নাইমার রঙ

নাইমার রঙ[4][5][6] হল একটি আসন্ন চলচ্চিত্র যা বাংলাদেশ যুক্তরাষ্ট্র যৌথ প্রযোজনায় নির্মিত।[7] চলচ্চিত্রটি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা মিতালি পারকিনসের রিকশা গার্ল উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটির চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন কোয়ান্টিকো টিভি ধারাবাহিকের চিত্রনাট্যকার শর্বরী জোহরা আহমেদ ও নাফিজ আমিন এবং চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও মার্কিন প্রযোজক এরিক জে. অ্যাডামস[8][9] এছাড়া, চলচ্চিত্রটিতে সহকারী প্রযোজক হিসেবে ক্যাথলিন এম অ্যাডামস, সহযোগী প্রযোজক হিসেবে মেহজাবিন রেজা ও আসাদ সকাল এবং নির্বাহী প্রযোজক হিসেবে মাইকেল ভ্যানডেওয়ালে কাজ করেছেন।[10] চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান। চলচ্চিত্রটির বাংলা শিরোনাম শুরুতে রিকশা গার্ল রাখা হলেও পরবর্তীতে তা পরিবর্তন করে নাইমার রঙ রাখা হয়। চলচ্চিত্রটি অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র।[6][11] এই চলচ্চিত্রের একটি অতিথি চরিত্রে শাকিব খানের অভিনয় করার কথা ছিল।[12][13][14] সাকিব খান সময় দিতে পারেননি তাই তার বদলে অতিথি চরিত্রে সিয়াম আহমেদকে নির্বাচন করা হয়।[15]

নাইমার রঙ
পরিচালকঅমিতাভ রেজা চৌধুরী
প্রযোজকঅমিতাভ রেজা চৌধুরী
এরিক জে. অ্যাডামস
চিত্রনাট্যকারশর্বরী জোহরা আহমেদ
নাফিজ আমিন
চিত্রগ্রাহকনিকোলাস রিবার্প
তুহিন তমিজুল
মুক্তিমার্চ ২০২০[1][2][3]
দেশবাংলাদেশ
যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
বাংলা

অভিনয়ে

  • নভেরা আহমেদ - নাইমা[9][16][17]
  • মোমেনা চৌধুরী
  • নরেশ ভূঁইয়া
  • নাসির উদ্দিন খান
  • অ্যালেন শুভ্র
  • রূপকথা
  • অশোক বেপারী
  • আনোয়ার সায়েম
  • চম্পা[18][19]
  • সিয়াম আহমেদ - বিশেষ উপস্থিতি

নির্মাণ

২০১৯ সালের ১০ এপ্রিল রাজশাহীতে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয়।[16][20][21] এরপর, পাবনায় চলচ্চিত্রটির চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয়।[22] তারপর, গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয়।[18][19][22][23] ২০১৯ সালের জুলাই মাসে চলচ্চিত্রটির মূল দৃশ্যের চিত্রগ্রহণ সম্পন্ন হয়।[1][2][3]

তথ্যসূত্র

  1. "অমিতাভ রেজার 'রিকশা গার্ল'র শুটিং শেষ"বিডিনিউজ২৪.কম। ১৯ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯
  2. "'রিকশা গার্ল'র শুটিং শেষ"বাংলাদেশ প্রতিদিন। ২১ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯
  3. "রিকশা গার্ল"আজাদী। ২১ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯
  4. "অমিতাভের 'রিকশা গার্ল' এর বাংলা নাম 'নাইমার রঙ'"মানবজমিন। ৩ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯
  5. "অমিতাভের 'রিকশা গার্ল' নাম পাল্টে 'নাইমার রঙ'"চ্যানেল আই। ১৯ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯
  6. "অমিতাভ রেজার দ্বিতীয় চলচ্চিত্র 'নাইমার রঙ'"জনকণ্ঠ। ৫ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯
  7. "'এফডিসি থেকে সব আবর্জনা সরাতে চাই'"প্রথম আলো। ১২ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৯
  8. "'আয়নাবাজি'র পর অমিতাভের নতুন ছবির চিত্রনাট্য লিখছেন 'কোয়ান্টিকো'র লেখিকা"প্রথম আলো। ৮ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯
  9. "'রিকশা গার্ল'র খোঁজ মিলেছে"বিডিনিউজ২৪.কম। ৭ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯
  10. "শুরু হচ্ছে অমিতাভ রেজার নতুন সিনেমা রিকশা গার্ল"ইনকিলাব। ৫ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৯
  11. "অমিতাভ রেজার দ্বিতীয় চলচ্চিত্র 'রিকশা গার্ল'"চ্যানেল ২৪। ৩০ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৯
  12. "অমিতাভের ছবির নায়ক শাকিব"প্রথম আলো। ১৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯
  13. "অমিতাভ রেজার সিনেমায় শাকিব খান"আরটিভি। ১৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯
  14. "শাকিবকে নিয়ে 'রিকশা গার্ল' নির্মাণ করছেন অমিতাভ রেজা"ডিবিসি নিউজ। ২৯ জুন ২০১৯। ১৯ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯
  15. "শাকিব নন, 'রিকশা গার্ল'-এ অতিথি সিয়াম"প্রথম আলো। ২০১৯-১১-০৯। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১০
  16. "অমিতাভ রেজার 'নাইমার রঙ'-এ নভেরা"বাংলাদেশ প্রতিদিন। ৫ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৯
  17. "এই মেয়েটি রিকশা গার্ল"সমকাল। ২৯ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯
  18. "গাজীপুরে চম্পার রিকশার গ্যারেজ!"আমাদের সময়। ২৯ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯
  19. "'রিকশাগার্ল' ছবিতে চম্পা"জনকণ্ঠ। ৩০ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯
  20. "শুরু হলো 'রিকশা গার্ল'-এর শুটিং"প্রথম আলো
  21. "দর্শকদের জোর করে হলে আনা যায় না: অমিতাভ রেজা"সমকাল। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৯
  22. "'রিকশা গার্ল'-এর শুটিংসেট থেকে..."ইত্তেফাক। ২৮ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯
  23. "চলছে অমিতাভ রেজার 'রিকশা গার্ল'-এর শুটিং"ইনকিলাব। ২৭ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.