যদি একদিন

যদি একদিন ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র।[1] ছবিটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও প্রযোজনা করেছেন বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড[2] চিত্রনাট্য লিখেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং আসাদ জামান।[3] এই চলচ্চিত্রে মূল চরিত্রগুলোতে অভিনয় করছেন তাহসান রহমান খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তাসকিন রহমান ও শিশুশিল্পী আফরীন শিখা।[2] ‘যদি একদিন’ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি।

যদি একদিন
যদি একদিন চলচ্চিত্রের পোস্টার
পরিচালকমুহাম্মদ মোস্তফা কামাল রাজ
প্রযোজক
  • বেঙ্গল মাল্টিমিডিয়া
চিত্রনাট্যকার
কাহিনীকারমুহাম্মদ মোস্তফা কামাল রাজ
সুরকারনাভেদ পারভেজ
আবহসঙ্গীত:
নাভেদ পারভেজ
সম্পাদকমোঃকালাম
প্রযোজনা
কোম্পানি
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড
সিনেমাওয়ালা
পরিবেশকবেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

শ্রেষ্ঠাংশে

কাহিনী সংক্ষেপে

ছবিটির গল্প একটি পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এতে বাবা-মেয়ের অন্য রকম স্নেহ-ভালোবাসা গল্প তুলে ধরা হয়েছে। সিনেমায় বাবা ফয়সালের চরিত্রে অভিনয় করেছেন তাহসান ও মেয়ে রূপকথার চরিত্রে আফরীন শিখা।

সঙ্গীত

যদি একদিন চলচ্চিত্রের সংগীত পরিচালনা এবং ছবির আবহসংগীত করেছেন নাভেদ পারভেজ। গান তৈরি করেছেন হৃদয় খান, ইমরান ও নাভেদ পারভেজ।

মুক্তি

শুরুতে ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই চলচ্চিত্রটি।[7]

পুরস্কার

পুরস্কার আয়োজনের তারিখ বিভাগ মনোনীত ফলাফল
ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার ২১ অক্টোবর ২০১৯[8] শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হৃদয় খান বিজয়ী
বিশেষ জুরি পুরস্কার তাসকিন রহমান বিজয়ী

তথ্যসূত্র

  1. "যদি একদিন: ঢাকায় শ্রাবন্তী, কাঁদলেন শবনম"banglatribune.com। ২০১৯-০৩-০৮। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৯
  2. "একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন তাহসান"। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৮
  3. "'যদি একদিন' ছবির নায়িকা কলকাতার শ্রাবন্তী । বিনোদন"। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৮
  4. "'যদি একদিন' চলচ্চিত্রের নায়ক তাহসান"bdnews24.com। ২০১৮-০১-০১। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৮
  5. "'যদি একদিন'র শেষ লটের শুটিংয়ে তাহসান-শ্রাবন্তী । বিনোদন"আরটিভি অনলাইনসংগ্রহের-তারিখ=১ জুলাই ২০১৮
  6. "'বাবা-মাকে আঙ্কেল-আন্টি ডেকেছি'"NTV Online। ২০১৮-০৪-১৬। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১১
  7. "পর্দার কান্নায় কেঁদেছেন দর্শক"। ২০১৯-০৩-০৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১০
  8. "প্রথম ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ঢাকায় চাঁদের হাট, পেলেন কারা? দেখে নিন..."এইসময়। ২২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.