আরেফিন রুমি

আরফিন রুমি (২৩ সেপ্টেম্বর ১৯৮৭) একজন বাংলাদেশী গায়ক, সুরকার এবং সংঙ্গীত পরিচালক। তার ৩০ টিরও বেশি অ্যালবাম, একক এবং মিশ্র কাজ মুক্তি পেয়েছে। তিনি বাংলাদেশে জনপ্রিয় শিল্পীদের মধ্যে একজন। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত তার অনেকগুলো জনপ্রিয় বাংলা গান প্রকাশিত হয়েছে।

আরফিন রুমি
জন্ম
শাহ্ মোহাম্মদ আরফিন রুমি

(1987-09-23) ২৩ সেপ্টেম্বর ১৯৮৭
মোহাম্মদপূর, ঢাকা
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
পেশাসংগীতশিল্পী, সুরকার, গীতিকার সংঙ্গীত পরিচালক
কার্যকাল২০০৮-বর্তমান
পুরস্কারমেরিল-প্রথম আলো পুরস্কার ২০১১, শ্রেষ্ঠ কন্ঠশিল্পী (পুরুষ) কোকাকলা শ্রেষ্ঠ সংঙ্গীত পরিচালক ২০১০। কোকাকলা শ্রেষ্ঠ কন্ঠশিল্পী ২০০৯, ২০১১, ২০১৩।
সঙ্গীত কর্মজীবন
উদ্ভবঢাকা
ধরনক্লাসিক্যাল, আধুনিক, পপ
বাদ্যযন্ত্রসমূহকন্ঠ, কি-বোর্ড, পিয়ানো, গিটার
লেবেলসিডি চয়েজ, লেজার ভিশন

জীবনী

প্রারম্ভিক জীবন

আরেফিন রুমি ১৯৮৭ সালের ২৩ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি কলেজে পড়াকালীন সময় একাধিক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন। ছোটবেলায় তিনি় তার মায়ের কাছ থেকে গান শিখেন। হাবিব ওয়াহিদ ও ফুয়াদ আল মুক্তাদির ছিল প্রেরণার উৎস। গানের জগতে আসার আগেই ২০০৬ সালে মডেলিং শুরু করেন রুমি। তিনি হাবিব ওয়াহিদ এবং ফুয়াদ আল মুক্তাদিরের কাছে অডিও ইনজিনিয়ারিং শেখেন।[1]

কর্মজীবন

একক অ্যালবাম

বছর অ্যালবাম সহ-শিল্পী সঙ্গীত নির্দেশক গীতিকার
২০০৮ আরফিন রুমিঅনন্যাআরফিন রুমিঅনুরূপ আইচ, ফুয়াদ হাসান, শাকি আহমেদ, শুভ, রোজ ও আরফিন রুমি
২০০৯ এসোনাশিতি সাহাআরফিন রুমিঅনুরূপ আইচ, ফুয়াদ হাসান, সুমী, আফরিন জেসিকা, গুঞ্জন চৌধুরী, ফয়সাল ও আরফিন রুমি
২০১১ ভালোবাসি তোমায়ন্যান্সি, শুভমিতা, খেয়া ও পড়শীআরফিন রুমিঅনুরূপ আইচ, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, শফিক তুহিন, সোহেল আরমান ও এটিএম মুশফিকুর রহমান
২০১৩ পরজনমপড়শী, খেয়া, পূজা ও নাওমিআরফিন রুমিআরিফিন রুমি
২০১৫ কিছু কথা আকাশে পাঠাওনদীআরফিন রুমিজাহিদ আকবর, নাসিমা আখতার ও আরফিন রুমি
২০১৬ তোমারি নামেপড়শী ও শেনাজআরফিন রুমিফয়সাল রাব্বিকিন
২০১৬ সত্যি করে বলপড়শী ও ওইশীআরফিন রুমিজাহিদ আকবর ও ফয়সাল রাব্বিকিন

চলচ্চিত্রে অভিনয়

  • ছায়াছবি (২০১৩)
  • জান্নাত (আসছে)[2]

পুরুস্কার

তথ্যসূত্র

  1. বাংলাদেশ প্রতিদিন (জানুয়ারি ১, ২০১৮)। "ভিন্নরুপে আরফিন রুমি"www.bd-pratidin.com
  2. "এবার রুপালি পর্দায় আসছেন আরফিন রুমি"thedhakatimes.com
  3. প্রথম আলো (এপ্রিল ১৭, ২০১৪)। "মেরিল প্রথম আলো পুরুস্কার ২০১৩"m.prothomalo.com

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.