রা জুন ১৯৪৬) হলেন একজন সুয়েডীয় চলচ্চিত্র পরিচালক। তিনি পপ সঙ্গীতদল এবিবিএ-এর সঙ্গীতের ভিডিও নির্মাণ করে প্রথম পরিচিতি লাভ করেন। পরে তিনি চলচ্চিত্র নির্মাণে মনোনিবেশ করেন। তিনি সুয়েডীয় ভাষার মিৎ লিভ সোম হুন্দ (১৯৮৫) ও দ্য সিডার হাউজ রুলস (১৯৯৯) চলচ্চিত্র নির্মাণ করে দুবার শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার পরিচালিত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল হোয়াট’স ইটিং গিলবার্ট গ্রেপ (১৯৯৩) ও চকোলাট (২০০০), ক্যাসানোভা (২০০৫), হাচি: এ ডগ’স টেল (২০০৯) ও ডিয়ার জন (২০১০)।

লাসে হালস্ত্রোম
লাসে হালস্ত্রোম
জন্ম
লার্স স্‌ভেন হালস্ত্রোম

(1946-06-02) ২ জুন ১৯৪৬
পেশাচলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার
কার্যকাল১৯৭৩-বর্তমান
দাম্পত্য সঙ্গীমালো হালস্ত্রোম (বি. ১৯৭৪; বিচ্ছেদ. ১৯৮১)
লিনা ওলিন (বি. ১৯৯৪)
সন্তান

প্রারম্ভিক জীবন

হালস্ত্রোম ১৯৪৬ সালের ২রা জুন সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন দন্ত চিকিৎসক[1] এবং তার মাতা কারিন লাইবার্গ (১৯০৭-২০০০) ছিলেন একজন লেখিকা। তার মাতামহ আর্নস্ট লাইবার্গ কার্ল গুস্তাভ একমানের প্রথম মন্ত্রীসভার অর্থমন্ত্রী ও সুইডেনের লিবারেল পার্টির (১৯৩০-১৯৩৩) নেতা ছিলেন।

তথ্যসূত্র

  1. "Lasse Hallstroem Biography (1946-)"বায়োগ্রাফি। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৮

বহিঃসংযোগ

ইন্টারনেট মুভি ডেটাবেজে লাসে হালস্ত্রোম (ইংরেজি)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.