হিরো ৪২০

"'হিরো ৪২০"' একটি ভারত-বাংলাদেশ রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র যা সুজিত মন্ডল পরিচালিত এবং জাজ মাল্টিমিডিয়া এবং একুসে মুভিজের ব্যানারে আবদুল আজিজ ও অশোক ধনুকা প্রযোজিত [1] । ছবিটির সাউন্ডট্র্যাক সুর করেছেন গুপ্ত । ছবিতে ওম, নুসরাত ফারিয়া মাজহার এবং রিয়া সেন অভিনয় করেছেন প্রধান চরিত্রে। ছবিটি ১৯ ফেব্রুয়ারী ২০১৬ এ মুক্তি পেয়েছিল। ২ ডিসেম্বর ২০১৫ এ চলচ্চিত্রটির মোশন পোস্টার প্রকাশিত হয়েছিল [2][3] । এটি ২০০৯ সালের তেলুগু মুভি মাসকার রিমেক।

হিরো ৪২০
চিত্র:Hero420.png
পরিচালকসুজিত মন্ডল
প্রযোজক
  • অশক ডক্না
  • আব্দুল আজিজ
চিত্রনাট্যকার
  • পেলে
  • আব্দুলাহ জহির বাবু
উৎসমাসকা ফিল্ম
শ্রেষ্ঠাংশে
সুরকারস্যাবি গুপ্তা
প্রযোজনা
কোম্পানি
পরিবেশক
মুক্তি
  • ১২ ফেব্রুয়ারি ২০১৬ (2016-02-12) (ভারত)
  • ১৮ ফেব্রুয়ারি ২০১৬ (2016-02-18) (বাংলাদেশ)
দেশ
  • ভারত
  • বাংলাদেশ
ভাষাবাংলা

অভিনয়

অন্যান্য

২০১৫ সালের সেপ্টেম্বরে, জাজ মাল্টিমিডিয়া নুসরাত ফারিয়া মাজহারকে প্রধান নায়িকা এবং সৈকত নাসির হিসাবে প্রকল্পটি ঘোষণা করেছিল। পরে, ওম মুখ্য অভিনেতা চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তুত ছিলেন, অন্যদিকে রিয়া সেন ছবিতে মুখ্য ভূমিকা পালন করতে দেখা যাবে। প্রথম পর্বের শুটিং হায়দরাবাদে শুরু হয়েছিল, তার পরে ব্যাংকক, যেখানে একটি গানের শুটিং হয়েছিল। ছবিটির শেষ পর্বটি বাংলাদেশে চিত্রায়িত হয়েছিল। হায়দরাবাদ এবং বাংলাদেশে মুভিটির গুরুত্বপূর্ণ অংশের শুটিং। সিনেমাগুলি প্রেক্ষাগৃহে আসার জন্য প্রস্তুত।[4]

গানসূমুহ

সবগুলি গানের গীতিকার রিদ্দি বড়ুয়া, পারশন,আনয়ান; সবগুলি গানের সুরকার স্যাবি

নং.শিরোনামগীতিকারসুরকারশিল্পীদৈর্ঘ্য
১."ও রিয়া"রিদ্দিস্যাবিসাদিব২:৫৯
২."ওরে প্রিয়া"পারশেনস্যাবিমোহাম্মদ ইরফান৪:২৫
৩."এই পথ"পারশনস্যাবিসাদিব৪:২১
৪."থ্রিজি"রিদ্দি বড়ুয়াস্যাবিনাকেশ আজিজ, কল্পনা পাটওয়ারী৩:৫১
৫."চাইছি তোকে"আনাইনস্যাবিআস কিং৩:৫৭

তথ্যসূত্র

  1. ‘হিরো ৪২০’ ছবির শুটিংয়ে ফারিয়াMyemensingh Daily। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৫
  2. "Hero 420 shooting moves into Hyedarabad"news69bd। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৫
  3. নুসরাত ফHERO420রিয়া ‘হিরো-৪২০’manobkantha। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৫
  4. "Om next Hero 420 film remake from bollywood Movie Ghajini"GulGal। ২০১৬-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানু ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.