শুটার (২০১৬-এর চলচ্চিত্র)
শুটার বা শ্যূটার ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী 'অ্যাকশন'ধর্মি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। মোহাম্মদ ইকবালের প্রযোজনায়[1] আব্দুল্লাহ জহির বাবু'র সংলাপ ও চিত্রনাট্য অনুযায়ী রাজু চৌধুরী'র পরিচালনায় এই চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান[2] ও শবনম বুবলি।[3] ২০১৬ সালের ঈদুল ফিতরের সপ্তাহে[4] (১২ সেপ্টেম্বর,২০১৬) চলচ্চিত্রটি বাংলাদেশের ১৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[1]
শুটার শ্যুটার | |
---|---|
![]() শুটার চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | রাজু চৌধুরী |
প্রযোজক | মোহাম্মদ ইকবাল |
রচয়িতা | আব্দুল্লাহ জহির বাবু |
চিত্রনাট্যকার | আব্দুল্লাহ জহির বাবু |
শ্রেষ্ঠাংশে | |
পরিবেশক | সুনান মুভিজ |
মুক্তি | ১৩ সেপ্টেম্বর, ২০১৬ |
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
তথ্যসুত্র
- "শাকিব খান ফিল্মসের মতে বুবলীই সেরা"। NTV Online। ২০১৯-১১-০৫। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩১।
- "শুটার ছবির শুটিংয়ে শাকিব খান"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩১।
- "'শুটার'-এও বুবলি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩১।
- "শাকিব-বুবলীর ঈদ"। www.bhorerkagoj.com। ২০১৯-০৮-১০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩১।
বহিঃসংযোগ
- ফেসবুকে শুটার
- বাংলা মুভি ডেটাবেজে শুটার
- ইউটিউবে 'শুটার'-এর আনুষ্ঠানিক ট্রেইলার
- ইন্টারনেট মুভি ডেটাবেজে শুটার (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.