শান (২০২০-এর চলচ্চিত্র)

শান হল একটি আসন্ন বাংলাদেশি চলচ্চিত্র, যেটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদপূজা চেরি। চলচ্চিত্রটিতে গল্প লিখেছেন আজাদ খান, পরিচালনা করেছেন এম এ রাহিম, চলচ্চিত্রটি প্রযোজনা করছে কুইক মাল্টিমিডিয়া এবং চলচ্চিত্রটি প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া। চলচ্চিত্রটি পোড়ামন ২দহন এর পর সিয়াম-পূজা জুটির তৃতীয় চলচ্চিত্র।[1] চলচ্চিত্রটির মাধ্যমে ২২ বছর পর একই চলচ্চিত্রে অভিনয় করছেন চম্পাঅরুণা বিশ্বাস[2][3][4] প্রেমের স্মৃতি (১৯৯৭) চলচ্চিত্রে সর্বশেষ তারা একসঙ্গে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটির মাধ্যমে ঢালিউডে নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে অভিষেক ঘটবে মাইনুল আহসান নোবেলের।[5][6][7]

শান
পরিচালকএম এ রাহিম
প্রযোজককুইক মাল্টিমিডিয়া
রচয়িতাআজাদ খান
শ্রেষ্ঠাংশেসিয়াম আহমেদ
পূজা চেরি
চিত্রগ্রাহকসাইফুল শাহীন
পরিবেশকজাজ মাল্টিমিডিয়া
মুক্তি২০২০
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

অভিনয়ে

নির্মাণ

২০১৯ সালের মে মাসের ২৬ তারিখ থেকে ঢাকার উত্তরায় চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয়।[8][9][10] রোযার ঈদের আগের দিন পর্যন্ত চলচ্চিত্রটির প্রথম ধাপের চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর, ১২ জুন থেকে নারায়ণগঞ্জের জিন্দা পার্ক এলাকায় চলচ্চিত্রটির দ্বিতীয় ধাপের চিত্রগ্রহণ শুরু হয়।[11][12][13] এরপর চলচ্চিত্রটির চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয় ঢাকার সাভারে। ২৬ জুন সাভারে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ চলাকালে আহত হন সিয়াম আহমেদ[14][15][16]

বিপণন ও মুক্তি

২০১৯ সালের ১১ আগস্ট চলচ্চিত্রটির একটি পোস্টার মুক্তি পায়। পোস্টারটিতে চলচ্চিত্রটির ২০২০ সালের রোযার ঈদে মুক্তি পাওয়ার কথা উল্লেখ করা হয়।[10][17]

তথ্যসূত্র

  1. "আসছে সিয়াম-পূজা অভিনীত অ্যাকশন-থ্রিলার ছবি 'শান'"চ্যানেল ২৪। ২৭ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯
  2. "২২ বছর পর একসঙ্গে চম্পা ও অরুণা বিশ্বাস"ইত্তেফাক। ২৭ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯
  3. "২২ বছর পর চম্পা-অরুণা বিশ্বাস"আরটিভি। ২৭ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯
  4. "চম্পা ও অরুণা বিশ্বাস ২২ বছর পর আরও একবার একসঙ্গে"আমাদের সময়। ২৮ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯
  5. "ঢাকার ছবিতে নোবেলের গান"আমাদের সময়। ৪ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯
  6. "সিয়াম-পূজার 'শান' ছবিতে নোবেলের টাইটেল গান"চ্যানেল আই। ৪ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯
  7. "সিনেমায় গাইবেন নোবেল"প্রথম আলো। ৬ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯
  8. "শুরু হলো সিয়াম-পূজা-তাসকিনের 'শান'"চ্যানেল আই। ২৬ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯
  9. "জনপ্রিয় তিন মুখ সিয়াম, পূজা ও তাসকিন অভিনীত ছবি 'শান'-এর শুটিং শুরু হলো"আমাদের সময়। ২৭ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯
  10. "সিয়াম দেখালেন প্রথম লুক"সমকাল। ১১ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৯
  11. "জিন্দাপার্কে কেনো সিয়াম-পূজা ?"সমকাল। ১২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯
  12. "আবারও শুরু হলো শান"ইত্তেফাক। ১২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯
  13. "শুরু হয়েছে 'শান'র দ্বিতীয় ধাপের শুটিং"বাংলানিউজ২৪.কম। ১২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯
  14. "শুটিংয়ে আহত সিয়াম"কালের কণ্ঠ। ২৮ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯
  15. "শুটিংয়ে আহত চিত্রনায়ক সিয়াম"ইত্তেফাক। ২৭ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯
  16. "মারামারি করে আহত চিত্রনায়ক সিয়াম"জাগোনিউজ২৪.কম। ২৭ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯
  17. "'সবে তো শুরু, সামনে আসছে 'শান'-এর আরো চমক!'"চ্যানেল আই। ১১ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.