অপারেশন সুন্দরবন
অপারেশন সুন্দরবন (ইংরেজিঃ Operation Sundarbans[1]) বাংলাদেশের একটি নির্মাণাধীন রোমাঞ্চকর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সুন্দরবনকে জলদুস্য মুক্ত করার অভিযান নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করছেন দীপংকর সেনগুপ্ত দীপন।[2] এটা হবে বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনীচিত্র।[3] র্যাব ওয়েলফেয়ার কোওপারেটিভ সোসাইটি লিমিটেড-এর অর্থায়নে চলচ্চিত্রটি প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড।[4][5] এটা দীপংকর দীপনের দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণ।[6]
অপারেশন সুন্দরবন | |
---|---|
![]() 'অপারেশন সুন্দরবন' চলচ্চিত্রের আনুষ্ঠানিক পোস্টার | |
পরিচালক | দীপংকর সেনগুপ্ত দীপন |
প্রযোজক | থ্রি হুইলারস লিমিটেড
র্যাব ওয়েলফেয়ার কোওপারেটিভ সোসাইটি লিমিটেড |
রচয়িতা | গবেষণা উন্নয়ন একটি দল (আরডিটি) |
চিত্রনাট্যকার | দীপংকর সেনগুপ্ত দীপন নাজিম-উদ-দৌলা |
শ্রেষ্ঠাংশে |
|
চিত্রগ্রাহক | সৌভিক বসু |
সম্পাদক | মোহাম্মদ কালাম |
প্রযোজনা কোম্পানি | থ্রি হুইলারস লিমিটেড র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড |
পরিবেশক | থ্রি হুইলারস লিমিটেড |
মুক্তি | ঈদ-উল আজহা ২০২০(প্রস্তাবিত) |
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ৪ কোটি টাকা |
প্রাক-প্রযোজনা
—দ্য ডেইলি স্টার অনলাইনকে দীপঙ্কর দীপন[7]
উন্নয়ন
এপ্রিল,২০১৮ তে চলচ্চিত্রটি পরিচালনার জন্য র্যাব কর্তৃক দীপংকর দীপনকে প্রস্তাব দেয়া হয়।[8] চলচ্চিত্রটি নির্মাণের পূর্বে দীপংকর দীপন সুন্দরবন নিয়ে দেড় বছর গবেষণা করেন।[9][10] গবেষণা উন্নয়ন একটি দল (আরডিটি) গল্প রচনা করে।[8] চিত্রনাট্য রচনার জন্য তিনি নাজিম-উদ-দৌলাকে মনোনীত করেন।[11][12][13] ১৩ জুন, ২০১৯ তারিখে চলচ্চিত্রটি নির্মাণের ঘোষণা দেয়া হয়।[6][14] নির্মাণের জন্য অনুমিত বাজেট চার কোটি টাকা নির্ধারণ করা হয়। চিত্রনাট্যের ৭০ভাগ চিত্রগ্রহণ সুন্দরবন করার জন্য বনের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন দীপন।[9] এই চলচ্চিত্রের আয় আত্মসমর্পণ করা বনদস্যু ও দস্যুদের দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে ব্যবহারের ঘোষণা দেয়া হয়।[15][16][17][18] ২০২০ সালের ঈদুল আজহায় চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা করা হয়।[19][20]
অভিনয় শিল্পী নির্বাচন
প্রাথমিক ভাবে নুসরাত ফারিয়া, জিয়াউল হক রোশান, সিয়াম আহমেদ, তাসকিন রহমান[21], রিয়াজ[22], সামিনা বাশার, মনোজ প্রামানিক, দীপু ইমাম, শেখ এহসানুর রহমান[23] কে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি পরিচালক গোপন রাখেন।[24] 'অপারেশন সুন্দবন'-এর মাধ্যমে সামিনা বাশার চলচ্চিত্রে অভিষিক্ত হন।[10] ১ নভেম্বর, ২০১৯ তারিখে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে সুন্দরবন জলদুস্য মুক্ত হওয়ার প্রথম বর্ষপূর্তিতে 'অপারেশন সুন্দরবন'-এর লোগো, পোস্টার প্রকাশ ও অভিনয় শিল্পীদের পরিচয় করিয়ে দেয়া হয়।[1][5][8][25] ১৬ নভেম্বর, ২০১৯ দীপংকর দীপন র্যাব সংশ্লিষ্ট প্বার্শ চরিত্রে অভিনয় করার জন্য নতুন অভিনেতা খুঁজতে ফেসবুকে বিজ্ঞাপন দেন।[26] একই সময় শতাব্দী ওয়াদুদ এই চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে নিশ্চিত করেন।[27]
নির্মাণ
প্রাক-নির্মাণ
চিত্রগ্রহণের পূর্বে অভিনয় শিল্পীদের নিয়ে চিত্রনাট্য অনুযায়ী মহড়া দেয়া হয়।[28][29] র্যাব সংশ্লিষ্ট চরিত্র সমূহ আত্মস্ত করার জন্য ১৪ থেকে ১৬ নভেম্বর, ২০১৯ সিয়াম, রোশান ও রিয়াজ র্যাবের প্রশিক্ষণ স্কুলে প্রশিক্ষণ নেন।[30][31] ফেসবুকে র্যাব-এর পোশাক পরিহিত রিয়াজ ও সিয়ামের 'ফার্স্ট লুক' প্রকাশ হওয়া নিয়ে যমুনা টেলিভিশন প্রতিবেদন প্রকাশ করে।[32] মহরত অনুষ্ঠানের পর ১০ ডিসেম্বর, ২০১৯ হতে চিত্রগ্রহণ শুরুর পরিকল্পনা করা হয়। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল মুন্সিগঞ্জ[31], সুন্দরবনের মান্দারবাড়ি চর, বঙ্গবন্ধু চর, পত্নীর চর, কটকার চর এবং বঙ্গপোসাগরের গভীর সমুদ্রে চিত্রগ্রহণের পরিকল্পনা করা হয়।[8][13][23][33] চলচ্চিত্রের চিত্রগ্রহণ শুরুর পূর্বে সুন্দরবনের দৃশ্যগুলির জন্য দ্বিতীয় বার মহড়া করা হয়।[34][35]
কুশীলব
অভিনয় শিল্পী
উল্লেখযোগ্য চরিত্র সমূহ হলো-
- সিয়াম আহমেদ - মেজর সায়েম। একজন র্যাব কর্মকর্তা। এই চরিত্রে রূপদানের জন্য সিয়াম আহমেদ র্যাব সদর দপ্তরে কয়েকটি কর্মশালায় অংশ নেন।[8][23]
- নুসরাত ফারিয়া - তানিয়া কবির, একজন বাঘ গবেষক।[12]
- জিয়াউল রোশান - লে. কমান্ডার রিশান।
- রিয়াজ - ইশতিয়াক আহমেদ, ব্যাটালিয়ান কমান্ডার।[31][38] এই চরিত্রের মাধ্যমে চার বছর পর রিয়াজ বড়পর্দায় ফিরলেন।[10]
- মনোজ প্রামাণিক - সাজু।
- সামিনা বাশার - পাখি, এটা একজন গ্রামের মেয়ের চরিত্র।[39]
- শতাব্দী ওয়াদুদ -
- তাসকিন রহমান - রকিব
- দিপু ইমাম - টাই হারুন[40][41]
তথ্যসুত্র
- "'None will be spared to keep Sundarbans free from robbers'"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।
- "Dipankar Dipon to make film on RAB"। Dhaka Tribune। ২০১৯-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- "'অপারেশন সুন্দরবন' ছবির আনুষ্ঠানিক ঘোষণা"। মানবজমিন। ২০১৯-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- "এবার র্যাবের অভিযান নিয়ে চলচ্চিত্র 'অপারেশন সুন্দরবন'"। কালের কণ্ঠ। ২০১৯-০৬-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- "'অপারেশন সুন্দরবন'-এর কলাকুশলীদের সামনে আনছেন পরিচালক"। দেশ রূপান্তর। ২০১৯-১০-৩১। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- "সুন্দরবনে র্যাবের অভিযানের গল্প সিনেমায়"। The Daily Star Bangla। ২০১৯-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- "সুন্দরবনে র্যাবের অভিযানের গল্প সিনেমায়"। দ্য ডেইলি স্টার অনলাইন। ২০১৯-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- "জলদস্যুদের সামনে সিনেমার শিল্পীরা"। প্রথম আলো। ২০১৯-১০-৩১। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- "'ঢাকা অ্যাটাক'-এর পর 'অপারেশন সুন্দরবন'"। প্রথম আলো। ২০১৯-০৬-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- "দীপনের অপারেশন সুন্দরবন-এ সামিনা"। বাংলাদেশ প্রতিদিন। ২০১৯-১১-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।
- "দুই বছর গবেষণার ফল দীপনের 'অপারেশন সুন্দরবন'"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- "নুসরাত ফারিয়া এবার বাঘ গবেষক!"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১১-০১। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৭।
- "তারকাবহুল 'অপারেশন সুন্দরবন'"। দেশ রূপান্তর। ২০১৯-১১-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৬।
- "র্যাবের অভিযান নিয়ে দীপনের ছবি 'অপারেশন সুন্দরবন'"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-০৬-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- "আসছে ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার 'অপারেশন সুন্দরবন'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০২।
- "'অপারেশন সুন্দরবন' আসছে আগামী ঈদুল আজহায়"। banglanews24.com। ২০১৯-১১-০১। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।
- "'অপারেশন সুন্দরবন' চলচ্চিত্রের লোগো ও পোস্টার উন্মোচন"। জনকন্ঠ। ২০১৯-১১-০৩। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।
- "আসছে অ্যাকশন থ্রিলার 'অপারেশন সুন্দরবন'"। বৈশাখী টেলিভিশন। ২০১৯-১১-০৩। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১০।
- "র্যাব নিয়ে সিনেমা বানাচ্ছেন দীপন"। Dhaka Tribune Bangla। ২০১৯-০৬-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- "দীপনের নতুন ছবি 'অপারেশন সুন্দরবন'"। www.dainikamadershomoy.com। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- "দীপঙ্কর দীপনের নতুন দুই ছবিতে তাসকিন"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১০-০৬। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- "সিনেমায় ফিরছেন রিয়াজ"। Sarabangla.net। ২০১৯-১০-৩১। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- "ব্লকবাস্টার একটি ছবি হবে 'অপারেশন সুন্দরবন'"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১১-০১। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।
- "নায়ক-নায়িকা নিয়ে সুন্দরবনে মহরত"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- "'অপারেশন সুন্দরবন' ছবির শিল্পীদের পরিচয়পর্ব কাল"। NTV Online। ২০১৯-১০-৩১। ২০১৯-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১।
- "অপারেশন সুন্দরবন: র্যাব চরিত্রে অভিনেতা খুঁজছেন নির্মাতা"। দেশ রূপান্তর। ২০১৯-১১-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৬।
- "'এটা আমার কাছে বড় প্রাপ্তি'"। মানবজমিন। ২০১৯-১১-১৬। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৬।
- "জলদস্যুদের নিয়ে থ্রিলার 'অপারেশন সুন্দরবন'"। The Daily Star Bangla। ২০১৯-১১-০৫। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১১।
- "Shooting for 'Operation Sundarban' to start from December"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-০৪। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭।
- "র্যাবের প্রশিক্ষণ নিলেন রিয়াজ-সিয়াম-রোশান"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১২-০৬। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০।
- "র্যাবের প্রশিক্ষণ নিলেন তিন নায়ক"। মানবজমিন। ২০১৯-১২-০৬। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০।
- "রিয়াজ ও সিয়ামের লুকে আসতে যাচ্ছে 'অপারেশন সুন্দরবন' | Showbiz Tonight"। youtube। ২০১৯-১১-১৬। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৬।
- "'অপারেশন সুন্দরবন'-এ জুটি বাঁধছেন মনোজ-সামিনা"। somoynews.tv। ২০১৯-১১-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।
- "সুন্দরবনে শুরু হলো দীপনের অপারেশন!"। Bangla Tribune। ২০১৯-১২-২০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২২।
- "ছবির মহড়া করাচ্ছে র্যাব"। প্রথম আলো। ২০১৯-১২-২০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২২।
- "শৈত্যপ্রবাহ তবু শুটিং"। Kalerkantho। ২০১৯-১২-২০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২২।
- "সাতক্ষীরায় 'অপারেশন সুন্দরবন'র শুটিং শুরু"। banglanews24.com। ২০১৯-১২-২০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২২।
- "র্যাবের কমান্ডিং অফিসার রিয়াজ"। www.dainikamadershomoy.com। ২০১৯-১১-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩।
- "শুরুতেই দুই সিনেমা"। মানবজমিন। ২০১৯-১১-০৪। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৬।
- "৫ সিনেমাতে দিপু ইমাম"। print.thesangbad.net। ২০১৯-১২-১০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৯।
- "দুই ঈদে বড়পর্দায় দিপু ইমাম"। দেশ রূপান্তর। ২০১৯-১২-১৫। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৯।