শান (২০২০-এর চলচ্চিত্র)
শান হল একটি আসন্ন বাংলাদেশি চলচ্চিত্র, যেটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। চলচ্চিত্রটিতে গল্প লিখেছেন আজাদ খান, পরিচালনা করেছেন এম এ রাহিম, চলচ্চিত্রটি প্রযোজনা করছে কুইক মাল্টিমিডিয়া এবং চলচ্চিত্রটি প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া। চলচ্চিত্রটি পোড়ামন ২ ও দহন এর পর সিয়াম-পূজা জুটির তৃতীয় চলচ্চিত্র।[1] চলচ্চিত্রটির মাধ্যমে ২২ বছর পর একই চলচ্চিত্রে অভিনয় করছেন চম্পা ও অরুণা বিশ্বাস।[2][3][4] প্রেমের স্মৃতি (১৯৯৭) চলচ্চিত্রে সর্বশেষ তারা একসঙ্গে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটির মাধ্যমে ঢালিউডে নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে অভিষেক ঘটবে মাইনুল আহসান নোবেলের।[5][6][7]
শান | |
---|---|
![]() | |
পরিচালক | এম এ রাহিম |
প্রযোজক | কুইক মাল্টিমিডিয়া |
রচয়িতা | আজাদ খান |
শ্রেষ্ঠাংশে | সিয়াম আহমেদ পূজা চেরি |
চিত্রগ্রাহক | সাইফুল শাহীন |
পরিবেশক | জাজ মাল্টিমিডিয়া |
মুক্তি | ২০২০ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়ে
নির্মাণ
২০১৯ সালের মে মাসের ২৬ তারিখ থেকে ঢাকার উত্তরায় চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয়।[8][9][10] রোযার ঈদের আগের দিন পর্যন্ত চলচ্চিত্রটির প্রথম ধাপের চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর, ১২ জুন থেকে নারায়ণগঞ্জের জিন্দা পার্ক এলাকায় চলচ্চিত্রটির দ্বিতীয় ধাপের চিত্রগ্রহণ শুরু হয়।[11][12][13] এরপর চলচ্চিত্রটির চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয় ঢাকার সাভারে। ২৬ জুন সাভারে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ চলাকালে আহত হন সিয়াম আহমেদ।[14][15][16]
বিপণন ও মুক্তি
২০১৯ সালের ১১ আগস্ট চলচ্চিত্রটির একটি পোস্টার মুক্তি পায়। পোস্টারটিতে চলচ্চিত্রটির ২০২০ সালের রোযার ঈদে মুক্তি পাওয়ার কথা উল্লেখ করা হয়।[10][17]
তথ্যসূত্র
- "আসছে সিয়াম-পূজা অভিনীত অ্যাকশন-থ্রিলার ছবি 'শান'"। চ্যানেল ২৪। ২৭ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯।
- "২২ বছর পর একসঙ্গে চম্পা ও অরুণা বিশ্বাস"। ইত্তেফাক। ২৭ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯।
- "২২ বছর পর চম্পা-অরুণা বিশ্বাস"। আরটিভি। ২৭ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯।
- "চম্পা ও অরুণা বিশ্বাস ২২ বছর পর আরও একবার একসঙ্গে"। আমাদের সময়। ২৮ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯।
- "ঢাকার ছবিতে নোবেলের গান"। আমাদের সময়। ৪ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯।
- "সিয়াম-পূজার 'শান' ছবিতে নোবেলের টাইটেল গান"। চ্যানেল আই। ৪ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯।
- "সিনেমায় গাইবেন নোবেল"। প্রথম আলো। ৬ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯।
- "শুরু হলো সিয়াম-পূজা-তাসকিনের 'শান'"। চ্যানেল আই। ২৬ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯।
- "জনপ্রিয় তিন মুখ সিয়াম, পূজা ও তাসকিন অভিনীত ছবি 'শান'-এর শুটিং শুরু হলো"। আমাদের সময়। ২৭ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯।
- "সিয়াম দেখালেন প্রথম লুক"। সমকাল। ১১ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৯।
- "জিন্দাপার্কে কেনো সিয়াম-পূজা ?"। সমকাল। ১২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯।
- "আবারও শুরু হলো শান"। ইত্তেফাক। ১২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯।
- "শুরু হয়েছে 'শান'র দ্বিতীয় ধাপের শুটিং"। বাংলানিউজ২৪.কম। ১২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯।
- "শুটিংয়ে আহত সিয়াম"। কালের কণ্ঠ। ২৮ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯।
- "শুটিংয়ে আহত চিত্রনায়ক সিয়াম"। ইত্তেফাক। ২৭ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯।
- "মারামারি করে আহত চিত্রনায়ক সিয়াম"। জাগোনিউজ২৪.কম। ২৭ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯।
- "'সবে তো শুরু, সামনে আসছে 'শান'-এর আরো চমক!'"। চ্যানেল আই। ১১ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৯।