নাইমার রঙ
নাইমার রঙ[4][5][6] হল একটি আসন্ন চলচ্চিত্র যা বাংলাদেশ যুক্তরাষ্ট্র যৌথ প্রযোজনায় নির্মিত।[7] চলচ্চিত্রটি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা মিতালি পারকিনসের রিকশা গার্ল উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটির চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন কোয়ান্টিকো টিভি ধারাবাহিকের চিত্রনাট্যকার শর্বরী জোহরা আহমেদ ও নাফিজ আমিন এবং চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও মার্কিন প্রযোজক এরিক জে. অ্যাডামস।[8][9] এছাড়া, চলচ্চিত্রটিতে সহকারী প্রযোজক হিসেবে ক্যাথলিন এম অ্যাডামস, সহযোগী প্রযোজক হিসেবে মেহজাবিন রেজা ও আসাদ সকাল এবং নির্বাহী প্রযোজক হিসেবে মাইকেল ভ্যানডেওয়ালে কাজ করেছেন।[10] চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান। চলচ্চিত্রটির বাংলা শিরোনাম শুরুতে রিকশা গার্ল রাখা হলেও পরবর্তীতে তা পরিবর্তন করে নাইমার রঙ রাখা হয়। চলচ্চিত্রটি অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র।[6][11] এই চলচ্চিত্রের একটি অতিথি চরিত্রে শাকিব খানের অভিনয় করার কথা ছিল।[12][13][14] সাকিব খান সময় দিতে পারেননি তাই তার বদলে অতিথি চরিত্রে সিয়াম আহমেদকে নির্বাচন করা হয়।[15]
নাইমার রঙ | |
---|---|
![]() | |
পরিচালক | অমিতাভ রেজা চৌধুরী |
প্রযোজক | অমিতাভ রেজা চৌধুরী এরিক জে. অ্যাডামস |
চিত্রনাট্যকার | শর্বরী জোহরা আহমেদ নাফিজ আমিন |
চিত্রগ্রাহক | নিকোলাস রিবার্প তুহিন তমিজুল |
মুক্তি | মার্চ ২০২০[1][2][3] |
দেশ | বাংলাদেশ যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি বাংলা |
অভিনয়ে
নির্মাণ
২০১৯ সালের ১০ এপ্রিল রাজশাহীতে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয়।[16][20][21] এরপর, পাবনায় চলচ্চিত্রটির চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয়।[22] তারপর, গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয়।[18][19][22][23] ২০১৯ সালের জুলাই মাসে চলচ্চিত্রটির মূল দৃশ্যের চিত্রগ্রহণ সম্পন্ন হয়।[1][2][3]
তথ্যসূত্র
- "অমিতাভ রেজার 'রিকশা গার্ল'র শুটিং শেষ"। বিডিনিউজ২৪.কম। ১৯ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- "'রিকশা গার্ল'র শুটিং শেষ"। বাংলাদেশ প্রতিদিন। ২১ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯।
- "রিকশা গার্ল"। আজাদী। ২১ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯।
- "অমিতাভের 'রিকশা গার্ল' এর বাংলা নাম 'নাইমার রঙ'"। মানবজমিন। ৩ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- "অমিতাভের 'রিকশা গার্ল' নাম পাল্টে 'নাইমার রঙ'"। চ্যানেল আই। ১৯ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- "অমিতাভ রেজার দ্বিতীয় চলচ্চিত্র 'নাইমার রঙ'"। জনকণ্ঠ। ৫ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- "'এফডিসি থেকে সব আবর্জনা সরাতে চাই'"। প্রথম আলো। ১২ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৯।
- "'আয়নাবাজি'র পর অমিতাভের নতুন ছবির চিত্রনাট্য লিখছেন 'কোয়ান্টিকো'র লেখিকা"। প্রথম আলো। ৮ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- "'রিকশা গার্ল'র খোঁজ মিলেছে"। বিডিনিউজ২৪.কম। ৭ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- "শুরু হচ্ছে অমিতাভ রেজার নতুন সিনেমা রিকশা গার্ল"। ইনকিলাব। ৫ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৯।
- "অমিতাভ রেজার দ্বিতীয় চলচ্চিত্র 'রিকশা গার্ল'"। চ্যানেল ২৪। ৩০ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৯।
- "অমিতাভের ছবির নায়ক শাকিব"। প্রথম আলো। ১৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- "অমিতাভ রেজার সিনেমায় শাকিব খান"। আরটিভি। ১৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- "শাকিবকে নিয়ে 'রিকশা গার্ল' নির্মাণ করছেন অমিতাভ রেজা"। ডিবিসি নিউজ। ২৯ জুন ২০১৯। ১৯ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- "শাকিব নন, 'রিকশা গার্ল'-এ অতিথি সিয়াম"। প্রথম আলো। ২০১৯-১১-০৯। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১০।
- "অমিতাভ রেজার 'নাইমার রঙ'-এ নভেরা"। বাংলাদেশ প্রতিদিন। ৫ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৯।
- "এই মেয়েটি রিকশা গার্ল"। সমকাল। ২৯ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- "গাজীপুরে চম্পার রিকশার গ্যারেজ!"। আমাদের সময়। ২৯ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- "'রিকশাগার্ল' ছবিতে চম্পা"। জনকণ্ঠ। ৩০ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- "শুরু হলো 'রিকশা গার্ল'-এর শুটিং"। প্রথম আলো।
- "দর্শকদের জোর করে হলে আনা যায় না: অমিতাভ রেজা"। সমকাল। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৯।
- "'রিকশা গার্ল'-এর শুটিংসেট থেকে..."। ইত্তেফাক। ২৮ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯।
- "চলছে অমিতাভ রেজার 'রিকশা গার্ল'-এর শুটিং"। ইনকিলাব। ২৭ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৯।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে নাইমার রঙ (ইংরেজি)