আফসানা আরা বিন্দু

আফসানা আরা বিন্দু (জন্ম: ১৪ জানুয়ারী ১৯৮৮) হলেন একজন বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল। তিনি লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৬ থেকে চলচ্চিত্রে আগমন করেন। বিন্দু মূলত ছোট পর্দার অভিনেত্রী হলেও বড় পর্দায় অভিনয় করেও সুনাম অর্জন করেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল "দারুচিনি দ্বীপ"।

বিন্দু
জন্ম
আফসানা আরা বিন্দু

(1988-01-14) ১৪ জানুয়ারি ১৯৮৮
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেত্রী, মডেল
কার্যকাল২০০৬–বর্তমান
উচ্চতা ফু ৬ ইঞ্চি (১.৬৮ মি)

অভিনয় জীবন

বিন্দু লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন।[1] যদিও তিনি সেখানে প্রথম রানার আপ হয়েছিলেন। বিন্দুর প্রথম চলচ্চিত্র হুমায়ূন আহমেদের "দারুচিনি দ্বীপ" ছিল ব্যবসায়িকভাবে সফল। ধীরে ধীরে তিনি মডেল এবং উপস্থাপক হিসেবেও খ্যাতি লাভ করেন। এরপর জাগো তার আরও একটি ব্যবসাসফল চলচ্চিত্র। বিন্দু অসংখ্য জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপণ চিত্রে কাজ করেছেন। তার সর্বশেষ অভিনীত "এইতো প্রেম" চলচ্চিত্রটি গত ১৩ মার্চ ২০১৫ সালে মুক্তি পায়।

পুরস্কার এবং মনোনয়ন

চলচ্চিত্র সমূহ

বছরছবির নামভূমিকাসহশিল্পীউল্লেখযোগ্য
২০০৬দারুচিনি দ্বীপ (চলচ্চিত্র)আনুসকারিয়াজপ্রথম চলচ্চিত্র
২০১০জাগোআরেফিন শুভ, ফেরদৌস আহমেদপরিচালকঃ খিজির হায়াত খান
২০১১পিরিতের আগুন জলে দ্বিগুনইমন, শাবনূর
২০১৫এইতো প্রেমমাধবীশাকিব খানপরিচালকঃ শাহিন কবির টুটুল

তথ্যসূত্র

  1. priyodesk (২০১১-১১-১৫)। "Afsana Ara Bindu"। People.priyo.com। ২০১১-১১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৮-১০

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.