অপারেশন সুন্দরবন

অপারেশন সুন্দরবন (ইংরেজিঃ Operation Sundarbans[1]) বাংলাদেশের একটি নির্মাণাধীন রোমাঞ্চকর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসুন্দরবনকে জলদুস্য মুক্ত করার অভিযান নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করছেন দীপংকর সেনগুপ্ত দীপন।[2] এটা হবে বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনীচিত্র।[3] র‍্যাব ওয়েলফেয়ার কোওপারেটিভ সোসাইটি লিমিটেড-এর অর্থায়নে চলচ্চিত্রটি প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড।[4][5] এটা দীপংকর দীপনের দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণ।[6]

অপারেশন সুন্দরবন
'অপারেশন সুন্দরবন' চলচ্চিত্রের আনুষ্ঠানিক পোস্টার
পরিচালকদীপংকর সেনগুপ্ত দীপন
প্রযোজকথ্রি হুইলারস লিমিটেড
র‍্যাব ওয়েলফেয়ার কোওপারেটিভ সোসাইটি লিমিটেড
রচয়িতাগবেষণা উন্নয়ন একটি দল (আরডিটি)
চিত্রনাট্যকারদীপংকর সেনগুপ্ত দীপন
নাজিম-উদ-দৌলা
শ্রেষ্ঠাংশে
চিত্রগ্রাহকসৌভিক বসু
সম্পাদকমোহাম্মদ কালাম
প্রযোজনা
কোম্পানি
থ্রি হুইলারস লিমিটেড
র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড
পরিবেশকথ্রি হুইলারস লিমিটেড
মুক্তিঈদ-উল আজহা ২০২০(প্রস্তাবিত)
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা
নির্মাণব্যয়৪ কোটি টাকা

প্রাক-প্রযোজনা

“বিশ্বের সবচেয়ে বড় প্যারাবন সুন্দরবনে একসময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিলো। এটি ছিলো সাধারণ মানুষের জন্য ভয়ের একটি জায়গা। এখন সুন্দরবন দস্যুশূন্য। এটি সম্ভব হয়েছে র‌্যাবের চৌকস বাহিনীর একের পর এক দুঃসাহসিক অভিযানের কারণে। সেই সব অভিযান নিয়েই আমার নতুন ছবি।”

—দ্য ডেইলি স্টার অনলাইনকে দীপঙ্কর দীপন[7]

উন্নয়ন

এপ্রিল,২০১৮ তে চলচ্চিত্রটি পরিচালনার জন্য র‍্যাব কর্তৃক দীপংকর দীপনকে প্রস্তাব দেয়া হয়।[8] চলচ্চিত্রটি নির্মাণের পূর্বে দীপংকর দীপন সুন্দরবন নিয়ে দেড় বছর গবেষণা করেন।[9][10] গবেষণা উন্নয়ন একটি দল (আরডিটি) গল্প রচনা করে।[8] চিত্রনাট্য রচনার জন্য তিনি নাজিম-উদ-দৌলাকে মনোনীত করেন।[11][12][13] ১৩ জুন, ২০১৯ তারিখে চলচ্চিত্রটি নির্মাণের ঘোষণা দেয়া হয়।[6][14] নির্মাণের জন্য অনুমিত বাজেট চার কোটি টাকা নির্ধারণ করা হয়। চিত্রনাট্যের ৭০ভাগ চিত্রগ্রহণ সুন্দরবন করার জন্য বনের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন দীপন।[9] এই চলচ্চিত্রের আয় আত্মসমর্পণ করা বনদস্যু ও দস্যুদের দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে ব্যবহারের ঘোষণা দেয়া হয়।[15][16][17][18] ২০২০ সালের ঈদুল আজহায় চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা করা হয়।[19][20]

অভিনয় শিল্পী নির্বাচন

প্রাথমিক ভাবে নুসরাত ফারিয়া, জিয়াউল হক রোশান, সিয়াম আহমেদ, তাসকিন রহমান[21], রিয়াজ[22], সামিনা বাশার, মনোজ প্রামানিক, দীপু ইমাম, শেখ এহসানুর রহমান[23] কে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি পরিচালক গোপন রাখেন।[24] 'অপারেশন সুন্দবন'-এর মাধ্যমে সামিনা বাশার চলচ্চিত্রে অভিষিক্ত হন[10] ১ নভেম্বর, ২০১৯ তারিখে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে সুন্দরবন জলদুস্য মুক্ত হওয়ার প্রথম বর্ষপূর্তিতে 'অপারেশন সুন্দরবন'-এর লোগো, পোস্টার প্রকাশ ও অভিনয় শিল্পীদের পরিচয় করিয়ে দেয়া হয়।[1][5][8][25] ১৬ নভেম্বর, ২০১৯ দীপংকর দীপন র‍্যাব সংশ্লিষ্ট প্বার্শ চরিত্রে অভিনয় করার জন্য নতুন অভিনেতা খুঁজতে ফেসবুকে বিজ্ঞাপন দেন।[26] একই সময় শতাব্দী ওয়াদুদ এই চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে নিশ্চিত করেন।[27]

নির্মাণ

প্রাক-নির্মাণ

চিত্রগ্রহণের পূর্বে অভিনয় শিল্পীদের নিয়ে চিত্রনাট্য অনুযায়ী মহড়া দেয়া হয়।[28][29] র‍্যাব সংশ্লিষ্ট চরিত্র সমূহ আত্মস্ত করার জন্য ১৪ থেকে ১৬ নভেম্বর, ২০১৯ সিয়াম, রোশান ও রিয়াজ র‍্যাবের প্রশিক্ষণ স্কুলে প্রশিক্ষণ নেন।[30][31] ফেসবুকে র‍্যাব-এর পোশাক পরিহিত রিয়াজ ও সিয়ামের 'ফার্স্ট লুক' প্রকাশ হওয়া নিয়ে যমুনা টেলিভিশন প্রতিবেদন প্রকাশ করে।[32] মহরত অনুষ্ঠানের পর ১০ ডিসেম্বর, ২০১৯ হতে চিত্রগ্রহণ শুরুর পরিকল্পনা করা হয়। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল মুন্সিগঞ্জ[31], সুন্দরবনের মান্দারবাড়ি চর, বঙ্গবন্ধু চর, পত্নীর চর, কটকার চর এবং বঙ্গপোসাগরের গভীর সমুদ্রে চিত্রগ্রহণের পরিকল্পনা করা হয়।[8][13][23][33] চলচ্চিত্রের চিত্রগ্রহণ শুরুর পূর্বে সুন্দরবনের দৃশ্যগুলির জন্য দ্বিতীয় বার মহড়া করা হয়।[34][35]

চিত্রগ্রহণ

২০ ডিসেম্বর, ২০১৯ হতে সাতক্ষীরার মুন্সিগঞ্জ ইউনিয়নের বুড়ি গোয়ালিনী এলাকায় সিয়াম, মনোজ প্রামাণিক ও সামিনা বাশারকে নিয়ে প্রথম ধাপের চিত্রগ্রহণ শুরু হয়।[34][36][37]

কুশীলব

অভিনয় শিল্পী

উল্লেখযোগ্য চরিত্র সমূহ হলো-

  1. সিয়াম আহমেদ - মেজর সায়েম। একজন র‍্যাব কর্মকর্তা। এই চরিত্রে রূপদানের জন্য সিয়াম আহমেদ র‍্যাব সদর দপ্তরে কয়েকটি কর্মশালায় অংশ নেন।[8][23]
  2. নুসরাত ফারিয়া - তানিয়া কবির, একজন বাঘ গবেষক।[12]
  3. জিয়াউল রোশান - লে. কমান্ডার রিশান।
  4. রিয়াজ - ইশতিয়াক আহমেদ, ব্যাটালিয়ান কমান্ডার।[31][38] এই চরিত্রের মাধ্যমে চার বছর পর রিয়াজ বড়পর্দায় ফিরলেন।[10]
  5. মনোজ প্রামাণিক - সাজু।
  6. সামিনা বাশার - পাখি, এটা একজন গ্রামের মেয়ের চরিত্র।[39]
  7. শতাব্দী ওয়াদুদ -
  8. তাসকিন রহমান - রকিব
  9. দিপু ইমাম - টাই হারুন[40][41]

তথ্যসুত্র

  1. "'None will be spared to keep Sundarbans free from robbers'"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩
  2. "Dipankar Dipon to make film on RAB"Dhaka Tribune। ২০১৯-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১
  3. "'অপারেশন সুন্দরবন' ছবির আনুষ্ঠানিক ঘোষণা"মানবজমিন। ২০১৯-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১
  4. "এবার র‍্যাবের অভিযান নিয়ে চলচ্চিত্র 'অপারেশন সুন্দরবন'"কালের কণ্ঠ। ২০১৯-০৬-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১
  5. "'অপারেশন সুন্দরবন'-এর কলাকুশলীদের সামনে আনছেন পরিচালক"দেশ রূপান্তর। ২০১৯-১০-৩১। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১
  6. "সুন্দরবনে র‌্যাবের অভিযানের গল্প সিনেমায়"The Daily Star Bangla। ২০১৯-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১
  7. "সুন্দরবনে র‌্যাবের অভিযানের গল্প সিনেমায়"দ্য ডেইলি স্টার অনলাইন। ২০১৯-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১
  8. "জলদস্যুদের সামনে সিনেমার শিল্পীরা"প্রথম আলো। ২০১৯-১০-৩১। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১
  9. "'ঢাকা অ্যাটাক'-এর পর 'অপারেশন সুন্দরবন'"প্রথম আলো। ২০১৯-০৬-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১
  10. "দীপনের অপারেশন সুন্দরবন-এ সামিনা"বাংলাদেশ প্রতিদিন। ২০১৯-১১-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩
  11. "দুই বছর গবেষণার ফল দীপনের 'অপারেশন সুন্দরবন'"বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১
  12. "নুসরাত ফারিয়া এবার বাঘ গবেষক!"চ্যানেল আই অনলাইন। ২০১৯-১১-০১। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৭
  13. "তারকাবহুল 'অপারেশন সুন্দরবন'"দেশ রূপান্তর। ২০১৯-১১-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৬
  14. "র‌্যাবের অভিযান নিয়ে দীপনের ছবি 'অপারেশন সুন্দরবন'"চ্যানেল আই অনলাইন। ২০১৯-০৬-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১
  15. "আসছে ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার 'অপারেশন সুন্দরবন'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০২
  16. "'অপারেশন সুন্দরবন' আসছে আগামী ঈদুল আজহায়"banglanews24.com। ২০১৯-১১-০১। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩
  17. "'অপারেশন সুন্দরবন' চলচ্চিত্রের লোগো ও পোস্টার উন্মোচন"জনকন্ঠ। ২০১৯-১১-০৩। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩
  18. "আসছে অ্যাকশন থ্রিলার 'অপারেশন সুন্দরবন'"বৈশাখী টেলিভিশন। ২০১৯-১১-০৩। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১০
  19. "র‌্যাব নিয়ে সিনেমা বানাচ্ছেন দীপন"Dhaka Tribune Bangla। ২০১৯-০৬-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১
  20. "দীপনের নতুন ছবি 'অপারেশন সুন্দরবন'"www.dainikamadershomoy.com। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১
  21. "দীপঙ্কর দীপনের নতুন দুই ছবিতে তাসকিন"চ্যানেল আই অনলাইন। ২০১৯-১০-০৬। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১
  22. "সিনেমায় ফিরছেন রিয়াজ"Sarabangla.net। ২০১৯-১০-৩১। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১
  23. "ব্লকবাস্টার একটি ছবি হবে 'অপারেশন সুন্দরবন'"চ্যানেল আই অনলাইন। ২০১৯-১১-০১। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩
  24. "নায়ক-নায়িকা নিয়ে সুন্দরবনে মহরত"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১
  25. "'অপারেশন সুন্দরবন' ছবির শিল্পীদের পরিচয়পর্ব কাল"NTV Online। ২০১৯-১০-৩১। ২০১৯-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১
  26. "অপারেশন সুন্দরবন: র‌্যাব চরিত্রে অভিনেতা খুঁজছেন নির্মাতা"দেশ রূপান্তর। ২০১৯-১১-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৬
  27. "'এটা আমার কাছে বড় প্রাপ্তি'"মানবজমিন। ২০১৯-১১-১৬। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৬
  28. "জলদস্যুদের নিয়ে থ্রিলার 'অপারেশন সুন্দরবন'"The Daily Star Bangla। ২০১৯-১১-০৫। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১১
  29. "Shooting for 'Operation Sundarban' to start from December"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-০৪। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭
  30. "র‍্যাবের প্রশিক্ষণ নিলেন রিয়াজ-সিয়াম-রোশান"চ্যানেল আই অনলাইন। ২০১৯-১২-০৬। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০
  31. "র‌্যাবের প্রশিক্ষণ নিলেন তিন নায়ক"মানবজমিন। ২০১৯-১২-০৬। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০
  32. "রিয়াজ ও সিয়ামের লুকে আসতে যাচ্ছে 'অপারেশন সুন্দরবন' | Showbiz Tonight"youtube। ২০১৯-১১-১৬। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৬
  33. "'অপারেশন সুন্দরবন'-এ জুটি বাঁধছেন মনোজ-সামিনা"somoynews.tv। ২০১৯-১১-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩
  34. "সুন্দরবনে শুরু হলো দীপনের অপারেশন!"Bangla Tribune। ২০১৯-১২-২০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২২
  35. "ছবির মহড়া করাচ্ছে র‌্যাব"প্রথম আলো। ২০১৯-১২-২০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২২
  36. "শৈত্যপ্রবাহ তবু শুটিং"Kalerkantho। ২০১৯-১২-২০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২২
  37. "সাতক্ষীরায় 'অপারেশন সুন্দরবন'র শুটিং শুরু"banglanews24.com। ২০১৯-১২-২০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২২
  38. "র‌্যাবের কমান্ডিং অফিসার রিয়াজ"www.dainikamadershomoy.com। ২০১৯-১১-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৩
  39. "শুরুতেই দুই সিনেমা"মানবজমিন। ২০১৯-১১-০৪। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৬
  40. "৫ সিনেমাতে দিপু ইমাম"print.thesangbad.net। ২০১৯-১২-১০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৯
  41. "দুই ঈদে বড়পর্দায় দিপু ইমাম"দেশ রূপান্তর। ২০১৯-১২-১৫। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.