বিশ্বসুন্দরী
বিশ্বসুন্দরী হল একটি আসন্ন বাংলাদেশি চলচ্চিত্র, যে চলচ্চিত্রে অভিনয় করেছেন পরীমনি, সিয়াম আহমেদ, ফজলুর রহমান বাবু, চম্পাসহ আরো অনেকে। চলচ্চিত্রটি ছোট পর্দার পরিচালক চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র[2][3] একই সাথে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের প্রথম প্রযোজিত পূর্ণদের্ঘ্য চলচ্চিত্র[2] এই চলচ্চিত্রের মাধ্যমে সিয়াম ও পরিমনি প্রথম বার জুটি বাধলেন।[4]
বিশ্বসুন্দরী | |
---|---|
পরিচালক | চয়নিকা চৌধুরী |
প্রযোজক | সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড |
রচয়িতা | রুম্মান রশীদ খান |
চিত্রনাট্যকার | রুম্মান রশীদ খান |
কাহিনীকার | রুম্মান রশীদ খান |
শ্রেষ্ঠাংশে | পরীমনি সিয়াম আহমেদ ফজলুর রহমান বাবু চম্পা |
চিত্রগ্রাহক | কামরুল হাসান খসরু |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কুশীলব
অভিনয় শিল্পী
'বিশ্বসুন্দরী'র মুখ্য দুই চরিত্র শোভা ও স্বাধীনের ভূমিকায় অভিনয় করছেন পরিমনি ও সিয়াম আহমেদ।[1] একটি বিশেষ চরিত্রে সুবর্ণা মুস্তাফা অভিনয়ের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হলেই পরবর্তীতে তার বদলে চম্পাকে নেয়া হয়।[5][6]
- পরীমনি - শোভা
- সিয়াম আহমেদ - স্বাধীন
- ফজলুর রহমান বাবু
- চম্পা
- মনিরা মিঠু
- আনন্দ খালেদ
অন্যান্য কলাকুশলী
এই চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু। কাহিনি, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন রুম্মান রশীদ খান।[2]
নির্মাণ
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়।[1] ২০১৯ সালের ৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রটি নির্মাণের ঘোষণা দেন চলচ্চিত্রটির পরিচালক চয়নিকা চৌধুরী।[2][3] ২০১৯ সালের ১৮ জুন থেকে ফরিদপুরে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয়।[7][8] এরপর চলচ্চিত্রটির চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয় নরসিংদীতে।[9][10]
তথ্যসূত্র
- "ডিসেম্বরে পরীমনি-সিয়ামের 'বিশ্ব সুন্দরী'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০।
- "সিয়াম-পরীমনি জুটির 'বিশ্বসুন্দরী'"। কালের কণ্ঠ। ৪ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯।
- "মুখ ফসকে নায়িকার নাম বললেন নায়ক"। প্রথম আলো। ৩ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯।
- "'বিশ্বসুন্দরী'তে পরীমনি"। www.dainikamadershomoy.com। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০।
- "সুবর্ণা নয় 'বিশ্বসুন্দরী'তে চম্পা"। প্রথম আলো। ২০ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯।
- "সুবর্ণা নয়, চম্পা"। বিডিনিউজ২৪.কম। ২১ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯।
- "'বিশ্বসুন্দরী'র যাত্রা শুরু"। প্রথম আলো। ১৮ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯।
- "পরীমনির কথাই ফললো!"। আমাদের সময়। ১৮ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯।
- "সিয়ামকে এক নজর দেখতে শত শত শিক্ষার্থী! (ভিডিও)"। আমাদের সময়। ১৮ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯।
- "পরীমনির সঙ্গে চমৎকার রসায়ন তৈরি হয়েছে: সিয়াম"। প্রথম আলো। ২৩ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯।