শাকিব খান

শাকিব খান (জন্ম: ২৮ মার্চ ১৯৭৯) হচ্ছেন একজন বাংলাদেশী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক। তার প্রকৃত নাম মাসুদ রানা হলেও তিনি শাকিব খান নামে চলচ্চিত্রাঙ্গনে আবির্ভূত হন। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন।[4] অচিরেই শাকিব খান বাংলাদেশর চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে সফল এবং সর্বোচ্চ পারিশ্রমিক অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।[5][6]

শাকিব খান
জন্ম
মাসুদ রানা

(1979-03-28) ২৮ মার্চ ১৯৭৯
অন্যান্য নামকিং খান, নাম্বার ওয়ান
পেশাঅভিনেতা
চলচ্চিত্র প্রযোজক[1]
গায়ক
কার্যকাল১৯৯৯বর্তমান
প্রতিষ্ঠানএস.কে. ফিল্মস[2]
উল্লেখযোগ্য কর্ম
পূর্ণ তালিকা
দাম্পত্য সঙ্গীঅপু বিশ্বাস (বি. ২০০৮; বিচ্ছেদ. ২০১৭)[3]
সন্তানআব্রাম খান জয়[3]
পিতা-মাতাআব্দুর রব (বাবা)
নূরজাহান (মা)
পুরস্কারনিচে দেখুন

শাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার,[7] আটটি মেরিল-প্রথম আলো পুরস্কার,[8] তিনটি বাচসাস পুরস্কার ও চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার। তিনি ২০১০ সালের ভালোবাসলেই ঘর বাঁধা যায় না,[9][10] ২০১২ সালের খোদার পরে মা,[11][12] ২০১৫ সালের আরো ভালোবাসবো তোমায়[13][14] এবং ২০১৭ সালের সত্তা[15][16] চলচ্চিত্রের জন্য চারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[7][17]

তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল নাট্যধর্মী সুভা (২০০৬), প্রণয়ধর্মী আমার প্রাণের স্বামী (২০০৭), প্রিয়া আমার প্রিয়া (২০০৮), ও বলবো কথা বাসর ঘরে (২০০৯), প্রণয়ধর্মী-হাস্যরসাত্মক আদরের জামাই (২০১১), মারপিট-প্রণয়ধর্মী ডন নাম্বার ওয়ান (২০১২), প্রণয়ধর্মী পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩), মারপিট-থ্রিলারধর্মীশিকারি (২০১৬), নবাব (২০১৭), নাট্যধর্মী রাজনীতি (২০১৭) ও সত্তা (২০১৭)। ২০১১ সালে মনের জ্বালা চলচ্চিত্রে তিনি প্রথমবারে মতো তিনি নেপথ্য সঙ্গীতশিল্পী হিসাবে গানে কন্ঠ দেন। ২০১৪ সালে তিনি হিরো: দ্যা সুপার স্টার চলচ্চিত্র দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীকালে পাসওয়ার্ড (২০১৯) ও প্রিয়তমা চলচ্চিত্র প্রযোজনা করেন। ২০১৯ সালে তিনি একসঙ্গে চারটি চলচ্চিত্র প্রযোজনার ঘোষণা দেন।[18][19][20]

প্রাথমিক জীবন

শাকিব খানের আদি নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। বাবার চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়নগঞ্জ জেলায়। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী। তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক বোন ও এক ভাই।

শাকিব খান তার ইচ্ছে প্রসঙ্গে বলেন,

"ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার (প্রকৌশলী) হব। কারণ আমি সাইন্সের (বিজ্ঞানের) ছাত্র ছিলাম। সবসময় বুকে লালন করতাম ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করব। এর বাইরে যে অপশনটি (বিকল্পটি) আমার মধ্যে কাজ করত তা হলো ইঞ্জিনিয়ার (প্রকৌশলী) হওয়া। খুব পছন্দ ছিল এই পেশাটিও। কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ করার পর হঠাৎ করেই যেন ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকল।[21]

অভিনয় জীবন

১৯৯৯ - ২০০৫

শাকিব খান ১৯৯৯ সালে প্রথম চুক্তিবদ্ধ হন সবাইতো সুখী হতে চায় চলচ্চিত্রে, আফতাব খান টুলু পরিচালিত এ চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন। এতে তার বিপরীতে ছিল আরেক নবাগতা কারিশমা শেখ। শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা, যা ১৯৯৯ সালের ২৮ মে মুক্তি পায়।[4] চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেন আরেক অভিনয়শিল্পী মৌসুমীর ছোটবোন ইরিন জামান, এবং এটি দু'জনেরই অভিষেক চলচ্চিত্র হিসাবে স্বরণীয় হয়ে আছে।[22] অনন্ত ভালোবাসা খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেন। অভিনয় জীবনের দ্বিতীয় বছরেই তিনি সে সময়ের শীর্ষ অভিনেত্রী শাবনূরের বিপরীতে ইস্পাহানী-আরিফ জাহান পরিচালিত গোলাম (২০০০) চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হন। এই বছর তিনি এজে রানা পরিচালিত আজকের দাপট চলচ্চিত্রে পূর্ণিমার বিপরীতে, আবু সাঈদ খান পরিচালিত দুজন দুজনার চলচ্চিত্রে পপির বিপরীতে, এবং দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বিষে ভরা নাগিন চলচ্চিত্রে মুনমুনের বিপরীতে প্রথম অভিনয় করেন।

২০০১ সালে মুক্তি পায় তার অভিনীত শিকারী, স্বপ্নের বাসর, মায়ের জেহাদ, রাঙ্গা মাস্তান, হিংসার পতন, বন্ধু যখন শত্রু চলচ্চিত্রগুলো। এফ আই মানিক পরিচালিত স্বপ্নের বাসর চলচ্চিত্রে রিয়াজ ও শাবনূরের পাশাপাশি তার অভিনয়ও প্রশংসিত হয়। ২০০২ সালে মুক্তি পায় এফ আই মানিক পরিচালিত ফুল নেব না অশ্রু নেবস্ত্রীর মর্যাদা, শাহাদাত হোসেন লিটন পরিচালিত ও প্রিয়া তুমি কোথায়, জিল্লুর রহমানের নাচনেওয়ালী এবং বাদল খন্দকারের বিশ্ব বাটপারস্ত্রীর মর্যাদা চলচ্চিত্রটিতে তিনি প্রথম মৌসুমীর বিপরীতে অভিনয় করেন।

২০০৩ সালে অভিনয় করেন সাহসী মানুষ চাই, প্রাণের মানুষ, ক্ষমতার দাপট, ও সবার উপরে প্রেম চলচ্চিত্রে। এ বছর তার অভিনীত মহ্ম্মদ হান্নান পরিচালিত সাহসী মানুষ চাই চলচ্চিত্রটি বেশ প্রশংসিত হয় এবং দুটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।[23] ২০০৪ সালে তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে নয়ন ভরা জল, আজকের সমাজ, বস্তির রানী সুরিয়া, রুখে দাড়াও উল্লেখযোগ্য। ২০০৫ সালে মুক্তি পায় তার অভিনীত এমএ রহিম পরিচালিত সিটি টেরর। এ চলচ্চিত্রে তিনি অভিনেতা মান্নার সঙ্গে অভিনয় করেন। এছাড়া শাহীন-সুমন পরিচালিত বাধা চলচ্চিত্রে রিয়াজ ও পূর্ণিমার সাথে অভিনয় করেন।

২০০৬ - ২০১০

২০০৬ সালে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প সুভা অবলম্বনে নির্মিত চাষী নজরুল ইসলাম পরিচালিত সুভা চলচ্চিত্রে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেন। এ চলচ্চিত্রের জন্য তিনি ২০০৭ সালে প্রদত্ত লাক্স-চ্যানেল আই পারফরম্যান্স পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে দর্শক জরিপ ও সমালোচক উভয় শাখায় মনোনীত হন।

একই বছর মুক্তি পায় এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন, পিতার আসন, দাদীমাচাচ্চু এবং দিলীপ বিশ্বাস পরিচালিত মায়ের মর্যাদাকোটি টাকার কাবিন চলচ্চিত্রটিতে তিনি প্রথম অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেন। চাচ্চু চলচ্চিত্র দিয়ে শাকিব খান প্রথম জনপ্রিয়তা অর্জন করেন।[24] ২০০৭ সালে মা আমার স্বর্গ, আমার প্রাণের স্বামী, কাবিনামা, স্বামীর সংসার, ডাক্তার বাড়ি চলচ্চিত্রে অভিনয় করেন। পিএ কাজল পরিচালিত আমার প্রাণের স্বামী চলচ্চিত্রে অভিনয় করে তিনি সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে প্রথম মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

২০০৮ সালে তার অভিনীত চলচ্চিত্রগুলো হল তোমাকে বউ বানাবো, আমার জান আমার প্রাণ, সমাধি, ১ টাকার বউ, ভালোবাসার দুশমন, প্রিয়া আমার প্রিয়া, টিপ টিপ বৃষ্টি, তুমি স্বপ্ন তুমি সাধনা, আমাদের ছোট সাহেব, সন্তান আমার অহংকার, যদি বউ সাজো গো, মনে প্রাণে আছ তুমি। এ বছর বদিউল আলম খোকন পরিচালিত প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার এবং লাক্স-চ্যানেল আই পারফরম্যান্স পুরস্কার অর্জন করেন। পিএ কাজল পরিচালিত ১ টাকার বউ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাবনূররুমানা খান। চলচ্চিত্রটি একটি বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার ও একটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে, এবং এফ আই মানিক পরিচালিত যদি বউ সাজো গো চলচ্চিত্রে বাচসাস পুরস্কার অর্জন করেন।

২০০৯ সালে তিনি অভিনয় করেন আমার প্রাণের প্রিয়া, স্বামী স্ত্রীর ওয়াদা, ভালোবাসা দিবি কিনা বল, মন যেখানে হৃদয় সেখানে, বলোনা কবুল, বিয়ের প্রস্তাব, জন্ম তোমার জন্য, প্রেম কয়েদী, সাহেব নামের গোলাম, ও সাথী রে চলচ্চিত্রে। এই বছর পিএ কাজল পরিচালিত স্বামী স্ত্রীর ওয়াদা চলচ্চিত্রটি প্রশংসিত হয় এবং তিনটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এছাড়া জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়া চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ২০১০ সালে প্রদত্ত মেরিল-প্রথম আলো পুরস্কার-এ দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কার অর্জন করেন। এই চলচ্চিত্রের "কি জাদু করেছো বলোনা" গানটি এক বছর হিট গানের তালিকায় ছিল।[21]

পরের বছর ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত বলোনা তুমি আমার, প্রেম মানে না বাধা, টপ হিরো, পরাণ যায় জ্বলিয়া রে, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, টাকার চেয়ে প্রেম বড়, জীবন মরণের সাথী, প্রেমে পড়েছি, চেহারা: ভন্ড-২, প্রেমিক পুরুষ, হায় প্রেম হায় ভালোবাসাজাকির হোসেন রাজু পরিচালিত ভালোবাসলেই ঘর বাঁধা যায় না চলচ্চিত্রে একজন স্বাধীনচেতা যুবক সূর্য চরিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিলেন অপু বিশ্বাসরুমানা খান। এই চলচ্চিত্রের জন্য ২০১১ সালে প্রদত্ত মেরিল-প্রথম আলো পুরস্কার-এ দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে পুরস্কৃত হন, এবং ২০১২ সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন।[25] এছাড়া ২০১০ সালের ঈদুল ফিতরে মুক্তি পায় তার অভিনীত নাম্বার ওয়ান শাকিব খান, চাচ্চু আমার চাচ্চু, ও নিঃশ্বাস আমার তুমি। বদিউল আলম খোকন পরিচালিত নাম্বার ওয়ান শাকিব খান চলচ্চিত্রটি ব্যবসায়িক সফলতা ও জনপ্রিয়তা অর্জন করে।[21][26] শাহাদাত হোসেন লিটনের জীবন মরণের সাথী, পিএ কাজলের চাচ্চু আমার চাচ্চু, এবং বদিউল আলম খোকনের নিঃশ্বাস আমার তুমি তিনটি চলচ্চিত্রেই তার বিপরীতে অভিনয় করে অপু বিশ্বাস এবং চলচ্চিত্রগুলো বিভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অর্জন করে।[27]

২০১১ - ২০১৫

২০১১ সালে শাকিব খান অভিনীত সোহানুর রহমান সোহান পরিচালিত কোটি টাকার প্রেম ও পরিচালক জুটি শাহীন-সুমন পরিচালিত টাইগার নাম্বার ওয়ান ব্যবসাসফল হয়। মালেক আফসারী পরিচালিত মনের জ্বালা চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন অপু বিশ্বাস, চলচ্চিত্রটিতে তিনি প্রথম নেপথ্য শিল্পী হিসেবে আমি চোখ তুলে তাকালেই সূর্য লুকায় গানে কণ্ঠ দেন।[28] মোহাম্মদ হোসেন জেমী পরিচালিত কিং খান চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করে অপু বিশ্বাস ও লামিয়া মিমো, এবং এটি বছরের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র হয়। এই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ২০১২ সালে প্রদত্ত মেরিল-প্রথম আলো পুরস্কার-এ দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কার অর্জন করেন।[29] শাহাদাত হোসেন লিটন পরিচালিত আদরের জামাই ছায়াছবির জন্য মনোনীত হন মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে। মোহাম্মদ হোসেন পরিচালিত বস নাম্বার ওয়ান ও শাহ আলম কিরণ পরিচালিত মাটির ঠিকানা বিভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারমেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। এছাড়াও এবছর শাহীন-সুমন পরিচালিত কে আপন কে পর চলচ্চিত্রে বিশেষ চরিত্রে অভিনয় করেন।[30]

২০১২ সালে তিনি সে আমার মন কেড়েছে, বুক ফাটে তো মুখ ফুটে না, এক টাকার দেনমোহর, মাই নেম ইজ সুলতান, ডন নাম্বার ওয়ান, খোদার পরে মা, ঢাকার কিং চলচ্চিত্রে অভিনয় করেন। বদিউল আলম খোকন পরিচালিত ডন নাম্বার ওয়ান চলচ্চিত্রের জন্য ২০১৩ সালে দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। পরিচালক জুটি শাহীন-সুমন পরিচালিত খোদার পরে মা চলচ্চিত্রে মুন্না চরিত্রে অভিনয় করেন ও তার বিপরীতে ছিল সাহারা এবং তার মায়ের ভূমিকায় অভিনয় করেন ববিতা। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ২০১৪ সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তার দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া নায়ক হিসেবে রেকর্ডসংখ্যক পারিশ্রমিকের অধিকারী শাকিব খান সর্বশেষ চমক সৃষ্টি করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়ে।[31]

পরের বছর ২০১৩ সালে মুক্তি পায় তার অভিনীত ঢাকা টু বোম্বে, ফুল এন্ড ফাইনাল, জোর করে ভালবাসা হয় না, ভালোবাসা আজকাল, নিষ্পাপ মুন্না, জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, দেবদাস, মাই নেম ইজ খান, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীএফ আই মানিক পরিচালিত জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন পূর্ণিমা। এছাড়াও এই চলচ্চিত্রতে দীর্ঘ ৩৫ বছর পর একসাথে অভিনয় করেন বাংলাদেশের জনপ্রিয় তিন তারকা রাজ্জাক, সোহেল রানাআলমগীর। চলচ্চিত্রটি বক্স অফিসেও সফলতা অর্জন করে। বদিউল আলম খোকন পরিচালিত মাই নেম ইজ খান চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন অপু বিশ্বাস

তিনি অপরাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস দেবদাস অবলম্বনে নির্মিত দেবদাস চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম, এতে শাকিব খানের বিপরীতে পার্বতী চরিত্রে অভিনয় করেন অপু বিশ্বাস এবং চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেন মৌসুমী। চলচ্চিত্রটি একই পরিচালকের ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত দেবদাস চলচ্চিত্রের পুনঃনির্মাণ। এবছর পিএ কাজল পরিচালিত ভালোবাসা আজকাল চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন নবাগতা মাহিয়া মাহীসাফি উদ্দীন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রে তার সাথে অভিনয় করেন জয়া আহসানআরিফিন শুভ। এ চলচ্চিত্রে তিনি দ্বিতীয়বার নেপথ্য শিল্পী হিসাবে ও প্রিয় আমি তোমার হতে চাই গানে কন্ঠ দেন। চলচ্চিত্রটিতে তিনি জয় শিকদার চরিত্রে অভিনয় করে ২০১৪ সালে প্রদত্ত মেরিল-প্রথম আলো পুরস্কারে দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কার অর্জন করেন।[32]

২০১৪ সালে খান তার নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস প্রতিষ্ঠা করেন[33] এবং এই সংস্থার ব্যানারে হিরো: দ্যা সুপারস্টার ছায়াছবিটি প্রযোজনা করেন।[34][35][36] বদিউল আলম খোকন পরিচালিত এই চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করেন অপু বিশ্বাস, ইয়ামিন হক ববি, ববিতানূতন[37] ঈদুল ফিতর উপলক্ষে চলচ্চিত্রটি ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়, যা সেই সময় রেকর্ড সংখ্যক ছিল এবং এটি বক্স অফিসে ব্যপক সফলতা অর্জন করে। পরবর্তীতে অবশ্য তারই অভিনীত হিটম্যান চলচ্চিত্রটি এই রেকর্ডটি ভেঙে ফেলে।[38] এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি ২০১৫ সালে প্রদত্ত মেরিল-প্রথম আলো পুরস্কার-এ দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে পুরস্কৃত হন।[39] ২০১৪ সালে তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হল রাজত্ব, ফাঁদ - দ্য ট্র‍্যাপ, সেরা নায়ক, ডেয়ারিং লাভার, কঠিন প্রতিশোধ, ও হিটম্যান। এছাড়াও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ প্রযোজিত এক কাপ চাজাকির হোসেন রাজু পরিচালিত দবির সাহেবের সংসার চলচিত্রে একটি অতিথি চরিত্রে অভিনয় করেন তিনি।[30][40]

২০১৫ সালে তিনি এইতো প্রেম, আরো ভালোবাসবো তোমায়, দুই পৃথিবী, লাভ ম্যারেজরাজাবাবু - দ্য পাওয়ার চলচ্চিত্রে অভিনয় করেন। সোহেল আরমান পরিচালিত এইতো প্রেম তার অভিনীত প্রথম যুদ্ধভিত্তিক চলচ্চিত্র। এতে তার বিপরীতে প্রথমবার অভিনয় করেন আফসানা আরা বিন্দু। এই চলচ্চিত্রের জন্য তিনি ২০১৬ সালে প্রদত্ত মেরিল-প্রথম আলো পুরস্কার-এ দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে মনোনীত হন। এস এ হক অলিক পরিচালিত আরো ভালোবাসবো তোমায় চলচ্চিত্রে তার বিপরীতে প্রথমবারের মত অভিনয় করেন নবাগতা পরীমনি। এই চলচ্চিত্রে শাকিব খান চরিত্রে অভিনয়ের জন্য তিনি তৃতীয়বারের মত শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[41] এই বছর ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত লাভ ম্যারেজ এবং বক্স অফিসেও এটি ব্যবসাসফল হয় এবং ঈদুল আযহায় মুক্তি পায় তার অভিনীত বদিউল আলম খোকন পরিচালিত প্রণয়ধর্মী চলচ্চিত্র রাজাবাবু - দ্য পাওয়ার। এতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেন। চলচ্চিত্রটি সর্বাধিক ১৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়, যা সেই সময় যেকোনো বাংলাদেশী চলচ্চিত্রের জন্য রেকর্ড সংখ্যক ছিল।[42]

২০১৬ - বর্তমান

২০১৬ সালে উত্তম আকাশ পরিচালিত রাজা ৪২০ এবং সাফি উদ্দীন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২ মুক্তি পায়। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২ ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর অনুবর্তী পর্ব। দুই ক্রিকেটারের দ্বন্দ্ব নিয়ে নির্মিত এই ছায়াছবিতে তার সাথে অভিনয় করেছেন জয়া আহসানমামনুন হাসান ইমন। এই বছর ঈদুল ফিতরে মুক্তি পায় তার অভিনীত শিকারি, রানা পাগলা - দ্য মেন্টাল, সম্রাট। যৌথ প্রযোজনার শিকারি পরিচালনা করেন বাংলাদেশী জাকির হোসেন সীমান্ত ও ভারতীয় জয়দীপ মুখার্জী। এতে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে প্রথম জুটি বেঁধে সমাদৃত হন। শামীম আহমেদ রনি পরিচালিত রানা পাগলা - দ্য মেন্টালে তার বিপরীতে প্রথম অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশাসম্রাট পরিচালনা করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে তার সাথে অভিনয় করেন অপু বিশ্বাস ও কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত। ঈদুল আযহায় মুক্তি পায় তার অভিনীত বসগিরি ছায়াছবি। শামীম আহমেদ রনি পরিচালিত এই ছায়াছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগতা শবনম বুবলি। এই বছরের ডিসেম্বরে মুক্তি পায় তার অভিনীত ধূমকেতু। শফিক হাসান পরিচালিত ছবিটিতে তার বিপরীতে ছিলেন পরীমনি

২০১৭ সালের শুরুতে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র সত্তা। কথাসাহিত্যিক সোহানী হোসেনের মা গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হাসিবুর রেজা কল্লোল এবং এতে প্রথমবার তার বিপরীতে অভিনয় করেন ভারতের পাওলি দাম। এই সিনেমায় শাকিব খানের অভিনয় সব শ্রেনীর দর্শকের মন কাড়ে, বক্স অফিসে চলচ্চিত্রটি সন্তোষজনক ব্যবসা করে এবং ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৫টি বিভাগে পুরস্কার অর্জন করে। চলচ্চিত্রটিতে শাকিব খান বড় লোকের বখে যাওয়া নেশাগ্রস্থ তরুণের চরিত্র সবুজ ভূমিকায় অভিনয় করে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এ বছর ঈদুল ফিতরে মুক্তি পায় তার অভিনীত নবাবরাজনীতি। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার নবাব পরিচালনা করেন জয়দীপ মুখার্জী এবং এতে প্রথমবারের মত তার বিপরীতে অভিনয় করেন কলকাতার শুভশ্রী গাঙ্গুলী। ১২৮টি হলে[43] মুক্তি পাওয়া ছবিটি ব্যবসাসফল হয়[44] এবং ২০১৭ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় স্থান করে নেয়।[45] এছাড়া শাকিব নতুনরূপে আত্মপ্রকাশ ও অভিনয়ের জন্য প্রশংসিত হন।[46][47] অন্যদিকে, রাজনীতি ছবিটি পরিচালনা করেন বুলবুল বিশ্বাস। এতে দীর্ঘ একবছর পর তাকে অপুর বিপরীতে দেখা যায়।[48] ছবিটি দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করে।[49] ঈদুল আযহায় মুক্তি পায় শাকিব অভিনীত রংবাজঅহংকার। দুটি ছবিতেই তার বিপরীতে ছিলেন শবনম বুবলি[50]

২০১৮ সালে ঈদুল ফিতরে মুক্তি পায় পাংকু জামাই, চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া এবং সুপারহিরো। ঈদুল আযহায় শাকিব অভিনীত ক্যাপ্টেন খান চলচ্চিত্রটি মুক্তি পায়।[51] ওয়াজেদ আলী সুমন পরিচালিত চলচ্চিত্রটি ২০১৪ সালের তামিল চলচ্চিত্র আনজান ও তেলেগু চলচ্চিত্র সিকান্দার-এর অনুকরণে নির্মিত।[52][53]

৫ বছর পর ২০১৯ সালে তার নিজস্ব প্রযোজনা সংস্থা এস. কে. ফিল্মসের ব্যানারে পাসওয়ার্ড চলচ্চিত্রের মাধ্যমে পুনরায় প্রযোজনায় ফেরেন এই অভিনেতা।[54][55][56] এটি মুক্তির দিক দিয়ে তার প্রযোজিত দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ২০১৮ সালে তিনি হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা নামে একটি চলচ্চিত্র প্রযোজনায় হাত দেন।[57][58][59][60] চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করার কথা রয়েছে শবনম বুবলি[61] পরে অবশ্য চলচ্চিত্রটি আর মুক্তি পায়নি। বর্তমানে এটির চিত্রায়ণ চলছে।[62]

২০১৯ সালের ঈদুল ফিতরে তার অভিনীত পাসওয়ার্ডনোলক শিরোনামের দুইটি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[63] পাসওয়ার্ড চলচ্চিত্রটি বছরের সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায়। নকল, গানের সুর চুরি, অন্য ছবির প্রচারণায় সময় না দেয়ার অভিযোগসহ নানা সমালোচনা সত্বেও এটি ব্যবসায়িকভাবে সফল হয় এবং সমালোচকদের প্রসংশা কুড়ায়।[64][65][66] চলচ্চিত্রটি বাংলাদেশে আয়োজিত ১ম ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারে সর্বাধিক ৫টি বিভাগে পুরস্কার অর্জন করে এবং সেরা জনপ্রিয় অভিনেতা বিভাগে পুরস্কার অর্জন করেন তিনি।[67] ২০১৯ সালের ঈদুল আযহায় তার মনের মতো মানুষ পাইলাম না চলচ্চিত্রটি মুক্তি পায়।[68][69][70] এতে তিনি একজন স্বাধীনচেতা আইনজীবী হিসাবে অভিনয় করেন, এবং এ ভূমিকায় তিনি কর্মজীবনে দ্বিতীয়বারের মতো অভিনয় করেন। এর আগে, তিনি আজিজ আহমেদ বাবুল পরিচালিত চিত্রনায়িকা একা'র বিপরীতে হুমকির মুখে চলচ্চিত্রে একজন আইনজীবীর ভূমিকায় এডভোকেট মুরাদ চরিত্রে অভিনয় করেন।[71] এছাড়া, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ প্রযোজনায় নির্মিত নাইমার রঙ চলচ্চিত্রে বিশেষ চরিত্রে অভিনয় করার কথা আছে তার।[72][73][74] চলচ্চিত্রটি ২০২০ সালের মার্চ মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।[75]

প্রচার দূত

শাকিব খান ২০১৩ সালে এনার্জি ড্রিংক "পাওয়ার"-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর (প্রচার দূত) হন।

২০১৮ সালে বাংলাদেশের মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক এর ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর (প্রচার দূত) হিসেবে তিনি নিযুক্ত হন।[76][77] "বেশি বেশি খুশি খুশি" শিরোনামের একটি বিজ্ঞাপনে একসাথে দেখা যায় শাকিব খান ও নুসরাত ফারিয়াকে।[78]

২০১৯ সালে শাকিব খান আরও একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেন। আদনান আল রাজীব পরিচালিত এসএমসি ওরস্যালাইন এন-এর এই বিজ্ঞাপনচিত্রটিতে তাকে হারকিউলিস রূপে দেখা যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, “আদনানের সঙ্গে আগেও একটি বিজ্ঞাপনে কাজ করেছি। সেই কাজটি বেশ প্রশংসিত হয়েছে মানুষের কাছে। তার চিন্তা ভাবনা বেশ চমৎকার। একেবারে অন্যরকমভাবে আমাকে খুঁজে পাওয়া যাবে। বাকিটা টেলিভিশন পর্দায় দেখবেন দর্শকরা।”[79][80][81]

উল্লেখ্য ২০১৮ সালে একই পরিচালকের নির্দেশনায় মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের একটি বিজ্ঞাপনে দেখা যায় তাকে।

ব্যক্তিগত জীবন

শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস

শাকিব খান ২০০৮ সালে ১৮ এপ্রিল তার গুলশানের বাড়িতে তার সর্বাধিক চলচ্চিত্রের সহশিল্পী অপু বিশ্বাসকে বিয়ে করেন।[82] বিয়ের বিষয়টি গণমাধ্যমে গোপন রাখা হয়। পরে ২০১৭ সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বিয়ের করার কথা অপু বিশ্বাস জানান।[83] বিয়ের পর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। যার নাম রাখা হয় আব্রাম খান জয়।[84]

২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব খান তালাকের জন্য আবেদন করেন[85][86] এবং ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয়।[87][88]

শাকিব খান ক্রিকেট খেলার ভক্ত। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্ত ও বন্ধু।[21]

সমালোচনা

২০১৯ সালের ২৭ মে পাসওয়ার্ড চলচ্চিত্রের প্রচারণার অংশ হিসেবে প্রেম’স কালেকশন নামে একটি ফ্যাশন হাউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে শাকিব খান নিজেকে চলচ্চিত্রের উপর ডক্টরেট দাবি করেন এবং জানান যে সুন্দরবনেও তিনি আন্তর্জাতিক মানের চলচ্চিত্র বানিয়ে দেখাতে পারবেন।[89] ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।[90][91] অনেকেই তার সমালোচনা করে বিভিন্ন হাস্যরসাত্মক মন্তব্য, স্ট্যাটাস ও ভিডিও তৈরি করেন। নিজের এই বক্তব্য সম্পর্কে শাকিব খান বলেন, “আমি আসলে যেভাবে কথাটা বোঝাতে চেয়েছি সেভাবে অনেকে বুঝতে পারেননি। আমি বোঝাতে চেয়েছি যেহেতু আমি সিনেমা করতে ভালোবাসি, আমার অভিজ্ঞতাও অনেক। সে অর্থে নিজেকে ডক্টরেট বলেছি। হাজার প্রতিকূলতা এলেও আমি সিনেমা তৈরি করতে প্রস্তুত। এটা বোঝাতে চেয়েছি।”[92]

অপরদিকে, চলচ্চিত্রটির পরিচালক মালেক আফসারী শাকিব খানের এই বক্তব্য সম্পর্কে বলেন যে, “সুন্দরবন তো জঙ্গল, ওখানে তো পাঁচতারকা হোটেল নেই। যে কয়দিন থাকব কষ্ট করেই থাকতে হবে। ওটাই সে বুঝাতে চেয়েছে যে, আমাকে যদি সুন্দবনেও ছেড়ে দেন তাহলেও আন্তর্জাতিক মানের ছবি বানাতে পারব।”[93]

২০১৯ সালের ১৮ নভেম্বর ঢাকার গুনশান নিকেতনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা না মেনে একটি বাড়ির অবৈধভাবে বর্ধিত অংশ নির্মাণ করায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের কারাদণ্ডাদেশ দেন।[94][95][96][97]

চলচ্চিত্রের তালিকা

অভিনেতা

নেপথ্য গায়ক

বছরচলচ্চিত্রসঙ্গীত সূত্র
২০১১ মনের জ্বালা আমি চোখ তুলে তাকালেই সূর্য লুকায় [28]
২০১৩ পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ও প্রিয় আমি তোমার হতে চাই [98]

টেলিভিশন উপস্থিতি

  • ঈদের বিশেষ পর্ব আমার আমি (২০০৯)... অতিথি
  • ঈদ স্পেশাল টকশো – নক্ষত্র যুগল (২০১০).... অতিথি
  • ইটিভি স্পেশাল শো – হট সিট উইথ কিং খান শাকিব (২০১১)
  • ঈদ স্পেশাল – কে হতে চায় কোটিপতি (২০১১).... অতিথি
  • ঈদ স্পেশাল - প্রিয় জুটি (২০১১).... অতিথি
  • ঈদ স্পেশাল - তিন তারার গল্প (২০১১).... অতিথি
  • ঈদ স্পেশাল - আমাদের দেবদাস (২০১২).... অতিথি
  • ঈদ স্পেশাল - সুপারস্টার (২০১২).... অতিথি
  • ঈদ স্পেশাল - স্টার নাইট উইথ শাকিব খান (২০১২).... অতিথি[99]
  • ঈদ স্পেশাল – শুধুই আড্ডা.... অতিথি

পুরস্কার ও সম্মাননা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বছর বিভাগ চলচ্চিত্র ফলাফল সূত্র
২০১২ শ্রেষ্ঠ অভিনেতা ভালোবাসলেই ঘর বাঁধা যায় না (২০১০) বিজয়ী [100]
২০১৪ খোদার পরে মা (২০১২) বিজয়ী [101]
২০১৭ আরো ভালোবাসবো তোমায় (২০১৫) বিজয়ী [102]
২০১৯ সত্তা বিজয়ী [103]
বাচসাস পুরস্কার
বছর বিভাগ চলচ্চিত্র ফলাফল সূত্র
২০০৯ শ্রেষ্ঠ অভিনেতা যদি বউ সাজো গো (২০০৮) বিজয়ী [104]
২০১৪ ভালবাসলেই ঘর বাঁধা যায় না (২০১০) বিজয়ী [105]
২০১৯ সত্তা (২০১৭) বিজয়ী [106]
মেরিল-প্রথম আলো পুরস্কার
বছর শাখা বিভাগ চলচ্চিত্র ফলাফল সূত্র
২০০৭ দর্শক জরিপ পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা সুভা (২০০৬) মনোনীত
২০০৮ সমালোচক পুরস্কার আমার প্রাণের স্বামী (২০০৭) বিজয়ী
২০০৯ দর্শক জরিপ পুরস্কার প্রিয়া আমার প্রিয়া (২০০৮) বিজয়ী
২০১০ বলবো কথা বাসর ঘরে (২০০৯) মনোনীত
২০১১ ভালোবাসলেই ঘর বাঁধা যায় না (২০১০) বিজয়ী
২০১২ দর্শক জরিপ পুরস্কার কিং খান (২০১১) বিজয়ী [107]
সমালোচক পুরস্কার আদরের জামাই (২০১১) মনোনীত
২০১৩ দর্শক জরিপ পুরস্কার ডন নাম্বার ওয়ান (২০১২) বিজয়ী
২০১৪ পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩) বিজয়ী [108]
২০১৫ হিরো: দ্যা সুপারস্টার (২০১৪) বিজয়ী
২০১৬ এইতো প্রেম (২০১৫) মনোনীত
২০১৬ শিকারি (২০১৬) বিজয়ী [109]
২০১৭ রাজনীতি (২০১৭) মনোনীত [110]
লাক্স-চ্যানেল আই পারফরম্যান্স পুরস্কার
বছর শাখা বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০০৭দর্শক জরিপ পুরস্কারশ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতাসুভা (২০০৬)মনোনীত
সমালোচক পুরস্কারসুভা (২০০৬)মনোনীত
২০০৯দর্শক জরিপ পুরস্কারপ্রিয়া আমার প্রিয়া (২০০৮)বিজয়ী
ইউরো-সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার
বছর বিভাগ চলচ্চিত্র ফলাফল সূত্র
২০০৮ সেরা অভিনেতা প্রিয়া আমার প্রিয়াবিজয়ী
২০০৯ আমার প্রাণের প্রিয়াবিজয়ী [111]
২০১০ নাম্বার ওয়ান শাকিব খানবিজয়ী
২০১১ কিং খানবিজয়ী
ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার
বছর বিভাগ চলচ্চিত্র ফলাফল সূত্র
২০১৯ সেরা জনপ্রিয় অভিনেতা পাসওয়ার্ডবিজয়ী [67]
সেরা অভিনেতা নোলকমনোনীত [112]
সুপার হিরোমনোনীত
ক্যাপ্টেন খানমনোনীত
ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ড
  • বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার - ২০১১
বি সি আর এ পুরস্কার
  • বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার - ২০০৯
  • বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার - ২০০৮
একতা পুরস্কার
  • মনোনয়ন: শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার - ২০০৫
ঢালিউড চলচ্চিত্র ও সঙ্গীত পুরস্কার
  • বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার - ২০০৯
বিনোদন বিচিত্রা পুরস্কার
  • বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার - ২০১০
বাংলাদেশ ফিল্ম ক্লাব পুরস্কার
  • বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা - ২০১২[113]
  • বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা ও সেরা জুটির পুরস্কার - ২০১৭
এটিএন বাংলা পারফরমেন্স পুরস্কার
  • বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার - ২০১৭

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "আবারো প্রযোজনায় শাকিব খান"জাগো নিউজ। ৮ নভেম্বর ২০১৭। ১২ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৮
  2. "মেয়ে দেখার বিষয়টা দেশের বাইরেই করছি : শাকিব"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০১৩-১১-২৬। ২০১৩-১১-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-০৬
  3. "অপুকে তালাকের নোটিশ দিল শাকিব"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৭
  4. "শাকিব খানের ২০ বছর"দৈনিক মানবজমিন। ২৮ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৯
  5. সাজু, শাহ আলম (২১ অক্টোবর ২০১৩)। "I am my own competitor… Shakib Khan"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৮
  6. "জন্মদিনে জেনে নিন শাকিব খানের জানা-অজানা কিছু অধ্যায়"দ্য ডেইলি স্টার। ২০১৮-০৫-২৮। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৮
  7. "চতুর্থ বারের মত সেরা নায়ক শাকিব খান"বাংলাদেশ জার্নাল অনলাইন। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৯
  8. "ছেলে আব্রামকে পুরস্কার উৎসর্গ করলেন শাকিব"দৈনিক প্রথম আলো। ২২ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭
  9. "২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা: শ্রেষ্ঠ অভিনেতা শাকিব খান"দৈনিক কালের কণ্ঠ। ২১ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭
  10. "প্রথম জাতীয় চলচ্চিত্র দিবসে সেরারা পুরস্কৃত"bangla.bdnews24.com। ৩ এপ্রিল ২০১২। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮
  11. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২: সেরা অভিনেতা শাকিব খান অভিনেত্রী জয়া আহসান"বণিক বার্তা। মে ১১, ২০১৪। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭
  12. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা"দৈনিক প্রথম আলো। ৭ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭
  13. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫: শাকিব খান-মাহফুজ সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী জয়া"দৈনিক কালের কণ্ঠ। ১৮ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৭
  14. "২০১৫ সালের 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' ঘোষণা"দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৪ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৭
  15. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা নায়ক শাকিব খান ও শুভ"দৈনিক যুগান্তর। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৯
  16. "সেরা অভিনেতা শাকিব-শুভ, সেরা অভিনেত্রী তিশা"চ্যানেল আই অনলাইন। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৯
  17. "তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে অভিভূত শাকিব খান"চ্যানেল আই অনলাইন। ২৪ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৭
  18. "SHAKIB KHAN'S upcoming production ventures"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-২৪। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৪
  19. "শাকিব খানের প্রযোজনায় চার ছবি"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৪
  20. "শাকিব খানের নতুন ৪ ছবি কারা পেলেন"দ্য ডেইলি স্টার। ২০১৯-০৬-২৪। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৪
  21. "নাম্বার ওয়ান শাকিব খান"দৈনিক জনকণ্ঠ। ১৭ মার্চ ২০১১। ২০১৩-০২-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৩
  22. "দেড় যুগে শাকিবের নায়িকারা"প্রথম আলো। ২৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯
  23. কামরুজ্জামান (২০০৯-১০-১৩)। "জাতীয় চলচ্চিত্র পুরস্কার কি আটকে যাচ্ছে?"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৬
  24. name="janakantha-52648"
  25. "First national recognition for Shakib Khan"নিউ এইজ। ২২ মার্চ ২০১২। ২০১৩-১০-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৩
  26. কামরুজ্জামান (১৮ সেপ্টেম্বর ২০১০)। "এবার ঈদেও শাকিবের ছবির সাফল্য"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৬
  27. "National Film Award 2010 announced"দ্য ডেইলি স্টার। ২২ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১২
  28. "এবার গানও গাইলেন শাকিব খান"দৈনিক প্রথম আলো। ২১ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৮
  29. "Constellation of stars"ঢাকা মিরর। এপ্রিল ২৯, ২০১৫। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৬
  30. "ঢাকাই ছবির যত অতিথি শিল্পী | কালের কণ্ঠ"দৈনিক কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৯
  31. "In conversation with Shakib Khan"দ্য ডেইলি স্টার। ২৮ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১২
  32. "মেরিল—প্রথম আলো পুরস্কার ২০১৩"দৈনিক প্রথম আলো। এপ্রিল ১৭, ২০১৪। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৬
  33. "নিজের বাড়ির মতো যত্ন নিয়ে অফিস গোছাচ্ছি: শাকিব খান"চ্যানেল আই অনলাইন। ২০১৯-০৫-১০। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১৩
  34. "Shakib debut as producer"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৪
  35. "SK Films debut as producer"। ইন্ডিপেন্ডেন্ট। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৪
  36. "শাকিবের প্রযোজনায় ববিতা-নূতন"দৈনিক মানবজমিন। মার্চ ২৩, ২০১৩। ৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৬
  37. "SK, Apu & Boby in Hero: The Superstar"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৪
  38. "Apu, Shakib and Bobby promote Hero: The Superstar"ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৪
  39. "মেরিল–প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০১৪"দৈনিক প্রথম আলো। এপ্রিল ৩০, ২০১৫। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৬
  40. "আবারো অতিথি চরিত্রে শাকিব খান"বাংলা নিউজ টোয়েন্টিফোর.কম। ৩ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৯
  41. "শাকিব খান-মাহফুজ সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী জয়া"দৈনিক কালের কণ্ঠ। ১৮ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৭
  42. "ঈদ-উল-আযহার চার ছবি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৫ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৯
  43. "এই ঈদে তিন ছবি"দৈনিক প্রথম আলো। ২৫ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৭
  44. "Shakib's 'Nabab' on the top in Box office with record"। দি ইন্ডিপেন্ডেন্ট। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৭
  45. "ঈদে মুক্তি পেল নবাব, রাজনীতি ও বস-২"দৈনিক ইত্তেফাক। ২৬ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৭
  46. হক, ফাহমিদুল (৬ জুলাই ২০১৭)। "জোড়াতালি কাহিনির জমজমাট ছবি"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৭
  47. আল সায়ার, শেরিফ (৫ জুলাই ২০১৭)। "নবাব: দর্শকের সঙ্গে প্রতারণা!"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৭
  48. "ঈদে আসছে শাকিব-অপুর ছবি"দৈনিক প্রথম আলো। ১ মে ২০১৭। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৭
  49. খান, রায়ান (৫ জুলাই ২০১৭)। "রাজনীতি: শাকিব নয়, গল্পই এ ছবির হিরো"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৭
  50. "'রংবাজ'-এ শাকিবের নায়িকা বুবলি"দৈনিক প্রথম আলো। ১০ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৭
  51. "ঈদে মুক্তি পাচ্ছে শাকিবের ক্যাপ্টেন খান"পরিবর্তন। ৮ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮
  52. "'ক্যাপ্টেন খান' তামিল ছবির নকল?"বাংলা ট্রিবিউন। ১৭ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮
  53. "'ক্যাপ্টেন খান'র নকলের অভিযোগে যা বললেন শাকিব"দৈনিক সমকাল। ১৭ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮
  54. "Shakib Khan to star in 'Password'"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৩-৩০। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-০৭
  55. "শাকিবের 'পাসওয়ার্ড' এ বুবলী"Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১২
  56. "প্রথম দর্শনে পাসওয়ার্ড"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১২
  57. "Priyotoma - Bubli"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৭-১২-০২। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-১৪
  58. "শাকিবের 'প্রিয়তমা' বুবলী"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-১৪
  59. "শাকিবের প্রিয়তমা বুবলী"বিবার্তা২৪। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-১৪
  60. "'No time to think about the past'"দৈনিক প্রথম আলো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২১
  61. "শাকিবের 'প্রিয়তমা' বুবলী"দৈনিক কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-১৪
  62. "অন্য নায়কের সঙ্গে কাজ করব না, এটা বলিনি"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-১৫
  63. "বৃষ্টি, তবুও দর্শক এসেছেন সিনেমা হলে"প্রথম আলো। ৫ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯
  64. "অভিযোগ আংশিক সত্য, তারপরও আবার ছাড়পত্র"প্রথম আলো। ৬ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯
  65. "'পাসওয়ার্ড' পুরোপুরি নয়, আংশিক নকল: পরিচালক-প্রযোজককে সতর্ক বার্তা"চ্যানেল আই। ৬ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯
  66. "ঈদুল আযহা পর্যন্ত চলবে 'পাসওয়ার্ড'"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-২৮। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২০
  67. "শাকিব খানের ছবি 'পাসওয়ার্ড'-এর জয়জয়কার"দ্য ডেইলি স্টার। ২২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯
  68. "প্রকাশ্যে এলো শাকিব-বুবলীর নতুন সিনেমার গান"ইত্তেফাক। ২৯ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৯
  69. "প্রস্তুত ঈদের ৩ ছবি"প্রথম আলো। ১ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯
  70. "'মনের মতো মানুষ পাইলাম না' ছবির অফিসিয়াল পোস্টার প্রকাশ"বাংলাদেশ প্রতিদিন। ১ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯
  71. "Humkir Mukhe"robiscreen.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৪
  72. "অমিতাভের ছবির নায়ক শাকিব"প্রথম আলো। ১৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯
  73. "অমিতাভ রেজার সিনেমায় শাকিব খান"আরটিভি। ১৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯
  74. "শাকিবকে নিয়ে 'রিকশা গার্ল' নির্মাণ করছেন অমিতাভ রেজা"ডিবিসি নিউজ। ২৯ জুন ২০১৯। ১৯ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯
  75. "'রিকশা গার্ল'র শুটিং শেষ"বাংলাদেশ প্রতিদিন। ২১ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯
  76. "'পাওয়ার' এনার্জি ড্রিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শাকিব খান"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৩ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৬
  77. "'সুপারস্টার' হয়ে বিজ্ঞাপনে শাকিব খান"চ্যানেল আই অনলাইন। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮
  78. "দেশব্যাপী আলোচনায় বাংলালিংকের নতুন বিজ্ঞাপন"Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৩
  79. "এবার 'হারকিউলিস' শাকিব খান!"Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৪
  80. "হারকিউলিস শাকিব খান"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৪
  81. "শাকিব খান 'হারকিউলিস'!"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৪
  82. "আমি শাকিবের স্ত্রী, ছেলেও আছে: অপু বিশ্বাস"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৭
  83. "'স্ত্রী হিসেবে আমি একটু সম্মান চেয়েছিলাম'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭
  84. "আমার সন্তানের বাবা শাকিব : অপু"এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৭
  85. রুদ্রাক্ষ, রুদ্র (৭ ডিসেম্বর ২০১৭)। "Apu desperate to save marriage with co-star Shakib for their son -bdnews24.com"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৮
  86. "কোটি টাকার কাবিন কাহিনী | বাংলাদেশ প্রতিদিন"বাংলাদেশ প্রতিদিন। ২২ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৯
  87. "আর বিয়ে করবেন না অপু বিশ্বাস"The Bangladesh Daily (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১৮
  88. "ছেলের জন্মদিনে অপুর জমকালো আয়োজন"www.m.mzamin.com। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৪
  89. "'সুন্দরবনে ছেড়ে দিলেও, সেখানেই ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে পারব' (ভিডিও)"সময় টিভি। ২৮ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৯
  90. "'ডক্টরেট' করার দাবি শাকিব খানের, চলছে হাস্যরস (ভিডিও)"আমাদের সময়। ২৮ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯
  91. "শাকিব খানের সেই বক্তব্য ভাইরাল"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯
  92. "'ডক্টরেট' শাকিব খানের ভিডিও ভাইরাল"এনটিভি। ২৮ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৯
  93. "শাকিবের পরের চলচ্চিত্রের শুটিং সুন্দরবনে, নায়িকা পাকিস্তানি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৯ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৯
  94. "শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা"প্রথম আলো। ১৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৯
  95. "শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের"যুগান্তর। ১৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৯
  96. "নকশা না মেনে বাড়ি, শাকিব খানকে জরিমানা"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৯
  97. "শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা"ঢাকা ট্রিবিউন। ১৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৯
  98. "'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি'র সেঞ্চুরি"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৮
  99. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" শাকিব খানের প্রথম প্রেম [Shakib Khan's first love]bdnews.com। ১৮ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১২
  100. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১২ পেলেন যারা"ঢাকা টাইমস। ১১ মে ২০১৪। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭
  101. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন হুমায়ূন, শাকিব, জয়া, সেলিম"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১০ মে ২০১৪। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭
  102. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাকিব, জয়া, মাহফুজ"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১০ মে ২০১৪। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭
  103. "চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন শাকিব খান"বাংলাদেশ জার্নাল অনলাইন। ৮ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৯
  104. সমকাল প্রতিবেদক। "জমজমাট বাচসাস সন্ধ্যা - শ্রেষ্ঠ ছবি চন্দ্রগ্রহণ -শ্রেষ্ঠ অভিনেতা শাকিব -মৌসুমী ও পপি"। দৈনিক সমকাল
  105. "পাঁচ বছরের বাচসাস পুরস্কার ঘোষণা"দৈনিক ইত্তেফাক। ২৮ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯
  106. "বাচসাস : সুবর্ণজয়ন্তী উৎসবে ৫ বছরের চলচ্চিত্র পুরস্কার প্রদান"দৈনিক ভোরের কাগজ। ৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯
  107. "Constellation of stars"ঢাকা মিরর। ২৯ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৭
  108. "এক নজরে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩"দৈনিক প্রথম আলো। এপ্রিল ২৬, ২০১৪। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৬
  109. "ছেলে আব্রামকে পুরস্কার উৎসর্গ করলেন শাকিব"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৭
  110. "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭: পাঠক জরিপে চলচ্চিত্রে সেরা তাঁরা"দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮
  111. "Uro-CJFB Performance Award 2009 announced"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২ আগস্ট ২০১০। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯
  112. "কাল 'ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডস' | কালের কণ্ঠ"কালেরকন্ঠ। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৯
  113. "Shakib, Apu bag best actor awards"ডেইলি সান (ইংরেজি ভাষায়)। ৯ জুলাই ২০১৩। ১৬ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.