তাসকিন রহমান
তাসকিন রহমান (জন্ম: ২০ আগস্ট[1] ১৯৮৭) একজন অস্ট্রেলিয়-বাংলাদেশি[2] অভিনেতা, গায়ক ও চিত্রশিল্পী।[3] তিনি ঢাকার গুলশানে জন্ম গ্রহণ করেন। গুলশানে তার শৈশব ও কৈশর কাটে। উচ্চ শিক্ষার জন্য ২০০২ সাল হতে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস শুরু করেন।[4] চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০১৭ সালে বাংলাদেশে আসেন। ২০১৭ সালের ঢাকা অ্যাটাক চলচ্চিত্রে খলনায়কের ভূমিকায় অভিনয়ের জন্য পরিচিতি পান। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত অভিনয় শিল্পী।[5] অভিনয়ের পাশাপাশি চিত্রশিল্পী হিসেবেও তিনি সুনাম কুড়িয়েছেন। ২০১৫ ও ২০১৭ সালের মার্চ মাসে সিডনিতে তার তৈলচিত্রের প্রদর্শনী হয়েছে।[3]
তাসকিন রহমান | |
---|---|
![]() | |
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশি, অস্ট্রেলিয় |
নাগরিকত্ব | ![]() ![]() |
পেশা | অভিনেতা,গায়ক, চিত্রশিল্পী |
কার্যকাল | ২০১৭-বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | ঢাকা অ্যাটাক |
দাম্পত্য সঙ্গী | নুসরাত(২০১৭) জান্নাতুল ফেরদৌস চেরি(১০ জুন, ২০১৯- বর্তমান) |
পিতা-মাতা |
|
পরিবার | তানিম রহমান অংশু (বড় ভাই) |
পুরস্কার | ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার ২০১৯ |
কর্মজীবন
শিশু শিল্পী(১৯৯০-২০০২)
তাসকিন শিশু শিল্পী হিসেবে টিভি নাটকে অভিনয় শুরু করেন। ৯ বছর বয়সে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি অনুষ্ঠানে অভিনয় ও গানের জন্য পুরস্কার পেয়েছেন।[2] ১৯৯০ সালে নাট্য ব্যক্তিত্ব হুমায়ুন ফরীদির সাথে বাংলাদেশ টেলিভিশনের 'শীতের পাখি' নামক নাটকে প্রথম অভিনয় করেন।[4] কৈশোরে ১০টি নাটকে অভিনয় করেছেন। আমিন খান অভিনীত ১৯৯৫ সালের 'হৃদয় আমার' চলচ্চিত্রে শিশু শিল্পীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়।[3][6]
প্রবাসে শিক্ষা ও চাকুরী(২০০২-২০১৭)
২০০২ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে উচ্চ শিক্ষার জন্য গমন করেন। পড়ালেখা শেষ করে সিডনিতে অস্ট্রেলিয়া সরকারের অধীনে কারেকটিভ সার্ভিসের ক্রাইম স্টপ ডিভিশনে কর্মরত ছিলেন।[3]
চলচ্চিত্রে নিয়মিত অভিনয়(২০১৭- বর্তমান)
পরিণত বয়সে ঢাকা অ্যাটাক চলচ্চিত্রের খলচরিত্রে রূপদানের মাধ্যমে তিনি পুনরায় অভিনয় শুরু করেন।[5]
ব্যক্তিগত ও শিক্ষা জীবন
তাসকিনের বাবা আনিসুর রহমান বাংলাদেশ টেলিভিশনের গীতিকার। তার ভাই তানিম রহমান অংশু টিভি নাটক, চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মাতা। তিনি ২০০২ সালে সিডনিতে উচ্চ শিক্ষার জন্য গমন করেন। তিনি ফরেনসিক সায়েন্সে স্নাতক করেছেন। ব্যবসা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করেছেন। তাঁর ব্যবসায় প্রশাসন-এ ডিপ্লোমা রয়েছে। স্নায়ু বিদ্যায় পিএইচডি অর্জনের জন্য তিনি গবেষণা করেছেন।[3] তিনি ২০১৭ সালে নুসরাতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নুসরাতের সাথে বিচ্ছেদের পর ২০১৯ সালের ১০ জুন জান্নাতুল ফেরদৌস চেরিকে বিয়ে করেন।[7]
'ফিল্মোগ্রাফি'
চলচ্চিত্রের তালিকা
বছর | চলচ্চিত্রের শিরোনাম | ভূমিকা | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
১৯৯৪ | হৃদয় আমার | শিশু শিল্পী[3] | ||
২০১৭ | ঢাকা অ্যাটাক | জিসান | দীপংকর সেনগুপ্ত দীপন | |
২০১৮ | আদি | তানিম রহমান অংশু | আসন্ন চলচ্চিত্র | |
অপারেশন অগ্নিপথ | আশিকুর রহমান | আসন্ন চলচ্চিত্র | ||
মৃত্যুপুরী | জায়েদ রিজওয়ান | আসন্ন চলচ্চিত্র | ||
সুলতানঃ দ্য সেভিয়ার | উমাং | রাজা চন্দ | ||
২০১৯ | যদি একদিন | মুহাম্মদ মোস্তফা কামাল রাজ | ||
বয়ফ্রেন্ড | উত্তম আকাশ | |||
মিশন এক্সট্রিম | ফয়সাল আহমেদ | আসন্ন চলচ্চিত্র | ||
শান | ||||
অপারেশন সুন্দরবন | দীপংকর সেনগুপ্ত দীপন | নির্মাণাধীন | ||
ক্যাসিনো | সৈকত নাসির | |||
ওস্তাদ[8] | চন্দন | সাইফ চন্দন |
'মিউজিক ভিডিও'
ক্রম | মুক্তির তারিখ | গানের শিরোনাম | সঙ্গীত শিল্পী | গীতিকার | সুরকার | নির্মাতা | সহ শিল্পী | সুত্র |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ৪ ফেব্রুয়ারি,২০১৮ | বলে দাও | অদিত রহমান | সোহেল আরমান | দোলা, অদিত ও হাসিব | তানিম আহমেদ অংশু | শেহতাজ মুনিরা হাশেম | [9] |
২ | ১১ মে, ২০১৯ | বায়না | ফয়সাল রদ্দি,
রকিবুল হাসান রাহুল |
অদিত রহমান | এ কে পরাগ ও
ভাষ্কর জনি |
মনির খান শিমুল,
সারিকা সাবাহ |
[10][11][12] |
স্বীকৃতি, পুরষ্কার ও সম্মাননা
বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০১৮ | মেরিল-প্রথম আলো পুরস্কার | শ্রেষ্ঠ নবাগত অভিনয়শিল্পী | ঢাকা অ্যাটাক | বিজয়ী | [13] |
২০১৯ | ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার | বিশেষ জুরি পুরস্কার | যদি একদিন | বিজয়ী | [14] |
তথ্যসূত্র
- "একই সিনেমায় তাসকিন ও পূজা চেরী"। Bhorer Kagoj। ২০১৯-০৮-২০। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮।
- "আমি এর শেষ দেখতে চাই: তাসকিন"। সমকাল। ২০১৯-১১-২৯। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৮।
- "দুর্ধর্ষ তাসকিন"। Kalerkantho। ২০১৭-১০-১২। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮।
- "Taskeen Rahman: The villain in talks"। www.dhakatribune.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৭।
- কাদের, মনজুর (৯ অক্টোবর ২০১৭)। "'ঢাকা অ্যাটাক' দিয়েই আলোচিত তাসকিন"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৭।
- "আজ তাসকিন রহমানের জন্মদিন"। Ekushey TV। ২০১৯-০৮-২০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২২।
- "তাসকিন আবারও বিয়ে করলেন"। সমকাল। ২০১৯-০৬-২০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৮।
- "তাসকিন–রোশানের সিনেমা 'ওস্তাদ'"। প্রথম আলো। ২০১৯-১২-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৩।
- "রোমান্টিক তাসকিন, সঙ্গে শাহতাজ"। Bangla Tribune। ২০১৮-০২-০৮। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৮।
- "আবারও মিউজিক ভিডিওতে তাসকিন"। Jugantor। ২০১৯-০৫-১০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৮।
- "Adit | বায়না | Baayna – Official Music Video | Taskeen | Shimul | Saberi Alam | Sarika Saba | 2019"। youtube। ২০১৯-০৫-১১। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৮।
- "মাকে নিয়ে অদিতের 'বায়না'"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-০৫-০৯। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৮।
- "পাঠক জরিপে চলচ্চিত্রে সেরা তাঁরা"। প্রথম আলো। ২০১৮-০৩-৩০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৯।
- "প্রথম ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ঢাকায় চাঁদের হাট, পেলেন কারা? দেখে নিন..."। এইসময়। ২২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে তাসকিন রহমান সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- তাসকিন রহমানের ইউটিউব চ্যানেল
- বাংলা মুভি ডেটাবেজে তাসকিন রহমান