সম্রাট: দ্য কিং ইজ হিয়ার
সম্রাট: দ্য কিং ইজ হিয়ার হচ্ছে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী মারপিট অপরাধধর্মী থ্রিলার চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এবং অর্কি প্রোডাকশন ও সিনেমাওয়ালার সহযোগিতায় টাইগার মিডিয়া লিমিটেডের ব্যানারে প্রযোজনা করেছেন জাহিদ হাসান অভি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং মিশা সওদাগর।[1] ২০১৫ সালের আগস্ট মাসে চলচ্চিত্রটির প্রথম টিজার এবং ২০১৬ সালের ২ জুন এটির অফিসিয়াল ট্রেলার ইউটিউবে মুক্তি পায়।[2][3] চলচ্চিত্রে দু'জন কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড মাফিয়া ডনের পতনের বিবরণ দেওয়া হয়েছে। এটি ২০১৬ সালের ৭ জুলাই বাংলাদেশে মুক্তি পায়।[4]
সম্রাট: দ্য কিং ইজ হিয়ার | |
---|---|
![]() সম্রাট: দ্য কিং ইজ হিয়ার চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | মুহাম্মদ মোস্তফা কামাল রাজ |
প্রযোজক | জাহিদ হাসান অভি |
চিত্রনাট্যকার | মুহাম্মদ মোস্তফা কামাল রাজ |
কাহিনীকার | মুহাম্মদ মোস্তফা কামাল রাজ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আরেফিন রুমি ইমরান মাহমুদুল স্যাভি গুপ্ত ডাব্বু |
চিত্রগ্রাহক | চন্দন রায় চৌধুরী |
সম্পাদক | মোহাম্মদ কালাম |
প্রযোজনা কোম্পানি | টাইগার মিডিয়া লিমিটেড অর্ক প্রডাকশন সিনেমাওয়ালা |
পরিবেশক | টাইগার মিডিয়া |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়
- শাকিব খান - সম্রাট
- অপু বিশ্বাস - রুহি, একজন ডাক্তার
- ইন্দ্রনীল সেনগুপ্ত - "রাজা" চৌধুরী
- মিশা সওদাগর - মুসা
- সুব্রত[5] - সালাউদ্দীন, বাংলাদেশ পুলিশের আইজি
- কাবিলা - কাবিলা
- শিমুল খান - রকেট
- মামনুন হাসান ইমন - রাব্বি, উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা (বিশেষ উপস্থিতি)
প্রযোজনা
সম্রাট: দ্য কিং ইজ হিয়ার চলচ্চিত্রের চিত্রগ্রহণ শুরু হয় ২০১৫ সালের ১ জুলাই ঢাকার বিএফডিসিতে, যেখানে শিল্প নির্দেশক সামুরাই মারুফ ও নৃত্য পরিচালক শিবরাম শর্মা দ্বারা নির্মিত সেট আপে শাকিব খান ও অপু বিশ্বাস চলচ্চিত্রের শিরোনাম সংগীতের অভিনয় করেন। এরপরে দলটি আফতাফ নগর ও উত্তরায় ১৪ দিনের জন্য বেস স্থাপন করেছিল, ভারতীয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত, মিশা সওদাগর ও অতিরিক্ত কয়েকশো জন এবং প্রযুক্তিবিদরা সমবেত হয়েছিল।
দ্বিতীয় তফসিলটি ২০১৫ সালের ১৪ আগস্ট ঢাকার কোক স্টুডিওতে অব্যাহত ছিল, যেখানে ইন্দ্রনীল সেনগুপ্ত এবং অপু বিশ্বাসের একটি প্রণয়ধর্মী গানের শুটিং হয়েছিল, এরপরে শোনা যায় যে ছবিটি শতভাগ সম্পূর্ণ হয়েছিল। ডিসেম্বর ২০১৫ এর মধ্যে, এই ছবির শুটিং শেষ হয়েছে এবং ডিসেম্বর থেকে পোস্ট প্রযোজনা শুরু হয়েছিল বলে জানা গেছে।
সংগীত
সম্রাট: দ্য কিং ইজ হিয়ার চলচ্চিত্রের সুর ও সংগীতায়োজন করেছেন আরেফিন রুমি, ইমরান মাহমুদুল, স্যাভি গুপ্ত ও ডাব্বু ঘোষাল। চলচ্চিত্রটিতে সর্বমোট ৭টি গান রয়েছে, এগুলোর গীত রচনা করেছেন যথাক্রমে জনি হক, রবিউল ইসলাম জীবন, জাহিদ হাসান অভি, ঋদ্ধি বড়ুয়া ও অনুপ কুমার বিশ্বাস এবং গানগুলোতে কন্ঠ দিয়েছেন আরেফিন রুমি, ইমরান মাহমুদুল, শাদাব হাশমি, কোনাল ও শত্রুজিৎ দাশগুপ্ত। ৫টি আসল গানের পাশাপাশি সাউন্ডট্র্যাকটিতে "দুজনে" নামে একটি প্লাগযুক্ত সংস্করণ, এবং "রাতভোর" "দুজনে" নামে আরোও দুটি ইন্সট্রুমেন্ট সংস্করণের গানও রয়েছে। চলচ্চিত্রের পুরো অফিসিয়াল সাউন্ডট্র্যাকটি ২০১৫ সালের ১ ডিসেম্বর মুক্তি দেওয়া হয়।[6][7]
সম্রাট: দ্য কিং ইজ হিয়ার | |
---|---|
আরেফিন রুমি, ইমরান মাহমুদুল, স্যাভি গুপ্ত ও ডাব্বু ঘোষাল কর্তৃক সাউন্ডট্র্যাক | |
মুক্তির তারিখ | ১ ডিসেম্বর ২০১৫ |
দৈর্ঘ্য | ৩২:০১ |
সঙ্গীত প্রকাশনী | টাইগার মিডিয়া লিমিটেড |
প্রযোজক | টাইগার মিডিয়া লিমিটেড |
তথ্যসূত্র
- ‘সম্রাট’ শাকিব খান ['Emperor' Shakib Khan]। Prothom Alo। ৩ মার্চ ২০১৫।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" বিশাল সাম্রাজ্য আমার, কিন্তু রাণী নেইঃ শাকিব খান [I have a huge empire, but only one queen: Shakib Khan]। bdmorning। ২৭ জুন ২০১৬। ৬ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- ঈদ মাতাবেন সম্রাট শাকিব (ভিডিও) [Samraat: The King Is Here Trailer Out]। jagonews24.com। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৬।
- Shafiq Al Mamun (২৪ জুন ২০১৬)। "Eid rush in Dhallywood"। Prothom Alo। ১২ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- ‘সুস্থ হয়ে শুটিংয়ে শাকিব খান। প্রথম আলো। ২ জুন ২০১৫।
- Arfin Rumey, Imran, Savvy, Samraat : The King Is Here, সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৭
- "Samraat: The King is Here (Original Motion Picture Soundtrack)"। Spotify। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৭।