১৯ ডিসেম্বর
১৯ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫৩তম (অধিবর্ষে ৩৫৪তম) দিন। বছর শেষ হতে আরো ১২ দিন বাকি রয়েছে।
<< | ডিসেম্বর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ | ||||
২০১৯ |
ঘটনাবলী
- ১১৫৪ - সালের এই দিনে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরির অভিষেক।
- ১৬৮৮ - সালের এই দিনে রাজা দ্বিতীয় জেমস স্ত্রী-সন্তানসহ ফ্রান্সে পালিয়ে যান।
- ১৮৮৯ - সালের এই দিনে হাওয়াইয়ে বিশপ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।
- ১৮৯১ - সালের এই দিনে কানাডিয়ান রাগবি ইউনিয়ন গঠিত হয়।
- ১৯৪১ - সালের এই দিনে জার্মান সাবমেরিন ইউ-৫৭৪ ডুবে যায়।
- ১৯৮৯ - মার্কিন যুক্তরাষ্ট্র পানামায় আগ্রাসী অভিযান শুরু করে।
- ১৯৯৬ - খ্রিস্টাব্দের এই দিনে চট্টগ্রাম টিভি উপকেন্দ্র উদ্বোধন করা হয়।
জন্ম
- ১৬৮৩ - সালের এই দিনে স্পেনের রাজা পঞ্চম ফিলিপের জন্ম।
- ১৮৫২ - এলবার্ট মিকেলসন, মার্কিন পদার্থবিদ।
- ১৮৭৫ - মিলেভা মেরিক, পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মী।
- ১৯০২ - রাফ রিচার্ডসন, ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ১৯৮৩)
- ১৯০৪ - খ্রিস্টাব্দের এই দিনে ভারতের কমিউনিস্ট পার্টি ও ট্রেড ইউনিয়নের নেতা রণদিভের জন্ম।
- ১৯০৬ - খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত কমিউনিস্ট নেতা ও প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনেভের জন্ম।
- ১৯১০ - জ্যঁ জ্যেঁনে, ফরাসি সাহিত্যিক ও রাজনৈতিক অধিকার আন্দোলনকর্মী।
- ১৯১৪ - সালের এই দিনে জয়নুল আবেদীন , বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী জন্ম।
- ১৯২২ - খ্রিস্টাব্দের এই দিনে গণসঙ্গীতশিল্পী ও সঙ্গীতজ্ঞ সলিল চৌধুরীর জন্ম।
- ১৯৩৪ - প্রতিভা পাতিল, ভারতের ১৩-তম ও প্রথম মহিলা রাষ্ট্রপতি।
মৃত্যু
- ১৭৩৭ - সালের এই দিনে পোলান্ডের যুবরাজ জেমস সোবিয়েস্কির মৃত্যু।
- ১৮৬০ - খ্রিস্টাব্দের এই দিনে ভারতের গবর্নর জেনারেল লর্ড ডালহৌসির মৃত্যু।
- ১৯১১ - খ্রিস্টাব্দের এই দিনে ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেনের ইন্তেকাল।
- ১৯২৭ - আসফাকউল্লা খান, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
- ১৯৮৪ - আবদুল কাদির, বাঙালি কবি,সাহিত্য-সমালোচক ও ছান্দসিক হিসেবে খ্যাত।
- ১৯৮৭ - প্রাবন্ধিক ও গবেষক ড. খায়রুল বশরের (রশীদ আল ফারুকী) মৃত্যু।
দিবস, ছুটি ও অন্যান্য
- বাংলা ব্লগ দিবস
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ১৯ ডিসেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.