ক্যাসিনো (চলচ্চিত্র)
ক্যাসিনো একটি নির্মাণাধীন বাংলাদেশী রোমাঞ্চকর[1] পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আব্দুল্লাহ জহির বাবুর গল্প অনুযায়ী এই চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক সৈকত নাসির[2]। শবনম বুবলি, নিরব হোসেন ও তাসকিন রহমান এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রসমূহে অভিনয় করছেন। এটা সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত প্রথম ছায়াছবি[1] ২০১৬ সালে চলচ্চিত্রে অভিষিক্ত বুবলি, এই প্রথম শাকিব খান ছাড়া ভিন্ন কোন নায়কের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।[3][4][5][6]
ক্যাসিনো | |
---|---|
![]() ক্যাসিনো চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | সৈকত নাসির |
প্রযোজক | রাজীব সারোয়ার |
রচয়িতা | আব্দুল্লাহ জহির বাবু আসাদ জামান |
চিত্রনাট্যকার | সৈকত নাসির |
কাহিনীকার | আব্দুল্লাহ জহির বাবু |
শ্রেষ্ঠাংশে | |
চিত্রগ্রাহক | আকিব রায়হান |
প্রযোজনা কোম্পানি | সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল |
পরিবেশক | সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল |
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
প্রাক-প্রযোজনা
জুলাই, ২০১৯-এ সৈকত নাসির 'ক্যাসিনো' চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা শুরু করেন। পরিচালক আব্দুল্লাহ জহিরের গল্প হতে চিত্রনাট্য তৈরী করার পর, ক্যাসিনো চলচ্চিত্রের নাম নিবন্ধন করা হয়।'ক্যাসিনো' চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা গ্রহণের সময় হতে নিরবের সাথে তার চরিত্র নিয়ে আলোচনা করেন।[1] বুবলি এই সময় শাকিব খানের বিপরীতে 'বীর' চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান 'এসকে ফিল্মস'-এর সাথে চুক্তিবদ্ধ রয়েছেন। নভেম্বর, ২০১৯ হতে 'বীর'-এর চিত্রগ্রহণ শুরু হওয়ার পরিকল্পনা ছিল। বীর-এর চিত্রগ্রহণ শুরুর সময় পিছিয়ে যাওয়ায় বুবলিকে 'ক্যাসিনো'-তে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়।[7] শাকিব খান ছাড়া অন্য কোন অভিনেতার বিপরীতে বুবলী অভিনয় করবেন কিনা, বিষয়টি নিয়ে সৈকত নাসির নিশ্চিত ছিলেন না।[8] এসকে ফিল্মসের অনুমতি নিয়ে ক্যাসিনো চলচ্চিত্রে অভিনয়ের জন্য সম্মতি দেন বুবলি।[1][9] ১০ নভেম্বর, ২০১৯-এ বুবলী, নিরব ও তাসকিন এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।[1]
নির্মাণ
প্রাক-নির্মাণ
মুখ্য চিত্রগ্রহণের জন্য প্রায় এক মাস সময় নিয়ে ৭০জন কর্মীর সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি)-এর জসিম ফ্লোরে ক্যাসিনো, বার, গোয়েন্দা পুলিশ ও ইন্টারপোলের দপ্তরের সেট নির্মাণ করা হয়।[10] পরবর্তীতে ২৪ নভেম্বর, ২০১৯ হতে চিত্রগ্রহণ করার ঘোষণা দেয়া হয়। [11][12][13][14] অধিকাংশ চিত্রগ্রহণ ঢাকাতে করা ছাড়াও ইন্দোনেশিয়ার বালি ও নেপালে ক্যাসিনো'র দৃশ্যধারণ করার ঘোষণা দেয়া হয়।[15][16] চিত্রগ্রহণ শুরু হওয়ার আগে নিরব ও বুবলি মারামারির দৃশ্যে অভিনয়ের জন্য প্রশিক্ষণ নেন।[13]
মুখ্য চিত্রগ্রহণ
ঢাকার পূর্বাচলে '৩০০ ফিট' অঞ্চলে নীলা মার্কেট এর বিপরীতে ফায়ার সার্ভিস এলাকায়[17] ২৪ নভেম্বর, ২০১৯ হতে নিরব, বুবলি ও তাসকিনকে নিয়ে ক্যাসিনো'র চিত্রগ্রহণ শুরু হয়।[18][19][20][21] সৈকত নাসির ২৬ নভেম্বর হতে ৭ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত গোপনীয়তার সাথে বিএফডিসি-র জসিম ফ্লোরে 'ইনডোর' দৃশ্যাবলির চিত্রগ্রহণ করেন।[10][22][23] ২০১৯ সালের মধ্যে সৈকত নাসির ৮০ ভাগ চিত্রগ্রহণ সম্পন্ন করেন।[24]
কুশীলব
অভিনয় শিল্পী
- শবনম বুবলি - একজন 'ক্যাসিনো গার্ল'।[25][26]
- নিরব হোসেন - একজন গোয়েন্দা।[25][26]
- তাসকিন রহমান - যুবরাজ, ক্যাসিনোর পরিচালক[23][27][28]
- সাদিয়া রুবায়েত[29] -
অন্যান্য কলা কুশলী
'ক্যাসিনো' চলচ্চিত্রটি প্রযোজক হচ্ছেন রাজীব সারোয়ার। চিত্র গ্রহণ করছেন আকিব রায়হান। যৌথভাবে সংলাপ রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু এবং আসাদ জামান।[18]
প্রচারণা ও মুক্তি
গণমাধ্যমে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা[30][31][32] দেয়ার সাথে সৈকত নাসির ও নিরব তাদের ফেসবুক পেজে প্রাথমিক প্রচারের জন্য প্রথম বর্ণন বা 'ফার্স্ট লুক' হিসেবে সাকিব শৈখিনের প্রস্তুত করা একটি পোস্টার প্রকাশ করেন, এবং এই চলচ্চিত্র নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে ব্যবহারের জন্য উম্মুক্ত করে দেন[33][34] গল্পের চমক ধরে রাখার স্বার্থে ক্যাসিনো'র 'টিজার', ট্রেইলার ও গান প্রকাশের আগে অভিনয়শিল্পীরা গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ক্যাসিনো'র রূপসজ্জা, স্থিরচিত্র ও চরিত্র অবয়ব প্রকাশ করা হতে বিরত থাকেন।[22][35] তবে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ফেসবুক পাতায় চিত্রগ্রহণের স্থিরচিত্র ও হালনাগাদ খবর প্রকাশ করতে থাকে। প্রচারণার জন্য ৮ডিসেম্বর, ২০১৯-এ তাসকিন অভিনীত চরিত্রটির অবয়ব পোস্টারে প্রকাশিত হয়।[27][28][36] ২০২০ সালের ফেব্রুয়ারি বা মার্চ মাসের যেকোন দিন চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার ঘোষণা করা হয়।[18]
তথ্যসূত্র
- "শাকিবের বাইরে প্রথমবার বুবলী: নতুন ছবি 'ক্যাসিনো', নায়ক নিরব"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১১-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭।
- "Nirab and Bubly in 'Casino'"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-১৮। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৪।
- "শাকিব ছাড়া ক্যাসিনোতে বুবলী"। Bangladesh Pratidin। ২০১৯-১১-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭।
- "বুবলির নায়ক নিরব"। The Daily Star Bangla। ২০১৯-১১-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭।
- "শাকিব ছাড়া বুবলীর পথচলা শুরু"। NTV Online। ২০১৯-১১-১৯। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২০।
- "'ক্যাসিনো' যাত্রা"। www.bhorerkagoj.com। ২০১৯-১১-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৪।
- "শাকিবের অনুমতি নিয়ে নিরবের কাছে বুবলি!"। somoynews.tv। ২০১৯-১১-২৬। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮।
- "শাকিব খান নন, এবার বুবলীর নায়ক নিরব"। প্রথম আলো। ২০১৯-১১-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭।
- "শাকিবের অনুমতি নিয়ে নিরবের কাছে বুবলী!"। NTV Online। ২০১৯-১১-২৬। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮।
- "বিশেষ গোপনীয়তায় এফডিসিতে 'ক্যাসিনো'র শুট"। NTV Online। ২০১৯-১২-০৫। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১১।
- "Bubly's 'Casino'"। Daily Bangladesh (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৪।
- "বুবলীর 'ক্যাসিনো', নায়ক নিরব"। মানবজমিন। ২০১৯-১১-১৮। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৮।
- "এবার ফেসবুকে একসঙ্গে নিরব-বুবলী!"। NTV Online। ২০১৯-১১-১৯। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২০।
- "এই মুহূর্তে বুবলীর তিনটি ইচ্ছে কী, জানেন?"। NTV Online। ২০১৯-১১-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৪।
- "শাকিব খানকে ছেড়ে প্রথমবার বুবলী, নতুন সঙ্গী নিরব"। দেশ রূপান্তর। ২০১৯-১১-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭।
- "এ বছরই শেষ হবে 'ক্যাসিনো'র কাজ!"। বণিক বার্তা। ২০১৯-১১-১৮। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৮।
- "বুবলীকে নিয়ে ক্যাসিনোতে ডুবে আছেন নিরব"। jagonews24.com। ২০১৯-১২-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৪।
- "শুরু হলো নিরব-বুবলীর 'ক্যাসিনো'"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১১-২৪। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৫।
- "বছর শেষে চলচ্চিত্রে সুবাতাস"। প্রথম আলো। ২০১৯-১১-২৫। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৫।
- "বার্তার ক্যামেরায় সাদা তাসকিন"। Barta24। ২০১৯-১২-০১। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৪।
- "দুপুর থেকে সন্ধ্যা নিরব বুবলির গোলাগুলি"। Barta24। ২০১৯-১২-০১। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৪।
- "লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরেছে এফডিসি"। প্রথম আলো। ২০১৯-১১-২৯। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০১।
- "বুবলি নায়িকা নাকি খলনায়িকা, ক্যাসিনো নিয়ে ধোঁয়াশা"। RTV Online। ২০১৯-১২-০৮। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১১।
- "শেষ হচ্ছে নিরব-বুবলীর 'ক্যাসিনো'"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১২-৩০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩১।
- "Actress Bubly signs for "Casino""। Daily Sun (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-২১। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৪।
- "ক্যাসিনোয় চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা বুবলী!"। Jugantor। ২০১৯-১১-২১। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮।
- "তাসকিন এবার 'ক্যাসিনো' ওয়ার্ল্ডের প্রিন্স"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১২-০৯। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১১।
- "তাসকিনের 'ক্যাসিনো'র ফার্স্টলুক প্রকাশ"। banglanews24.com। ২০১৯-১২-০৯। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১১।
- "দুই চলচ্চিত্রে সাদিয়া"। মানবজমিন। ২০১৯-১২-০৯। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১১।
- "বুবলী এবার অন্য কারও"। www.dainikamadershomoy.com। ২০১৯-১১-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭।
- "শাকিব ছাড়াই ক্যাসিনোতে বুবলী"। somoynews.tv। ২০১৯-১১-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭।
- "শাকিব ছাড়াই এবার নতুন ছবিতে বুবলী"। RTV Online। ২০১৯-১১-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭।
- "সৈকত নাসিরের 'ক্যাসিনো' নিরব-বুবলী জুটি"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭।
- "শাকিব খান ছাড়াই বুবলী, নায়ক নিরব!"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭।
- "'ক্যাসিনো'র প্রথম ধাপ শেষে 'বীর'"। মানবজমিন। ২০১৯-১১-৩০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০২।
- "ক্যাসিনোর পোস্টারে শুধুই তাসকিন"। সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৫।