অপারেশন অগ্নিপথ
অপারেশন অগ্নিপথ হচ্ছে একটি বাংলাদেশী অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আশিকুর রহমান ও ভারটেক্স প্রোডাকশন এবং সিনেফেক্ট এন্টারটেনমেন্টের ব্যানারে প্রযোজিত।[2] চলচ্চিত্রটিতে বাংলাদেশী সুপারস্টার শাকিব খান, শিবা আলী খান, সৈয়লালউদ্দিন মহালদার ও মিশা সওদাগর প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।[3] চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেছেন ডাব্বু ঘোষাল, আকাশ সেন ও ইমরান মাহমুদুল।
অপারেশন অগ্নিপথ | |
---|---|
![]() অপারেশন অগ্নিপথ-এর অফিসিয়াল পোস্টার | |
পরিচালক | আশিকুর রহমান |
চিত্রনাট্যকার | আশিকুর রহমান |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | |
চিত্রগ্রাহক | আশিকুর রহমান |
প্রযোজনা কোম্পানি | ভারটেক্স প্রডাকশন |
পরিবেশক | ভারটেক্স প্রডাকশন সিনেফেক্ট এন্টারটেইনমেন্ট লাইভ টেকনোলজিস |
মুক্তি | ঘোষিত হবে |
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি মেজর শেহজাদ খান ও সিক্রেট সার্ভিস বাংলাদেশ (এসএসবি) এজেন্ট সৈয়লালউদ্দীনকে ঘিরে, জুলফিকার মির্জাকে হত্যা করে, যিনি বাংলাদেশে ব্যাপক সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছেন। চলচ্চিত্রটির কাহিনী এসএসবি’র গুপ্তচরবৃত্তি অভিযান এবং অস্ট্রেলিয়ায় জুলফিকার মির্জা হত্যাকান্ড ঘটনাটি কেন্দ্র করে গড়ে উঠে। ২০১৬ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার সিডনিতে চলচ্চিত্রের আনুষ্ঠানিকভাবে প্রিন্সিপাল ফটোগ্রাফি সেপ্টেম্বর শুরু হয়। চলচ্চিত্রটি ২০১৭ সালের ২৩ ডিসেম্বর মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু এখন ২০১৯ সাল পর্যন্ত বিলম্বিত হচ্ছে।
অভিনয়
- শাকিব খান – ক্যাপ্টেন শেহজাদ খান রানা
- শিবা আলী খান – রাইমা [4]
- মিশা সাওদগর – জুলফিকার মির্জা
- টাইগার রবি – প্রাক্তন "ক্যাপ্টেন আফগান"
- তাসকিন রহমান
- সৈয়লালউদ্দিন মহলদার, (ভারতীয় পশ্চিমবঙ্গের চলচ্চিত্র অভিনেতা)
সঙ্গীত
অপারেশন অগ্নিপথ | |
---|---|
ডাব্বু, আকাশ, ইমরান মাহমুদুল এবং আলী আকরাম শুভ কর্তৃক সঙ্গীত | |
মুক্তির তারিখ | ২০১৯ |
শব্দধারণের সময় | ২০১৮ |
শব্দধারণকেন্দ্র | ভারটেক্স প্রডাকশন |
ঘরানা | চলচ্চিত্রের সঙ্গীত |
অপারেশন অগ্নিপথ থেকে একক গান |
নং. | শিরোনাম | দৈর্ঘ্য |
---|
তথ্যসূত্র
- "Operation Agnipath Bangla Movie By Shakib Khan 2016"। allnewsview.com। ২০১৬-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২৬।
- "Operation Agneepath - Shakib Khan Bangla Full Movie"। banglamovies24.com। ২০১৬-১০-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২৬।
- "Shooting- Operation Agneepath"। dhally24.com। ২০১৬-১০-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২৬।
- "শাকিব-শিবার 'অপারেশন অগ্নিপথ'"। abnews24.com। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২৬।