এইতো প্রেম
এইতো প্রেম হচ্ছে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী মুক্তিযুদ্ধভিত্তিক নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সোহেল আরমান।[1][2][3] চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও আফসানা আরা বিন্দু। এছাড়াও শহীদুজ্জামান সেলিম, অমিত হাসান, সৈয়দ হাসান ইমাম, রামেন্দু মজুমদার ও আফরোজা বানুসহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। চলচ্চিত্রটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ। এটি প্রণয় ধাচের কাহিনী ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়। মানিকগঞ্জের কৈরী গ্রাম, বালিয়াটি প্রাসাদ, হরিরামপুরের হরিণারচরে[4] এই চলচ্চিত্রের উল্লেখযোগ্য দৃশ্যধারণের কাজ করা হয়।[5]
এইতো প্রেম | |
---|---|
![]() ফার্স্ট লুক | |
পরিচালক | সোহেল আরমান |
প্রযোজক | শাহিন কবির |
রচয়িতা | সোহেল আরমান |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | সঙ্গীত: হাবিব ওয়াহিদ আবহ সঙ্গীত: অদিত রহমান |
চিত্রগ্রাহক | এ আর স্বপন |
সম্পাদক | মুজিবুর রহমান দুলু |
প্রযোজনা কোম্পানি | সিলভার স্ক্রিন প্রোডাকশন্স |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৩৫ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
প্লট
১৯৭১ সালের যুদ্ধের সময় একটি প্রেমের গল্প নিয়ে নির্মাণ করা হয়।[6]
শ্রেষ্ঠাংশে
- শাকিব খান - সূর্য
- বিন্দু - মাধবী
- অমিত হাসান - জাভেদ
- সৈয়দ হাসান ইমাম - লতিফ মাস্টার, সূর্যের বাবা
- আফরোজা বানু - রাবেয়া, সূর্যের মা
- রামেন্দু মজুমদার - পুরোহিত, মাধবীর বাবা
- লায়লা হাসান
- শিপু
- শহীদুজ্জামান সেলিম - চৌকিদার
- খুরশীদুজ্জামান উৎপল - মেজর
- সিরাজ হায়দার
- মাসুম আজিজ - আলতাফ কমান্ডার
- প্রাণ রায়
- সাইদ বাবু
- শ্যমল জাকারিয়া
- কহিনুর
- শরিফ সারোয়ার
- বিনয় ভদ্র
- সাজ্জাদ রেজা
- প্রিথু
- জুয়েল আহমেদ
- নিপুণ - "মধুবনের ফুল" গানে বিশেষ উপস্থিতি
দৃশ্যধারণ ও মুক্তিলাভ
নভেম্বর, ২০০৯-এ চলচ্চিত্রের নির্মাণকাজ শুরু হয়। ৮ নভেম্বর, ২০১২ তারিখে দৃশ্যধারণ সম্পন্ন হয়।[4] দৃশ্য সম্পাদনা শেষে ২০১৩ সালের বিজয় দিবসে মুক্তির পরিকল্পনা থাকলেও চলচ্চিত্রটি ১৩ মার্চ, ২০১৫ তারিখে বাংলাদেশের ১০০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[5][7] ২০১৫ সালের ইদ-উল-ফিতরের সময় জি-সিরিজের ব্যানারে চলচ্চিত্রটির ডিভিডি প্রকাশ পায়।[8]
সংগীত
এইতো প্রেম | |
---|---|
![]() | |
হাবিব ওয়াহিদ কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | |
মুক্তির তারিখ | সেপ্টেম্বর, ২০০৯ |
শব্দধারণের সময় | ২০০৯ |
ঘরানা | চলচ্চিত্র সংগীত |
ভাষা | বাংলা |
সঙ্গীত প্রকাশনী | সঙ্গীতা মিউজিক |
প্রযোজক | হাবিব ওয়াহিদ |
এইতো প্রেম থেকে একক গান | |
| |
এইতো প্রেম চলচ্চিত্রের সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ এবং আবহসংগীত রচনা করেছেন অদিত। চলচ্চিত্রটিতে মোট সাতটি গান সংযুক্ত করা হয়েছে, এবং এর সবকটি গানেরই গীত রচনা সোহেল আরমান।[9] হাবিব ওয়াহিদ প্রায় নয় মাস সময় নিয়ে সকল গানের সঙ্গীত আয়োজন করেছিলেন।[10][11] ২০০৯ সালের শেষার্ধে গানগুলো অডিও আকারে সংগীতা থেকে প্রকাশিত হয়েছিল।[12] প্রায় সব গানই সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়।[13]
গানের তালিকা
নং. | শিরোনাম | শিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "মনের ভেতর" | হাবিব ওয়াহিদ এবং নাজমুন মুনিরা ন্যান্সি | |
২. | "জোসনা দেব" | ন্যান্সি | |
৩. | "জাক না উড়ে" | মিলন মাহমুদ | |
৪. | "মধুবনের ফুল" | ডলি সায়ন্তনী | |
৫. | "হৃদয়ে আমার বাংলাদেশ" | হাবিব ওয়াহিদ, আরফিন রুমি | |
৬. | "হৃদয়ে আমার বাংলাদেশ (মন্থর)" | হাবিব ওয়াহিদ, আরফিন রুমি, প্রদীপ কুমার | |
৭. | "মনের ভেতর (মন্থর)" | হাবিব ওয়াহিদ এবং ন্যান্সি |
তথ্যসূত্র
- "The knot of the movie 'Eito prem' gets untied"। Priyo News। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৪।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৬ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৪।
- "সেন্সরে যাচ্ছে এইতো প্রেম"। বাংলা মুভি ডেটাবেজ। ২০১৫-০১-০৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯।
- "শেষ হলো 'এইতো প্রেম' ছবির শুটিং :: দৈনিক ইত্তেফাক"। archive.ittefaq.com.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯।
- "'এই তো প্রেম' এবং পাঁচটি ঘটনা"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৯।
- "মুক্তি পাচ্ছে শাকিব-বিন্দু জুটির প্রথম চলচ্চিত্র"। NTV Online। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯।
- "জমে উঠেছে ঈদের অডিও বাজার"। jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯।
- "শেষ হলো 'এইতো প্রেম' ছবির শুটিং :: দৈনিক ইত্তেফাক"। archive.ittefaq.com.bd (Bengali ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯।
- "হাবিবের পূর্ণাঙ্গ আবির্ভাব"। www.jugantor.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-৩০।
- "অবশেষে 'এই তো প্রেম'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০১।
- "ঈদের অডিও বাজার"। www.prothom-alo.com। ২০০৯-০৯-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২২।
- "গানটির প্রথম পঙক্তিতেই চমক আছে"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৯।
বহিঃসংযোগ
- বাংলা মুভি ডেটাবেজে এইতো প্রেম
- ইন্টারনেট মুভি ডেটাবেজে এইতো প্রেম (ইংরেজি)